কলকাতা, 6 এপ্রিল : প্রেম মানে না বয়স, মানে না উনিশ-কুড়ি- নচিকেতার গানের এই লাইনের সঙ্গে মিলিয়ে নির্দ্বিধায় বলা যায় প্রেম মানে না বয়স মানে না লিঙ্গ । সমকামী প্রেম ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে সমাজে । সমকামিতা নিয়ে ছবিও তৈরি হচ্ছে অহরহ । পরিচালক রামগোপাল বর্মাও বানিয়ে ফেলেছেন সমকামী প্রেমের ছবি 'খতরা ডেঞ্জারাস' । সেটি অবশ্য লেসবিয়ান ক্রাইম ড্রামা । তবে, এবার এই সমকামী প্রেম নিয়ে হাজির মিউজিক ভিডিয়ো 'ঠিক যেন লাভ স্টোরি ২.০' (Love Song Thik jeno Love Story 2.0)।
গানের মধ্যে রয়েছে সুন্দর একটি স্পর্শকাতর গল্প । যেখানে রায়া নামের এক সুন্দরী, কর্পোরেট, স্টাইলিশ, প্রাণোচ্ছল তরুণীর কাছে অচেনা নম্বর থেকে রোজ টেক্সট মেসেজ আসে ফোনে । রায়া রিপ্লাই দেন । এই নিয়ে তাঁর বন্ধুরা তাঁকে ঠাট্টা, পরিহাসও করতে শুরু করে । একদিন দেখা হয় দুজনের । রায়া অপর প্রান্তের মানুষটি মহিলা বলে এতটুকুও চমকে ওঠে না । বরং ভালবাসায় ভরে ওঠে দুজনে । শুরু হয় রোমান্স ।
এই মিউজিক ভিডিয়োতে গানের জন্য কলম ধরেছেন প্রসেন । সঙ্গীত পরিচালনায় রয়েছেন অরিন্দম । মিউজিক ভিডিয়ো এডিটর সৌভানিক কুণ্ডু । সমকামীদের চরিত্রে সাবলীল অভিনয় করতে দেখা গিয়েছে মধুরিমা দত্ত এবং মধুমিতা দাসকে । এই গানের সুর করতে পেরে খুশি অরিন্দম । তিনি বলেন, "এস ভি এফ-এর বিভিন্ন সময়ে এহেন ভিন্ন স্বাদের পদক্ষেপ দেখে আমি অবাক হই । আর এবার এরকম এক গল্পনির্ভর গানের সঙ্গে নিজে যুক্ত থাকতে পেরে আরও বেশি ভাল লাগছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : আইন ভেঙে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন পর্দার পুষ্পা, দিলেন জরিমানাও
মধুমিতা এবং মধুরিমা দুজনেরই বক্তব্য, "আমরা প্রতিদিন সমকামীদের নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়তে দেখি । তাদের নিয়ে হাসাহাসিও হয় । এসভিএফ-এর এই উদ্যোগ সত্যিই সাড়া জাগানো । মানুষকে নতুন করে অন্যভাবে ভাবতে শেখায় । এই প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, এ এক পরম পাওয়া আমাদের কাছে ।"
এই প্রযোজনা সংস্থা বরাবরই অন্যরকমের গল্প নিয়ে হাজির হয় । এবারও তেমনটাই ঘটল । এই কাজ সকলের ভাল লাগবে বলে আশাবাদী গানের গীতিকার প্রসেন । প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে হানা দিলেই দেখা মিলবে এই মিউজিক ভিডিয়োটির ।