হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন রাজকুমার রাও ৷ এবার তাঁর রূপোলি পর্দার সঙ্গী হতে চলেছেন তৃপ্তি ডিমরি ৷ তৃপ্তিও এর আগে বেশ নজর কেড়েছিলেন 'কলা' ছবিতে ৷ ইরফান পুত্র বাবিল খানের সঙ্গে এই ছবিতে বেশ জমে উঠেছিল তাঁর রসায়ন ৷ এবার তাঁকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ৷ অনুভব সিনহার 'ভিড়' হোক বা রাজ-ডিকের 'গানস অ্যান্ড গুলাবস' , প্রতিভার প্রমাণ দিতে কোনও খামতি রাখেননি রাজকুমার ৷ তাঁর এই নতুন ছবির নাম 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো' ৷
ছবিটি পরিচালনা করেছেন রাজ শাণ্ডিল্য ৷ রাজ বিনোদন জগতে এমনিতে বেশ পরিচিত নাম ৷ 'ড্রিম গার্ল', 'ড্রিম গার্ল 2'-এর মতো ছবি পরিচালনার জেরে বর্তমানে বেশ চর্চায় রয়েছেন তিনি ৷ অন্যদিকে 'ওয়েলকাম ব্যাক', 'ফিরকি আলি', 'জবরিয়া জোরি'-র মতো ছবির সংলাপ লিখেছেন তিনি ৷ আর অন্য়দিকে তাঁর গল্প নিয়ে তৈরি হয়েছে 'জন হিত মে জারি'র মতো ছবিটি ৷ 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো' ছবিটির কাহিনিও লিখেছেন রাজ ৷ তাঁর সঙ্গে অবশ্য় যুক্ত হয়েছেন ইউসুফ আলি খানও ৷
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে কৃষ্ণ কুমার এবং ভূষণ কুমারের টি সিরিজ ৷ সঙ্গে রয়েছে একতা কাপুরের বালাজি ফিল্মসও ৷ ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ জানা যায়নি ছবির কাহিনি সম্পর্কেও ৷ তবে রাজ যেভাবে গল্প সাজান তাতে এই কাহিনিতেও যে থাকতে চলেছে কোনও সামাজিক বার্তা তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: 'লাগ যা গলে' থেকে 'অ্যায় মেরে ওয়াতন কি লোগো', ফিরে দেখা সুরসম্রাজ্ঞীর কিছু কালজয়ী গান
ছবিতে সঙ্গীতের দায়িত্বে থাকবেন সচিন-জিগর ৷ রাজকুমার রাওকে আগামিদিনে দেখা যাবে আরও বেশ কয়েকটি প্রজেক্টে ৷ তার মধ্যে রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' এবং 'স্ত্রী 2'-এর মতো ছবি ৷