ETV Bharat / entertainment

Usha Uthup New Song: সেই ট্রিঙ্কাসেই প্রকাশ্যে এল ঊষার গান, হাজির দেব - Dev in Usha Utthup New Song Launch Program

ক'দিন আগেই অবশ্য 'কাছের মানুষ' ছবির গান প্রকাশে এই ট্রিঙ্কাসে হাজির হয়েছিলেন তিনি । এবার নিজের একটি সিঙ্গলস প্রকাশে আবার নিজের পুরোনো চেনা জায়গায় ফিরলেন সকলের প্রিয় ঊষাদি (Usha Uthup New Song Mon Manchhe Na Ar)।

Dev in Usha Utthup New Song Launch Program
ট্রিঙ্কাসে ঊষা উত্থুপের গান প্রকাশে হাজির দেব
author img

By

Published : Oct 27, 2022, 12:01 PM IST

Updated : Oct 27, 2022, 12:29 PM IST

কলকাতা, 27 অক্টোবর: ট্রিঙ্কাসে ফের একবার হাজির ঊষা উত্থুপ । ক'দিন আগেই অবশ্য 'কাছের মানুষ' ছবির গান প্রকাশের সময় এই ট্রিঙ্কাসে হাজির হয়েছিলেন তিনি । এবার নিজের অন্য একটি গান প্রকাশ করতেও পুরোনো চেনা জায়গাকেই বেছে নিলেন সকলের প্রিয় ঊষাদি । 'ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড'-এর তরফে হাজির হল শিল্পীর কণ্ঠে 'মন মানছে না আর' শীর্ষক গানটি (New Song of Usha Utthup is out now )। এই অনুষ্ঠানে সে হাজির হন সুপারস্টার দেবও (Dev in Usha Uthup New Song Launch Program)।

সম্প্রতি দেবের ছবি 'কাছের মানুষ'-এই গান গেয়েছিলেন ঊষা উত্থুপ । 'মন মানছে না আর' গানটি লিখেছেন রাজীব দত্ত (New Song of Usha Uthup )। সুর করেছেন শুভজিৎ রায় । উল্লেখ্য, 1978 সালে পপ কুইন ঊষা উত্থুপ তাঁর জীবনের প্রথম বাংলা গান 'আহা তুমি সুন্দরী কত কলকাতা' গানটিও এই 'ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড' থেকেই প্রকাশ করেন এবং তা ব্যাপক সাড়া ফেলেছিল শ্রোতাদের মনে (Usha Uthup New Song Mon Manchhe Na Ar)।

Usha Utthup  New Song
ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড'-এর তরফে হাজির হল শিল্পীর কণ্ঠে 'মন মানছে না আর' শীর্ষক গানটি

পাক্কা 44বছর পর 2022 সালে ফের একবার এই মিউজিক কোম্পানির সঙ্গে জোট বাঁধলেন ঊষা। তিনি বলেন, "ইনরেকো এবং হিন্দুস্তান রেকর্ডের সঙ্গে কাজ করা আমার কাছে এক অর্থে স্বদেশে ফেরার মতো । তাদের জন্য এই সুন্দর গানটি গাইতে খুব ভালো লাগছে । আমি চিরকাল কৃতজ্ঞ আমার মিউজিক কম্পোজার, গীতিকার, অডিয়ো কোম্পানি, প্রযোজক এবং সর্বোপরি শ্রোতাদের কাছে । তাঁরাই এখনও আমার প্রতি তাঁদের ভালোবাসা উজার করে দিচ্ছেন এবং আমাকে নতুন গান গাইতে উদ্বুদ্ধ করছেন। " স্বাভাবিকভাবেই খুশি রেকর্ড কোম্পানির সকলেও ।

আরও পড়ুন: অজয় কন্যা নাইসা এবং তৃপ্তি ডিমরির সঙ্গে পার্টিতে মাতলেন আরিয়ান

কলকাতা, 27 অক্টোবর: ট্রিঙ্কাসে ফের একবার হাজির ঊষা উত্থুপ । ক'দিন আগেই অবশ্য 'কাছের মানুষ' ছবির গান প্রকাশের সময় এই ট্রিঙ্কাসে হাজির হয়েছিলেন তিনি । এবার নিজের অন্য একটি গান প্রকাশ করতেও পুরোনো চেনা জায়গাকেই বেছে নিলেন সকলের প্রিয় ঊষাদি । 'ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড'-এর তরফে হাজির হল শিল্পীর কণ্ঠে 'মন মানছে না আর' শীর্ষক গানটি (New Song of Usha Utthup is out now )। এই অনুষ্ঠানে সে হাজির হন সুপারস্টার দেবও (Dev in Usha Uthup New Song Launch Program)।

সম্প্রতি দেবের ছবি 'কাছের মানুষ'-এই গান গেয়েছিলেন ঊষা উত্থুপ । 'মন মানছে না আর' গানটি লিখেছেন রাজীব দত্ত (New Song of Usha Uthup )। সুর করেছেন শুভজিৎ রায় । উল্লেখ্য, 1978 সালে পপ কুইন ঊষা উত্থুপ তাঁর জীবনের প্রথম বাংলা গান 'আহা তুমি সুন্দরী কত কলকাতা' গানটিও এই 'ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড' থেকেই প্রকাশ করেন এবং তা ব্যাপক সাড়া ফেলেছিল শ্রোতাদের মনে (Usha Uthup New Song Mon Manchhe Na Ar)।

Usha Utthup  New Song
ইনরেকো অ্যান্ড হিন্দুস্তান রেকর্ড'-এর তরফে হাজির হল শিল্পীর কণ্ঠে 'মন মানছে না আর' শীর্ষক গানটি

পাক্কা 44বছর পর 2022 সালে ফের একবার এই মিউজিক কোম্পানির সঙ্গে জোট বাঁধলেন ঊষা। তিনি বলেন, "ইনরেকো এবং হিন্দুস্তান রেকর্ডের সঙ্গে কাজ করা আমার কাছে এক অর্থে স্বদেশে ফেরার মতো । তাদের জন্য এই সুন্দর গানটি গাইতে খুব ভালো লাগছে । আমি চিরকাল কৃতজ্ঞ আমার মিউজিক কম্পোজার, গীতিকার, অডিয়ো কোম্পানি, প্রযোজক এবং সর্বোপরি শ্রোতাদের কাছে । তাঁরাই এখনও আমার প্রতি তাঁদের ভালোবাসা উজার করে দিচ্ছেন এবং আমাকে নতুন গান গাইতে উদ্বুদ্ধ করছেন। " স্বাভাবিকভাবেই খুশি রেকর্ড কোম্পানির সকলেও ।

আরও পড়ুন: অজয় কন্যা নাইসা এবং তৃপ্তি ডিমরির সঙ্গে পার্টিতে মাতলেন আরিয়ান

Last Updated : Oct 27, 2022, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.