ETV Bharat / entertainment

Filmfare 2023: প্রথমবার ফিল্মফেয়ার সঞ্চালনায় সলমন, সেরার মনোনয়ন পেলেন কারা; দেখে নিন একনজরে

author img

By

Published : Apr 25, 2023, 8:59 PM IST

বলিউডে ব্ল্যাকলেডি কার হাতে উঠবে, তারই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 27 এপ্রিল হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরেমনি ৷ মুম্বইয়ে জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে 68তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস।

Filmfare 2023
ফিল্মফেয়ার-এর মঞ্চে সঞ্চালনায় সলমন

হায়দরাবাদ, 25 এপ্রিল: সলমন খান থেকে আমির খান, কিংবা কঙ্গনা রানাওয়াত ৷ বিগত বছরগুলোতে ফিল্মফেয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইন্ডাস্ট্রির আপনজনেরাই ৷ তবু বি-টাউনে এই অ্যাওয়ার্ড শো আজও অন্যতম পুরস্কার হিসাবে শিরোধার্য হয়ে থাকে ৷ মঙ্গলবার অবশেষে সামনে এসেছে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (2023) সেরাদের মনোনয়ন তালিকা ৷ জানা গিয়েছে কবে, কোথায় অনুষ্ঠিত হবে এই শো ৷ আর কারাই বা পারর্ফম করছেন, তাও জানানো হয়েছে ফিল্মফেয়ারের তরফে ৷

1954 সালে পথ চলা শুরু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৷ ঝাঁ-চকচকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় গ্ল্যামারের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দেয় এই মঞ্চ ৷ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। চলতি বছর 27 এপ্রিল মুম্বইয়ে জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

জানা গিয়েছে, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷ সহ-সঞ্চালক হিসাবে মঞ্চ মাতাবেন মণীশ পল ও আয়ুষ্মান খুরানা ৷ বলিউডের বেস্ট সন্ধেয় মঞ্চ কাঁপাতে দেখা যাবে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, টাইগার শ্রফ, গোবিন্দা ও জ্যাকলিন ফার্নান্দেজদের ৷ তবে 27 এপ্রিল এই শো আমজনতা দেখতে পাবেন না ৷ তাঁদের অপেক্ষা করতে হবে আরও একটা দিন ৷ অর্থাৎ, 28 এপ্রিল রাত ন'টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ৷ এবার আসা যাক কোন কোন ছবি, কোন পরিচালক-অভিনেতা-অভিনেত্রী এই বছর নমিনেশনের তালিকায় জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: কবে হবে 96তম অস্কার প্রদান অনুষ্ঠান ? দিনক্ষণ ঠিক করে ফেলল অ্যাকাডেমি

এই বছর সেরা সিনেমার তালিকায় মনোনীত হয়েছে 'বাধাই দো', 'ভুল ভুলাইয়া 2', 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা', 'দ্য কাশ্মীর ফাইলস', 'উঁচাই' এবং 'গাঙ্গুবাই কাথিয়াবাড়ি'।

সেরা পরিচালক হিসাবে মনোনয়ন পেয়েছেন আনীজ বাজমি (ভুল ভুলাইয়া 2), অয়ন মুখোপাধ্যায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা), হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো), সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি), সুরজ আর বারজাতিয়া (উঁচাই) ও বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস) ৷

ক্রিটিকসদের বিচারে সেরা ছবি মনোনয়ন তালিকায় রয়েছে, বাধাই দো, ভেড়িয়া, ঝুন্ড, রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট, বধ ৷

সেরা অভিনেতার তালিকায় রয়েছেন, অজয় দেবগন (দৃশ্যম 2), অমিতাভ বচ্চন (উঁচাই), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস), হৃত্বিক রোশন (বিক্রম ভেদা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া 2), রাজকুমার রাও (বাধাই দো) ৷

ক্রিটিকসদের বিচারে সেরা অভিনেতা তালিকায় রয়েছেন, অমিতাভ বচ্চন (ঝুন্ড), আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট), রাজকুমার রাও (বাধাই দো), সঞ্জয় মিশ্রা (বধ), শাহিদ কাপুর (জার্সি), বরুণ ধাওয়ান (ভেড়িয়া) ৷

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত করা হয়েছে আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি), করিনা কাপুর খান (লাল সিং চাড্ডা), জাহ্নবী কাপুর (মিলি), তাব্বু (ভুল ভুলাইয়া ২), ভূমি পেদনেকর (বাধাই দো),

ক্রিটিকসদের বিচারে সেরা অভিনেত্রী তালিকায় মনোনয়ন পেয়েছেন, কাজল (সালাম ভেঙ্কি), তাপসী পান্নু (সাবাশ মিঠু), তাব্বু (ভুল ভুলাইয়া ২), নীনা গুপ্তা (বধ),ভূমি পেদনেকর (বাধাই দো) ৷

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা প্লে ব্যাক সিঙ্গারের (পুরুষ) মনোনয়ন পেয়েছেন, অরিজিৎ সিং (আপনা বানা লে, দেবা দেবা এবং কেশারিয়া গানের জন্য), সনু নিগম (ম্যা কি কারাঁ) এবং অভয় যোধপুরকার (মাঙ্গে মানজুরিয়া)।

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা বিভাগ) মনোনয়ন পেয়েছেন, জাহ্নবী শ্রীমনকর (ঢোলিরা), জোনিতা গান্ধী (দেবা দেবা), শিল্পা রাও (তেরে হাওয়ালে), শ্রেয়া ঘোষাল (যাব সাঁইয়া) এবং কবিতা শেঠ (রঙ্গসারি)।

