ETV Bharat / entertainment

পাঠান-জওয়ান-ডাঙ্কি নিয়ে 2023 সেরা কাটল, প্রশ্নোত্তর পর্বে নিজেই জানালেন শাহরুখ - আড্ডার মেজাজে বাদশা

Ask SRK Session: 'আসকএসআরকে' সেশনে আড্ডার মেজাজে বলিউডের বাদশা শাহরুখ খান ৷ বছরটা কেমন কাটল থেকে সলমনের জন্মদিন নানান বিষয় নিয়ে দিলেন আড্ডা ৷

Shah Rukh Khan
'আসকএসআরকে' সেশনে আড্ডার মেজাজে বাদশা
author img

By PTI

Published : Dec 27, 2023, 9:42 PM IST

মুম্বই, 27 ডিসেম্বর: 2023 সাল ৷ এক কথায় বলতে গেলে অনেকেরই মনে পড়ে শাহরুখের কামব্যাকের কথা ৷ 'কিং অফ বলিউড' এর আগে প্রায় চার বছর ছিলেন বনবাসে ৷ অনেকেই এও বলতে শুরু করেছিলেন এবার বলিউডে শাহরুখ-যুগের অবসান আসন্ন ৷ কিন্তু 2023 সালের শুরু থেকেই একের পর এক দুরন্ত ছবিতে মন কেড়েছেন বলিউডের বেতাজ বাদশা ৷ 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' একই বছরে তিনবার রূপোলি পর্দায় হাজির হয়েছেন তিনি ৷ বছরের কোন অংশটা সবচেয়ে দারুণ ছিল? ফ্যানেদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, বছরের পুরোটাই তাঁর দারুণ কেটেছে ৷

আরও একটি 'আস্ক এসআরকে' সেশনের এদিন আয়োজন করেন বলিউডের বাদশাহ ৷ ইতিমধ্যেই বক্স অফিসে 250 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তাঁর নতুন ছবি 'ডাঙ্কি' ৷ বিশ্বব্যাপী এই আয়ের জেরে কিং খানের ছবি ইতিমধ্যেই হিটের তকমা পেয়ে গিয়েছে ৷ ছবির বাজেট ছিল 120 কোটি টাকা ৷ ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই আয় করেছে 283.13 কোটি টাকা ৷

বুধবার শুধু ছবি নিয়ে নয় বাকি বিষয়েও মুখ খুলেছেন এসআরকে ৷ ফ্যানের প্রশ্নের উত্তরে সলমন খানকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "আমি জানি আর আমি ওকে শুভেচ্ছাও জানিয়েছি ৷ আমি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না ৷ কারণ আমাদের ব্যাপারটাই তো ব্যক্তিগত তাই না ৷"

বছরের কোন অংশটা সবচেয়ে ভালো ছিল অনুরাগীদের এমন প্রশ্নের জবাবে তিনি লেখেন, "কোন বিশেষ অংশ নয় ৷ 2023 সালটাই ছিল সবার সেরা ৷" তাঁর নতুন ছবি নিয়েও অনেক প্রশ্ন এসেছে ৷ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্নে তিনি জানান, ব্যবসাটা যাদের কাজ তাদের করতে দিন ৷ ওসব নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই ৷

এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, নানান ধরনের পরামর্শ তো আপনার কাছে আসতেই থাকে ৷ আপনি কীভাবে নিজেকে ঠিক রাখেন? তিনি উত্তরে লেখেন, "হা হা একটা কথা শুনেছ কি? 'পরামর্শ হল ****এস-এর মতো...যা সবার একটি করে আছে !' আমি মতামতের উপর ভিত্তি করে কাজ করি না ৷ বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করি ৷"

আরও পড়ুন:

  1. বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ
  2. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  3. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?

মুম্বই, 27 ডিসেম্বর: 2023 সাল ৷ এক কথায় বলতে গেলে অনেকেরই মনে পড়ে শাহরুখের কামব্যাকের কথা ৷ 'কিং অফ বলিউড' এর আগে প্রায় চার বছর ছিলেন বনবাসে ৷ অনেকেই এও বলতে শুরু করেছিলেন এবার বলিউডে শাহরুখ-যুগের অবসান আসন্ন ৷ কিন্তু 2023 সালের শুরু থেকেই একের পর এক দুরন্ত ছবিতে মন কেড়েছেন বলিউডের বেতাজ বাদশা ৷ 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' একই বছরে তিনবার রূপোলি পর্দায় হাজির হয়েছেন তিনি ৷ বছরের কোন অংশটা সবচেয়ে দারুণ ছিল? ফ্যানেদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, বছরের পুরোটাই তাঁর দারুণ কেটেছে ৷

আরও একটি 'আস্ক এসআরকে' সেশনের এদিন আয়োজন করেন বলিউডের বাদশাহ ৷ ইতিমধ্যেই বক্স অফিসে 250 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তাঁর নতুন ছবি 'ডাঙ্কি' ৷ বিশ্বব্যাপী এই আয়ের জেরে কিং খানের ছবি ইতিমধ্যেই হিটের তকমা পেয়ে গিয়েছে ৷ ছবির বাজেট ছিল 120 কোটি টাকা ৷ ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই আয় করেছে 283.13 কোটি টাকা ৷

বুধবার শুধু ছবি নিয়ে নয় বাকি বিষয়েও মুখ খুলেছেন এসআরকে ৷ ফ্যানের প্রশ্নের উত্তরে সলমন খানকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "আমি জানি আর আমি ওকে শুভেচ্ছাও জানিয়েছি ৷ আমি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না ৷ কারণ আমাদের ব্যাপারটাই তো ব্যক্তিগত তাই না ৷"

বছরের কোন অংশটা সবচেয়ে ভালো ছিল অনুরাগীদের এমন প্রশ্নের জবাবে তিনি লেখেন, "কোন বিশেষ অংশ নয় ৷ 2023 সালটাই ছিল সবার সেরা ৷" তাঁর নতুন ছবি নিয়েও অনেক প্রশ্ন এসেছে ৷ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্নে তিনি জানান, ব্যবসাটা যাদের কাজ তাদের করতে দিন ৷ ওসব নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই ৷

এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, নানান ধরনের পরামর্শ তো আপনার কাছে আসতেই থাকে ৷ আপনি কীভাবে নিজেকে ঠিক রাখেন? তিনি উত্তরে লেখেন, "হা হা একটা কথা শুনেছ কি? 'পরামর্শ হল ****এস-এর মতো...যা সবার একটি করে আছে !' আমি মতামতের উপর ভিত্তি করে কাজ করি না ৷ বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করি ৷"

আরও পড়ুন:

  1. বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ
  2. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  3. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.