মুম্বই, 23 জুন : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদক মামলায় বুধবার রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং অন্যান্যদের বিরুদ্ধে ড্রাফট চার্জ পেশ করল এনসিবি (NCB Files Draft Charges Against Rhea And Others) ৷ এর আগে আরিয়ান খান মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সুনাম যথেষ্ট নষ্ট হয়েছিল ৷ কারণ, কোনওরকম তথ্যপ্রমাণ না মেলায় চার্জশিট থেকে শেষ পর্যন্ত আরিয়ানের নাম বাদ দিতে হয়েছিল তাদের ৷ ফলত রিয়া চক্রবর্তীর মামলা নিয়েও যথেষ্ট চাপে ছিল এই কেন্দ্রীয় সংস্থা ৷ তবে এদিন বিশেষ আদালতে এই মামলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধেই ড্রাফট চার্জ পেশ করল এনসিবি ৷
সরকারি আইনজীবী অতুল সরপাণ্ডে জানান, প্রসিকিউশন আদালতে দাখিল করা চার্জশিটে উল্লেখ করা সমস্ত অভিযুক্তের নামই এই ড্রাফট চার্জে রয়েছে ৷ অর্থাৎ, মোট 33 জন অভিযুক্তের বিরুদ্ধেই চার্জ গঠনের জন্য তথ্যপ্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ তদন্ত সংস্থার পক্ষ থেকে আদালতে রিয়া এবং শৌভিকের বিরুদ্ধে মাদক সেবন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক কেনা এবং সংগ্রহের জেরে চার্জ গঠনের আবেদেন জানানো হয়েছে ৷
সরপাণ্ডে আরও জানান, আদালতের সব অভিযুক্তদের বিরুদ্ধেই চার্জ গঠনের কথা ছিল । তবে যেহেতু এদের মধ্যে কেউ কেউ অভিযোগ খারিজের অবেদন জানিয়েছেন, তাই সেই মামলার নিস্পত্তি না হলে চার্জ গঠন করা যাবে না ৷ বিচারক ভিজি রঘুবংশীর সামনে এদিন উপস্থিত ছিলেন রিয়া এবং তাঁর ভাই শৌভিক-সহ অন্যান্য অভিযুক্তরা ৷ আগামী 12 জুলাই এই মামলার ফের শুনানি রয়েছে ৷
আরও পড়ুন : 'নোংরামো করতে গেলেও শিক্ষা লাগে', ট্রোলারদের বিস্ফোরক জবাব স্বস্তিকার
প্রসঙ্গত, 2020 সালের 14 জুন মাত্র 34 বছর বয়সে রহস্যমৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৷ সুশান্তের সুবারবান বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ ৷ এই মামলার তদন্তে নেমে মাদক যোগও খুঁজে পান তদন্তকারী অফিসাররা ৷ ফলত 2020 সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী রিয়াকে ৷ এক মাস জেলে থাকার পর তাঁকে জামিনে মুক্তি দেয় আদালত ৷