ETV Bharat / entertainment

New Bengali Serial: কোন স্লটে আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ? - Kamala O Sriman Prithviraj is Coming Soon

আসছে নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' । অভিনয় করবেন অয়ন্না চট্টোপাধ্যায়, অরণ্য রায়চৌধুরী, কৌশিক চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত, সুকৃত বসুর মতো অভিনেতা অভিনেত্রীরা (Kamala O Sriman Prithviraj is Coming Soon )৷

New Bengali Serial
খুব তাড়াতাড়ি ছোটপর্দায় আসছে নতুন ধারাবাহিক কমলা ও পৃথ্বীরাজ
author img

By

Published : Feb 24, 2023, 6:33 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' । বেশ অনেকদিন ধরেই চলছে ধারাবাহিকের প্রোমো । কিন্তু এখনও জানা যায়নি ঠিক কোন সময়ে আসবে এই ধারাবাহিক । কেননা প্রত্যেক স্লটেই জমিয়ে চলছে প্রত্যেকটি ধারাবাহিক । শেষ হওয়ার কোনও আঁচ মেলেনি এখনও । তাই কবে থেকে এবং কোন সময়ে এই নতুন ধারাবাহিক আসবে তা বোঝা যাচ্ছে না (Kamala O Sriman Prithviraj is Coming Soon )।

'গাঁটছড়া' ধারাবাহিকের গল্পের দৌড় দেখে অনেকেই ভেবেছিলেন শেষ হলেও হতে পারে এই ধারাবাহিক । কিন্তু তার কোনও সম্ভাবনা যে নেই তা বোঝা গেল সাম্প্রতিক পর্বে নতুন চরিত্রের আগমনে । গল্পের নায়িকা খড়ির স্মৃতি ফেরেনি এখনও । এখনও শাস্তি পায়নি খলনায়ক দেবাংশু সিংহ রায় । সুতরাং এই সবকিছুর নিষ্পত্তি না ঘটিয়ে কীভাবে শেষ হবে এই ধারাবাহিক ? সুতরাং সন্ধে সাতটার স্লট এক্ষুণি খালি হওয়ার সম্ভাবনা নেই।


অ্যাক্রোপলিশের প্রযোজনাতেই আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত, সুকৃত বসু, অয়ন্না চট্টোপাধ্যায়, অরণ্য রায়চৌধুরী-সহ আরও অনেককে । অয়ন্না এর আগে অভিনয় করেছে 'করুণাময়ী রানি রাসমণি', 'বোধিসত্বর বোধবুদ্ধি' ধারাবাহিকে । এ ছাড়াও করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ 'ব্রাউন'-এ অভিনয় করেছে সে । মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবিতেও অভিনয় করেছে অয়ন্না । 'ফেলনা' ধারাবাহিক খ্যাত শিশু শিল্পী তানিশকা তিওয়ারিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ধারাবাহিকে ।

ধারাবাহিকের প্রোমো দেখে আঁচ করা যায়, তরুণ মজুমদারের 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবির ছায়া এই ধারাবাহিকে থাকার সম্ভাবনা রয়েছে । সেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া রায়চৌধুরী এবং অয়ন বন্দ্যোপাধ্যায়। স্বদেশী আন্দোলনের সময়কার এই প্রেমের গল্প দর্শকের মনে কতটা ঝড় তোলে সেটাই দেখার । তবে, সব পেরিয়ে কোন স্লটে আসবে এই ধারাবাহিক তা নিয়ে আগ্রহের পারদ জমছে দর্শক মহলে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: নায়ককে হাতে ধরে অটো চালানো শেখাচ্ছে নায়িকা, 'টুম্পা অটোওয়ালি'তে নয়া চমক

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' । বেশ অনেকদিন ধরেই চলছে ধারাবাহিকের প্রোমো । কিন্তু এখনও জানা যায়নি ঠিক কোন সময়ে আসবে এই ধারাবাহিক । কেননা প্রত্যেক স্লটেই জমিয়ে চলছে প্রত্যেকটি ধারাবাহিক । শেষ হওয়ার কোনও আঁচ মেলেনি এখনও । তাই কবে থেকে এবং কোন সময়ে এই নতুন ধারাবাহিক আসবে তা বোঝা যাচ্ছে না (Kamala O Sriman Prithviraj is Coming Soon )।

'গাঁটছড়া' ধারাবাহিকের গল্পের দৌড় দেখে অনেকেই ভেবেছিলেন শেষ হলেও হতে পারে এই ধারাবাহিক । কিন্তু তার কোনও সম্ভাবনা যে নেই তা বোঝা গেল সাম্প্রতিক পর্বে নতুন চরিত্রের আগমনে । গল্পের নায়িকা খড়ির স্মৃতি ফেরেনি এখনও । এখনও শাস্তি পায়নি খলনায়ক দেবাংশু সিংহ রায় । সুতরাং এই সবকিছুর নিষ্পত্তি না ঘটিয়ে কীভাবে শেষ হবে এই ধারাবাহিক ? সুতরাং সন্ধে সাতটার স্লট এক্ষুণি খালি হওয়ার সম্ভাবনা নেই।


অ্যাক্রোপলিশের প্রযোজনাতেই আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত, সুকৃত বসু, অয়ন্না চট্টোপাধ্যায়, অরণ্য রায়চৌধুরী-সহ আরও অনেককে । অয়ন্না এর আগে অভিনয় করেছে 'করুণাময়ী রানি রাসমণি', 'বোধিসত্বর বোধবুদ্ধি' ধারাবাহিকে । এ ছাড়াও করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ 'ব্রাউন'-এ অভিনয় করেছে সে । মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবিতেও অভিনয় করেছে অয়ন্না । 'ফেলনা' ধারাবাহিক খ্যাত শিশু শিল্পী তানিশকা তিওয়ারিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ধারাবাহিকে ।

ধারাবাহিকের প্রোমো দেখে আঁচ করা যায়, তরুণ মজুমদারের 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবির ছায়া এই ধারাবাহিকে থাকার সম্ভাবনা রয়েছে । সেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া রায়চৌধুরী এবং অয়ন বন্দ্যোপাধ্যায়। স্বদেশী আন্দোলনের সময়কার এই প্রেমের গল্প দর্শকের মনে কতটা ঝড় তোলে সেটাই দেখার । তবে, সব পেরিয়ে কোন স্লটে আসবে এই ধারাবাহিক তা নিয়ে আগ্রহের পারদ জমছে দর্শক মহলে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: নায়ককে হাতে ধরে অটো চালানো শেখাচ্ছে নায়িকা, 'টুম্পা অটোওয়ালি'তে নয়া চমক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.