ETV Bharat / entertainment

বির্তক হতেই নয়নতারার মুখে 'জয় শ্রী রাম', সোশাল মিডিয়ায় চাইলেন ক্ষমাও - Annapoorni dialogue on lord Ram

Annapoorani Controversy: ভগবান রাম আমিষ খেতেন ৷ 'অন্নাপূর্ণী' ছবিতে এই দৃশ্যায়ণকে ঘিরেই সোশাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক ৷ ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি তুলে নেওয়ার পর মৌনতা ভাঙলেন শাহরুখ খানের অভিনেত্রী নয়নতারা ৷

Etv Bharat
বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নয়নতারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 10:21 AM IST

হায়দরাবাদ, 19 জানুয়ারি: টানা বিতর্কের পর মৌনতা ভাঙলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ক্ষমা চাইলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেন শাহরুখ খানের অভিনেত্রী ৷

বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে নজর কাড়েন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ এরপরেই পয়লা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় নয়নতারা অন্নাপূর্ণী ছবি ৷ আর সেই ছবিই একধাক্কায় অভিনেত্রী খ্যাতি থেকে নামিয়ে আনে নীচে ৷ হিন্দুভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী ও ছবির পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের পর্যন্ত হয় ৷ অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ৷

নিজের সোশাল হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, "ভগবানের আশীর্বাদ ৷" হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন ৷ বোল্ড করে লেখেন জয় শ্রী রাম ৷ এরপর ইংলিশ, তামিল ও হিন্দি অভিনেত্রী নিজের বক্তব্য রাখেন ৷ লেখেন, "আসলে আমরা সচেতনভাবে দর্শকদের পজিটিভ বার্তা দিতে চেয়েছিলাম ৷ কিন্তু কোনওভাবে অনুরাগীদের মনে আঘাত করে ফেলেছি ৷ আমরা আশা করিনি, সেন্সর হওয়া ছবি প্রথমে প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ৷ তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ৷ আমি এবং আমার টিম কোনওভাবেই কারোর ভাবাবেগে আঘাত করতে চাইনি ৷" তিনি আরও লেখেন, "আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী ৷ মাঝেমধ্যে ভগবানের দর্শনে মন্দিরে যাই ৷ অথচ অই ছবির কারণে যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে মন থেকে আমি ক্ষমাপ্রার্থী ৷"

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয় এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদের কাছে ক্ষমা চিঠি পাঠানো হয় জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নাপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

1. ওটিটি থেকে ছবি সরলেও মিলল না রেহাই, ফের আইনি বিপাকে নয়নতারা

2. 'অন্নাপূর্ণী' বিতর্ক অব্যাহত, ছবির পক্ষে-বিপক্ষে লড়াই নেটিজেনদের

3. রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অযোধ্যায় রামায়ণের নাট্যরূপে হেমা-বিশাল

হায়দরাবাদ, 19 জানুয়ারি: টানা বিতর্কের পর মৌনতা ভাঙলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ক্ষমা চাইলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেন শাহরুখ খানের অভিনেত্রী ৷

বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে নজর কাড়েন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ এরপরেই পয়লা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় নয়নতারা অন্নাপূর্ণী ছবি ৷ আর সেই ছবিই একধাক্কায় অভিনেত্রী খ্যাতি থেকে নামিয়ে আনে নীচে ৷ হিন্দুভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী ও ছবির পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের পর্যন্ত হয় ৷ অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ৷

নিজের সোশাল হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, "ভগবানের আশীর্বাদ ৷" হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন ৷ বোল্ড করে লেখেন জয় শ্রী রাম ৷ এরপর ইংলিশ, তামিল ও হিন্দি অভিনেত্রী নিজের বক্তব্য রাখেন ৷ লেখেন, "আসলে আমরা সচেতনভাবে দর্শকদের পজিটিভ বার্তা দিতে চেয়েছিলাম ৷ কিন্তু কোনওভাবে অনুরাগীদের মনে আঘাত করে ফেলেছি ৷ আমরা আশা করিনি, সেন্সর হওয়া ছবি প্রথমে প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ৷ তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ৷ আমি এবং আমার টিম কোনওভাবেই কারোর ভাবাবেগে আঘাত করতে চাইনি ৷" তিনি আরও লেখেন, "আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী ৷ মাঝেমধ্যে ভগবানের দর্শনে মন্দিরে যাই ৷ অথচ অই ছবির কারণে যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে মন থেকে আমি ক্ষমাপ্রার্থী ৷"

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয় এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদের কাছে ক্ষমা চিঠি পাঠানো হয় জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নাপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

1. ওটিটি থেকে ছবি সরলেও মিলল না রেহাই, ফের আইনি বিপাকে নয়নতারা

2. 'অন্নাপূর্ণী' বিতর্ক অব্যাহত, ছবির পক্ষে-বিপক্ষে লড়াই নেটিজেনদের

3. রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অযোধ্যায় রামায়ণের নাট্যরূপে হেমা-বিশাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.