ETV Bharat / entertainment

Saamna Reacts on Javed Remarks at Pakistan: প্রকৃত দেশপ্রেমিক, পাকিস্তানের মাটিতে জাভেদের 26/11 তোপকে কুর্নিশ সামনার - প্রকৃত দেশপ্রেমিক

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে জাভেদ আখতারের 26/11-সংক্রান্ত তোপকে কুর্নিশ জানাল (Uddhav's mouthpiece Saamna) উদ্ধব ঠাকরের দলের মুখপত্র সামনা (Saamna Reacts on Javed Remarks at Pakistan)৷

Javed Akhtar ETV Bharat
জাভেদ আখতার
author img

By

Published : Feb 23, 2023, 5:17 PM IST

মুম্বই, 23 ফেব্রুয়ারি: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলার নিন্দা করেছিলেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Uddhav's mouthpiece Saamna)৷ কোনও রকম রাখঢাক না করে তিনি বলেছিলেন, সেই হামলার অপরাধীরা এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে ৷ তাঁর এই বলিষ্ঠ মন্তব্যের জন্য জাভেদ আখতারের ভূয়সী প্রশংসা করল উদ্ধব ঠাকরের দল ৷ দলের মুখপত্র সামনায় (Saamna Reacts on Javed Remarks at Pakistan) লেখা হয়েছে যে, "শুধুমাত্র একজন প্রকৃত দেশপ্রেমিকই এই কাজ করতে পারেন ৷"

লাহোরে আমন্ত্রিত ছিলেন জাভেদ: জাভেদ আখতার লাহোরে 'ফয়েজ' উত্সবের সময় মঞ্চে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলা নিয়ে চাঁছাছোলা ভাষায় মন্তব্য করেছিলেন ৷ সেই নিয়ে সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, একজন মুসলিম লেখক-কবি যা করেছেন সেটা প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর অন্ধ ভক্তরা পাকিস্তানের জন্য করতে পারেননি । প্রবীণ কবি-গীতিকার এবং লেখক জাভেদ আখতারকে কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণ দিবসে লাহোরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ।

জাভেদ প্রকৃত দেশপ্রেমিক: প্রকাশনাটি লাহোরে পাকিস্তানকে অভিযুক্ত করার জন্য জাভেদ আখতারের সাহসকে স্বাগত জানিয়েছে এবং মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধু বড় বড় কথা বলে, এই অভিযোগ করে নিন্দায় সরব হয়েছে ৷

তারা লিখেছে, "পাকিস্তানে গিয়ে আখতারের মতো কঠিন কথা বলা সহজ নয় ৷" এখানে দিল্লি ও মুম্বইয়ে বসে পাকিস্তানকে হুমকি দেওয়া সহজ । নির্বাচনের সময় সার্জিক্যাল স্ট্রাইক করে ঘুসকর মারাঙ্গে গর্জন করাটা স্বাভাবিত ৷ তবে শত্রুর মুখের সামনে দাঁড়িয়ে বলা যে, আপনি আমাদের দেশের শত্রু, এ তথা খুব সহজ নয় ৷ একজন প্রকৃত দেশপ্রেমিকই এটা করতে পারেন বলে মত সামনার ।

বিজেপিকে একহাত সামনার: সামনা তার সর্বশেষ সম্পাদকীয়তে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য বিভিন্ন সংজ্ঞা দেওয়ায় ভারতীয় জনতা পার্টিকে একহাত নেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, যাঁরা দলকে অনুসরণ করেন না বা যাঁরা তাঁদের দাস হতে প্রস্তুত না বিজেপির বিরুদ্ধে তাঁদের বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দেওয়া হয় ৷ সামনার তীব্র কটাক্ষ, বিজেপি মনে করে যে, যিনি মোদিভক্ত নন, তিনি দেশে থাকতে পারবেন না ।

আরও পড়ুন: হামলাকারীরা এখনও অবাধে ঘুরছে, পাকিস্তানের মাটিতে বিস্ফোরক জাভেদ আখতার

কী বলেছিলেন জাভেদ: জাভেদ আখতার পাকিস্তানের অনুষ্ঠানে বলেছিলেন, "মুম্বইয়ে 26/11 সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে । আমরা মুম্বইকার । আমরা আমাদের শহরে হামলা দেখেছি । হামলাকারীরা নরওয়ে বা মিশর থেকে আসেনি, তারা এসেছে আপনার দেশ থেকে । যদি ভারতীয় জনগণের এই বিষয়ে অভিযোগ থাকে, তবে পাকিস্তানের জনগণের এটিকে অপমান হিসাবে বিবেচনা করা উচিত নয় "

পাকিস্তানকে তুলোধোনা জাভেদের: আখতার আরও বলেন, "আমি বলতে দ্বিধা করব না যে আমরা আমাদের দেশে নুসরত (ফতেহ আলি খান) সাহেব এবং মেহেদি হাসান সাহেবের এত বড় অনুষ্ঠানের আয়োজন করলেও আপনরা লতার (মঙ্গেশকর) একটি অনুষ্ঠানও আয়োজন করতে পারেননি।" জাভেদ আখতারের এই মন্তব্য শুনে করতালি দিয়েছিলেন পাকিস্তানের দর্শক । আখতারকে সমর্থন করা দর্শকদের সাহসেরও প্রশংসা করতে হবে বলে মনে করে সামনা । তাদের মতে, আখতার দেশের সামনে দেশপ্রেম ও সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷

