ETV Bharat / entertainment

New Web Series Shwetkali: ঐন্দ্রিলা-সমদর্শীরা এবার জড়াবেন অলৌকিকের জালে, ওটিটি-তে আসছে 'শ্বেতকালী' - Oindrila Sen New Web Series Shwetkali

আসছে নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী' ৷ 24 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে স্ট্রিমিং বিভিন্ন চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার, সমদর্শী দত্ত এবং ঐন্দ্রিলারা (Oindrila Sen New Web Series Shwetkali)৷

Etv Bharat
আসছে নতুন ওয়েব সিরিজ শ্বেতকালী
author img

By

Published : Feb 15, 2023, 10:04 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: খুন নাকি অভিশাপ? এই প্রশ্নের উত্তর দিতেই ওটিটি-তে আসছে নয়া ওয়েব সিরিজ 'শ্বেতকালী' । অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সানি ঘোষ রায়ের পরিচালনায় জি ফাইভে 24 ফেব্রুয়ারি আসছে এই সিরিজ । একটু অন্য ধরনের একটি থ্রিলার উঠে আসবে এই ওটিটি প্রজেক্টে ৷

নির্মাতারা জানিয়েছেন, আসন্ন এই ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’র পরতে পরতে রয়েছে রহস্য, গা ছমছমে আবেশ । লৌকিক, অলৌকিক, লোভ, বিশ্বাস আর অন্ধবিশ্বাসকে সম্বল করেই গল্প সাজিয়েছেন পরিচালক সানি ঘোষ রায় । ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে, 1872 সালের কাহিনির ঝলক । সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্য়ায়, দেবদূত ঘোষ, ঋষি কৌশিক, সমদর্শী দত্ত, ঐন্দ্রিলা সেন, দেবলীনা কুমার, সাহেব ভট্টাচার্য এবং সৌরভ চক্রবর্তী (Oindrila Sen New Web Series Shwetkali)। উল্লেখ্য, ঐন্দ্রিলা-সহ আরও অনেকেরই ওয়েবে অভিষেক করতে চলেছেন এই সিরিজের হাত ধরে ।

New Web Series Shwetkali
আসছে নতুন ওয়েব সিরিজ শ্বেতকালী

গল্পের দিকে তাকালে জানা যায়, সিরিজে সৌরভ চক্রবর্তীর চরিত্রটি বাবা-কাকার গয়নার ব্যবসা ফেলে হোটেল খুলবে ঠিক করেছে । পর্দায় তাঁকে সহায়তা করেছেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার এবং ঐন্দ্রিলা সেন । বহু যুগ আগের একটি পুরনো বাড়ি পছন্দ সৌরভের । তারই ভোল বদলে তিনি বানাতে চান ঝাঁ চকচকে হোটেল । আচমকাই বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি । যার অভিশাপ এসে লাগে ব্যবসায়ী বাড়ির এই প্রজন্মের গায়ে । সেই কালী চায় বলি । তবে, অভিশাপ নাকি খুন? কোন সত্য লুকিয়ে আছে এর ভিতরে ? সব প্রশ্নের উত্তর লুকোনো নতুন সিরিজে ।

আরও পড়ুন: 'নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই প্রেমের দিন', লিখলেন প্রিয়াঙ্কা

রহস্য রোমাঞ্চের সিরিজের চল বাংলা ওয়েবে ক্রমাগত বেড়েই চলেছে ৷ গোয়েন্দা আর রহস্য়ের জটের পাশাপাশি অলৌকিক গল্পগুলিও জায়গা করে নিচ্ছে এই সিরিজে ৷ এবার উত্তরের অপেক্ষা আসন্ন 'শ্বেতকালী' সিরিজটি ঠিক কতখানি দর্শকদের নজর কাড়তে পারে ৷ তার জন্য় অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ৷ ইতিমধ্য়েই হাজির হয়েছে এই সিরিজের ট্রেলার ৷ আর যথেষ্ট সাড়া ফেলেছে দর্শকদের মধ্য়ে ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: খুন নাকি অভিশাপ? এই প্রশ্নের উত্তর দিতেই ওটিটি-তে আসছে নয়া ওয়েব সিরিজ 'শ্বেতকালী' । অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সানি ঘোষ রায়ের পরিচালনায় জি ফাইভে 24 ফেব্রুয়ারি আসছে এই সিরিজ । একটু অন্য ধরনের একটি থ্রিলার উঠে আসবে এই ওটিটি প্রজেক্টে ৷

নির্মাতারা জানিয়েছেন, আসন্ন এই ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’র পরতে পরতে রয়েছে রহস্য, গা ছমছমে আবেশ । লৌকিক, অলৌকিক, লোভ, বিশ্বাস আর অন্ধবিশ্বাসকে সম্বল করেই গল্প সাজিয়েছেন পরিচালক সানি ঘোষ রায় । ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে, 1872 সালের কাহিনির ঝলক । সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্য়ায়, দেবদূত ঘোষ, ঋষি কৌশিক, সমদর্শী দত্ত, ঐন্দ্রিলা সেন, দেবলীনা কুমার, সাহেব ভট্টাচার্য এবং সৌরভ চক্রবর্তী (Oindrila Sen New Web Series Shwetkali)। উল্লেখ্য, ঐন্দ্রিলা-সহ আরও অনেকেরই ওয়েবে অভিষেক করতে চলেছেন এই সিরিজের হাত ধরে ।

New Web Series Shwetkali
আসছে নতুন ওয়েব সিরিজ শ্বেতকালী

গল্পের দিকে তাকালে জানা যায়, সিরিজে সৌরভ চক্রবর্তীর চরিত্রটি বাবা-কাকার গয়নার ব্যবসা ফেলে হোটেল খুলবে ঠিক করেছে । পর্দায় তাঁকে সহায়তা করেছেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার এবং ঐন্দ্রিলা সেন । বহু যুগ আগের একটি পুরনো বাড়ি পছন্দ সৌরভের । তারই ভোল বদলে তিনি বানাতে চান ঝাঁ চকচকে হোটেল । আচমকাই বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি । যার অভিশাপ এসে লাগে ব্যবসায়ী বাড়ির এই প্রজন্মের গায়ে । সেই কালী চায় বলি । তবে, অভিশাপ নাকি খুন? কোন সত্য লুকিয়ে আছে এর ভিতরে ? সব প্রশ্নের উত্তর লুকোনো নতুন সিরিজে ।

আরও পড়ুন: 'নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই প্রেমের দিন', লিখলেন প্রিয়াঙ্কা

রহস্য রোমাঞ্চের সিরিজের চল বাংলা ওয়েবে ক্রমাগত বেড়েই চলেছে ৷ গোয়েন্দা আর রহস্য়ের জটের পাশাপাশি অলৌকিক গল্পগুলিও জায়গা করে নিচ্ছে এই সিরিজে ৷ এবার উত্তরের অপেক্ষা আসন্ন 'শ্বেতকালী' সিরিজটি ঠিক কতখানি দর্শকদের নজর কাড়তে পারে ৷ তার জন্য় অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ৷ ইতিমধ্য়েই হাজির হয়েছে এই সিরিজের ট্রেলার ৷ আর যথেষ্ট সাড়া ফেলেছে দর্শকদের মধ্য়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.