ETV Bharat / entertainment

New Serial Tunte: ছোটপর্দায় ডিজাইনার হওয়ার গল্প নিয়ে হাজির 'তুঁতে' - ছোটপর্দায় ডিজাইনার হওয়ার গল্প নিয়ে হাজির তুঁতে

শেষ হতে চলেছে বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ' । আজ থেকে আসছে নতুন ধারাবাহিক 'তুঁতে'। জেনে নিন এই নয়া ধারাবাহিক সম্পর্কে ।

New Serial Tunte
আসছে ধারাবাহিক তুঁতে
author img

By

Published : Jun 5, 2023, 12:12 PM IST

কলকাতা, 5 জুন: শেষ হল রাজ চক্রবর্তী প্রযোজিত বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ'। সেই স্লটে সোমবার থেকে হাজির 'গাঁটছড়া' । আর 'গাঁটছড়া'র স্লটে সন্ধে সাতটায় দর্শক দেখবেন 'তুঁতে' । তুঁতে এক গরিব পরিবারের সাধারণ মেয়ে । তবে, সাধারণ বললে অবশ্যই ভুল হবে। তার হাতের কাজ দারুণ । ফেলে দেওয়া জামার উপরে এমন সব সুতোর কাজ করে দেয় যে তা হয়ে ওঠে ডিজাইনার আইটেম। তবু তুঁতে দু:খী । কাপড় সেলাই করেই দিন কাটে তার। কিন্তু ডিজাইনার হওয়ার স্বপ্ন তার অনেকদিনের ।

গল্পের কাহিনির বাঁক ঘুরলে দেখা যায় সেই স্বপ্ন পূরণের লক্ষেই সে পাড়ি দেয় কলকাতায় । যে বাড়িতে গেলে তার স্বপ্নপূরণ হতে পারে বলে মনে করে সে, সেখানে সবাই তাকে নতুন কাজের লোক এসেছে ভেবে ভুল করে । ফলে তাকে পরিচারিকার কাজ করতে হয় ৷ কিন্তু বাড়ির ছেলে রঙ্গন গুরুত্ব দেয় তার প্রতিভাকে । এই রঙ্গনই গল্পের নায়ক । তুঁতের চরিত্রে রয়েছেন দীপান্বিতা রক্ষিত । আর রঙ্গনের চরিত্রে সৈয়দ আরেফিন ।

এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজীব বসু । হুইল চেয়ারে বসেই তাঁর অভিনয় । রাজীব ইটিভি ভারতকে বলেন, "এই প্রথম এরকম একটা চরিত্রে অভিনয় করব । হুইল চেয়ারে বসে অভিনয় এর আগে কখনও করিনি । এই মানুষটি কেন হুইল চেয়ারে, কে এর জন্য দায়ী সবটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।" এই ধারাবাহিকের হাত ধরেই অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন রূপসা চট্টোপাধ্যায় । রয়েছেন অনন্যা গুহ, মৈত্রেয়ী মিত্র, অনন্যা সেনগুপ্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন: 'ছোটা ভাই হ্যায় মেরা', ইব্রাহিমকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন সারা ; 'সব নাটক' কটাক্ষ নেটিজেনদের

প্রসঙ্গত, 'খুকুমণি হোম ডেলিভারি'তেও এরকমই এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেন দীপান্বিতা । আর সেই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পায় দর্শক মহলে । খুকুমণি আর বিহানের রসায়ন ছিল খানিকটা 'স্বয়ংসিদ্ধা' ছবির মতো । ওদিকে আরেফিনের শেষ ধারাবাহিক 'খেলাঘর' । সেখানে সান্টু গুণ্ডার চরিত্রে অভিনয় করেন তিনি । ছোট থেকে বড় সকলের মুখে মুখে সেই সময় ফিরেছিল এই সান্টু গুণ্ডার কথা।

কলকাতা, 5 জুন: শেষ হল রাজ চক্রবর্তী প্রযোজিত বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ'। সেই স্লটে সোমবার থেকে হাজির 'গাঁটছড়া' । আর 'গাঁটছড়া'র স্লটে সন্ধে সাতটায় দর্শক দেখবেন 'তুঁতে' । তুঁতে এক গরিব পরিবারের সাধারণ মেয়ে । তবে, সাধারণ বললে অবশ্যই ভুল হবে। তার হাতের কাজ দারুণ । ফেলে দেওয়া জামার উপরে এমন সব সুতোর কাজ করে দেয় যে তা হয়ে ওঠে ডিজাইনার আইটেম। তবু তুঁতে দু:খী । কাপড় সেলাই করেই দিন কাটে তার। কিন্তু ডিজাইনার হওয়ার স্বপ্ন তার অনেকদিনের ।

গল্পের কাহিনির বাঁক ঘুরলে দেখা যায় সেই স্বপ্ন পূরণের লক্ষেই সে পাড়ি দেয় কলকাতায় । যে বাড়িতে গেলে তার স্বপ্নপূরণ হতে পারে বলে মনে করে সে, সেখানে সবাই তাকে নতুন কাজের লোক এসেছে ভেবে ভুল করে । ফলে তাকে পরিচারিকার কাজ করতে হয় ৷ কিন্তু বাড়ির ছেলে রঙ্গন গুরুত্ব দেয় তার প্রতিভাকে । এই রঙ্গনই গল্পের নায়ক । তুঁতের চরিত্রে রয়েছেন দীপান্বিতা রক্ষিত । আর রঙ্গনের চরিত্রে সৈয়দ আরেফিন ।

এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজীব বসু । হুইল চেয়ারে বসেই তাঁর অভিনয় । রাজীব ইটিভি ভারতকে বলেন, "এই প্রথম এরকম একটা চরিত্রে অভিনয় করব । হুইল চেয়ারে বসে অভিনয় এর আগে কখনও করিনি । এই মানুষটি কেন হুইল চেয়ারে, কে এর জন্য দায়ী সবটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।" এই ধারাবাহিকের হাত ধরেই অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন রূপসা চট্টোপাধ্যায় । রয়েছেন অনন্যা গুহ, মৈত্রেয়ী মিত্র, অনন্যা সেনগুপ্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন: 'ছোটা ভাই হ্যায় মেরা', ইব্রাহিমকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন সারা ; 'সব নাটক' কটাক্ষ নেটিজেনদের

প্রসঙ্গত, 'খুকুমণি হোম ডেলিভারি'তেও এরকমই এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেন দীপান্বিতা । আর সেই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পায় দর্শক মহলে । খুকুমণি আর বিহানের রসায়ন ছিল খানিকটা 'স্বয়ংসিদ্ধা' ছবির মতো । ওদিকে আরেফিনের শেষ ধারাবাহিক 'খেলাঘর' । সেখানে সান্টু গুণ্ডার চরিত্রে অভিনয় করেন তিনি । ছোট থেকে বড় সকলের মুখে মুখে সেই সময় ফিরেছিল এই সান্টু গুণ্ডার কথা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.