মুম্বই, 23 ফেব্রুয়ারি: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলার নিন্দা করেছিলেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Uddhav's mouthpiece Saamna)৷ কোনও রকম রাখঢাক না করে তিনি বলেছিলেন, সেই হামলার অপরাধীরা এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে ৷ তাঁর এই বলিষ্ঠ মন্তব্যের জন্য জাভেদ আখতারের ভূয়সী প্রশংসা করল উদ্ধব ঠাকরের দল ৷ দলের মুখপত্র সামনায় (Saamna Reacts on Javed Remarks at Pakistan) লেখা হয়েছে যে, "শুধুমাত্র একজন প্রকৃত দেশপ্রেমিকই এই কাজ করতে পারেন ৷"

লাহোরে আমন্ত্রিত ছিলেন জাভেদ: জাভেদ আখতার লাহোরে 'ফয়েজ' উত্সবের সময় মঞ্চে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলা নিয়ে চাঁছাছোলা ভাষায় মন্তব্য করেছিলেন ৷ সেই নিয়ে সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, একজন মুসলিম লেখক-কবি যা করেছেন সেটা প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর অন্ধ ভক্তরা পাকিস্তানের জন্য করতে পারেননি । প্রবীণ কবি-গীতিকার এবং লেখক জাভেদ আখতারকে কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণ দিবসে লাহোরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ।

জাভেদ প্রকৃত দেশপ্রেমিক: প্রকাশনাটি লাহোরে পাকিস্তানকে অভিযুক্ত করার জন্য জাভেদ আখতারের সাহসকে স্বাগত জানিয়েছে এবং মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধু বড় বড় কথা বলে, এই অভিযোগ করে নিন্দায় সরব হয়েছে ৷

তারা লিখেছে, "পাকিস্তানে গিয়ে আখতারের মতো কঠিন কথা বলা সহজ নয় ৷" এখানে দিল্লি ও মুম্বইয়ে বসে পাকিস্তানকে হুমকি দেওয়া সহজ । নির্বাচনের সময় সার্জিক্যাল স্ট্রাইক করে ঘুসকর মারাঙ্গে গর্জন করাটা স্বাভাবিত ৷ তবে শত্রুর মুখের সামনে দাঁড়িয়ে বলা যে, আপনি আমাদের দেশের শত্রু, এ তথা খুব সহজ নয় ৷ একজন প্রকৃত দেশপ্রেমিকই এটা করতে পারেন বলে মত সামনার ।

বিজেপিকে একহাত সামনার: সামনা তার সর্বশেষ সম্পাদকীয়তে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য বিভিন্ন সংজ্ঞা দেওয়ায় ভারতীয় জনতা পার্টিকে একহাত নেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, যাঁরা দলকে অনুসরণ করেন না বা যাঁরা তাঁদের দাস হতে প্রস্তুত না বিজেপির বিরুদ্ধে তাঁদের বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দেওয়া হয় ৷ সামনার তীব্র কটাক্ষ, বিজেপি মনে করে যে, যিনি মোদিভক্ত নন, তিনি দেশে থাকতে পারবেন না ।

আরও পড়ুন: হামলাকারীরা এখনও অবাধে ঘুরছে, পাকিস্তানের মাটিতে বিস্ফোরক জাভেদ আখতার

কী বলেছিলেন জাভেদ: জাভেদ আখতার পাকিস্তানের অনুষ্ঠানে বলেছিলেন, "মুম্বইয়ে 26/11 সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে । আমরা মুম্বইকার । আমরা আমাদের শহরে হামলা দেখেছি । হামলাকারীরা নরওয়ে বা মিশর থেকে আসেনি, তারা এসেছে আপনার দেশ থেকে । যদি ভারতীয় জনগণের এই বিষয়ে অভিযোগ থাকে, তবে পাকিস্তানের জনগণের এটিকে অপমান হিসাবে বিবেচনা করা উচিত নয় "

পাকিস্তানকে তুলোধোনা জাভেদের: আখতার আরও বলেন, "আমি বলতে দ্বিধা করব না যে আমরা আমাদের দেশে নুসরত (ফতেহ আলি খান) সাহেব এবং মেহেদি হাসান সাহেবের এত বড় অনুষ্ঠানের আয়োজন করলেও আপনরা লতার (মঙ্গেশকর) একটি অনুষ্ঠানও আয়োজন করতে পারেননি।" জাভেদ আখতারের এই মন্তব্য শুনে করতালি দিয়েছিলেন পাকিস্তানের দর্শক । আখতারকে সমর্থন করা দর্শকদের সাহসেরও প্রশংসা করতে হবে বলে মনে করে সামনা । তাদের মতে, আখতার দেশের সামনে দেশপ্রেম ও সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.