ETV Bharat / entertainment

Nora Fatehi: সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ - Sukesh Chandrashekhar

সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় ফের এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ (Extortion Case) ৷ বৃহস্পতিবার সকাল 11টায় তাঁকে ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখা ৷

Nora Fatehi
ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ
author img

By

Published : Sep 15, 2022, 12:47 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ (Extortion Case) ৷ বৃহস্পতিবার সকাল 11টায় তাঁকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখা ৷ এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ (Delhi Police Questions Nora Fatehi) করেছিল দিল্লি পুলিশ ৷

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিও সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷ এর আগে জ্যাকলিনকে আট ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখার আধিকারিকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর কাজ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে এই নায়িকাকে ৷

আরও পড়ুন: প্রথমবার বাংলা টেলিভিশনে মৌনি রায়, কোমর দোলাবেন দেবের সঙ্গে

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন। এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে । তবে এই মামলায় সরাসরি জ্যাকলিন এবং নোরার মধ্যে কোনও পারস্পরিক সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশের স্পেশাল সিপি ক্রাইম রবীন্দ্র যাদবের মতে, এই মামলায় নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই ।

প্রসঙ্গত, গত 24 অগস্ট এই মামলায় বেশ কিছু সম্পত্তি ও নগদ বাজেয়াপ্ত করা হয় ৷ এর মধ্যে রয়েছে চেন্নাইয়ের একটি বিলাসবহুল বাংলো ৷ 12টিরও বেশি দামি গাড়ি এবং নগদ 82 লাখ 50 হাজার টাকা ৷ দিল্লি পুলিশের আর্থিক অপরাধ সংক্রান্ত শাখার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই এই মামলা ও তদন্ত শুরু করা হয়েছে ৷ গোয়েন্দাদের দাবি, প্রায় 200 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে এই ঘটনায় ৷

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ (Extortion Case) ৷ বৃহস্পতিবার সকাল 11টায় তাঁকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখা ৷ এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ (Delhi Police Questions Nora Fatehi) করেছিল দিল্লি পুলিশ ৷

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিও সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷ এর আগে জ্যাকলিনকে আট ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখার আধিকারিকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর কাজ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে এই নায়িকাকে ৷

আরও পড়ুন: প্রথমবার বাংলা টেলিভিশনে মৌনি রায়, কোমর দোলাবেন দেবের সঙ্গে

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন। এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে । তবে এই মামলায় সরাসরি জ্যাকলিন এবং নোরার মধ্যে কোনও পারস্পরিক সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশের স্পেশাল সিপি ক্রাইম রবীন্দ্র যাদবের মতে, এই মামলায় নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই ।

প্রসঙ্গত, গত 24 অগস্ট এই মামলায় বেশ কিছু সম্পত্তি ও নগদ বাজেয়াপ্ত করা হয় ৷ এর মধ্যে রয়েছে চেন্নাইয়ের একটি বিলাসবহুল বাংলো ৷ 12টিরও বেশি দামি গাড়ি এবং নগদ 82 লাখ 50 হাজার টাকা ৷ দিল্লি পুলিশের আর্থিক অপরাধ সংক্রান্ত শাখার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই এই মামলা ও তদন্ত শুরু করা হয়েছে ৷ গোয়েন্দাদের দাবি, প্রায় 200 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে এই ঘটনায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.