এছাড়াও রয়েছে বেস্ট লিরিক্স, বেস্ট মিউজিক অ্যালবাম, বেস্ট ডেবুউ ডিরেক্টর, বেস্ট ডেবুউ অভিনেতা-অভিনেত্রী, সেরা গল্প, সেরা স্ক্রিনপ্লে, সেরা ডায়লগ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন, ভিএফএক্- সহ আরও অন্যান্য পুরস্কার।

হায়দরাবাদ, 25 এপ্রিল: সলমন খান থেকে আমির খান, কিংবা কঙ্গনা রানাওয়াত ৷ বিগত বছরগুলোতে ফিল্মফেয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইন্ডাস্ট্রির আপনজনেরাই ৷ তবু বি-টাউনে এই অ্যাওয়ার্ড শো আজও অন্যতম পুরস্কার হিসাবে শিরোধার্য হয়ে থাকে ৷ মঙ্গলবার অবশেষে সামনে এসেছে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (2023) সেরাদের মনোনয়ন তালিকা ৷ জানা গিয়েছে কবে, কোথায় অনুষ্ঠিত হবে এই শো ৷ আর কারাই বা পারর্ফম করছেন, তাও জানানো হয়েছে ফিল্মফেয়ারের তরফে ৷

1954 সালে পথ চলা শুরু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৷ ঝাঁ-চকচকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় গ্ল্যামারের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দেয় এই মঞ্চ ৷ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। চলতি বছর 27 এপ্রিল মুম্বইয়ে জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

জানা গিয়েছে, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷ সহ-সঞ্চালক হিসাবে মঞ্চ মাতাবেন মণীশ পল ও আয়ুষ্মান খুরানা ৷ বলিউডের বেস্ট সন্ধেয় মঞ্চ কাঁপাতে দেখা যাবে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, টাইগার শ্রফ, গোবিন্দা ও জ্যাকলিন ফার্নান্দেজদের ৷ তবে 27 এপ্রিল এই শো আমজনতা দেখতে পাবেন না ৷ তাঁদের অপেক্ষা করতে হবে আরও একটা দিন ৷ অর্থাৎ, 28 এপ্রিল রাত ন'টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ৷ এবার আসা যাক কোন কোন ছবি, কোন পরিচালক-অভিনেতা-অভিনেত্রী এই বছর নমিনেশনের তালিকায় জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: কবে হবে 96তম অস্কার প্রদান অনুষ্ঠান ? দিনক্ষণ ঠিক করে ফেলল অ্যাকাডেমি

এই বছর সেরা সিনেমার তালিকায় মনোনীত হয়েছে 'বাধাই দো', 'ভুল ভুলাইয়া 2', 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা', 'দ্য কাশ্মীর ফাইলস', 'উঁচাই' এবং 'গাঙ্গুবাই কাথিয়াবাড়ি'।

সেরা পরিচালক হিসাবে মনোনয়ন পেয়েছেন আনীজ বাজমি (ভুল ভুলাইয়া 2), অয়ন মুখোপাধ্যায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা), হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো), সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি), সুরজ আর বারজাতিয়া (উঁচাই) ও বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস) ৷

ক্রিটিকসদের বিচারে সেরা ছবি মনোনয়ন তালিকায় রয়েছে, বাধাই দো, ভেড়িয়া, ঝুন্ড, রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট, বধ ৷

সেরা অভিনেতার তালিকায় রয়েছেন, অজয় দেবগন (দৃশ্যম 2), অমিতাভ বচ্চন (উঁচাই), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস), হৃত্বিক রোশন (বিক্রম ভেদা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া 2), রাজকুমার রাও (বাধাই দো) ৷

ক্রিটিকসদের বিচারে সেরা অভিনেতা তালিকায় রয়েছেন, অমিতাভ বচ্চন (ঝুন্ড), আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট), রাজকুমার রাও (বাধাই দো), সঞ্জয় মিশ্রা (বধ), শাহিদ কাপুর (জার্সি), বরুণ ধাওয়ান (ভেড়িয়া) ৷

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত করা হয়েছে আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি), করিনা কাপুর খান (লাল সিং চাড্ডা), জাহ্নবী কাপুর (মিলি), তাব্বু (ভুল ভুলাইয়া ২), ভূমি পেদনেকর (বাধাই দো),

ক্রিটিকসদের বিচারে সেরা অভিনেত্রী তালিকায় মনোনয়ন পেয়েছেন, কাজল (সালাম ভেঙ্কি), তাপসী পান্নু (সাবাশ মিঠু), তাব্বু (ভুল ভুলাইয়া ২), নীনা গুপ্তা (বধ),ভূমি পেদনেকর (বাধাই দো) ৷

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা প্লে ব্যাক সিঙ্গারের (পুরুষ) মনোনয়ন পেয়েছেন, অরিজিৎ সিং (আপনা বানা লে, দেবা দেবা এবং কেশারিয়া গানের জন্য), সনু নিগম (ম্যা কি কারাঁ) এবং অভয় যোধপুরকার (মাঙ্গে মানজুরিয়া)।

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা বিভাগ) মনোনয়ন পেয়েছেন, জাহ্নবী শ্রীমনকর (ঢোলিরা), জোনিতা গান্ধী (দেবা দেবা), শিল্পা রাও (তেরে হাওয়ালে), শ্রেয়া ঘোষাল (যাব সাঁইয়া) এবং কবিতা শেঠ (রঙ্গসারি)।

এছাড়াও রয়েছে বেস্ট লিরিক্স, বেস্ট মিউজিক অ্যালবাম, বেস্ট ডেবুউ ডিরেক্টর, বেস্ট ডেবুউ অভিনেতা-অভিনেত্রী, সেরা গল্প, সেরা স্ক্রিনপ্লে, সেরা ডায়লগ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন, ভিএফএক্- সহ আরও অন্যান্য পুরস্কার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.