ETV Bharat / entertainment

ওটিটি থেকে সরানো হল ছবি, আইনি গেরোয় শাহরুখের নায়িকা - Zee Studio

Annapoorani removed from Netflix and Zee Studio: হিন্দু ভাবাবাগে আঘাতের অভিযোগ ৷ আইনি গেঁড়োয় 'জওয়ান' অভিনেত্রী নয়নতারা ৷ ওটিটি থেকে সরল সদ্য মুক্তি পাওয়া সিনেমা ৷ ক্ষমা চেয়ে চিঠি বিশ্ব হিন্দু পরিষদের কাছে ৷

Etv Bharat
ওটিটি থেকে সরল নয়নতারার ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 5:06 PM IST

Updated : Jan 11, 2024, 8:15 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: ছবি মুক্তির কয়েকদিন পরেই বির্তকে 'জওয়ান' অভিনেত্রী নয়নতারার ছবি ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে সরল 'অন্নপূর্ণী' ৷ মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিল জি স্টুডিয়ো ৷

'জওয়ান' ছবির সুপার সাকসেসের পর ওভার দ্য টপ প্ল্যাটফর্মে পা রাখেন নয়নতারা ৷ পয়লা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় 'অন্নপূর্ণী' ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ শিবসেনার প্রাক্তন সদস্য হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ মেনে এফআইআর দায়ের করেন ৷ এরপরেই এই তামিল ছবি দু'টি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয় ৷

বির্তকের শুরু সিনেমার বেশকিছু দৃশ্য নিয়ে ৷ তার মধ্যে একটি হল ভগবান রামের মাংস ভক্ষণের দৃশ্য ৷ এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের মুখ্যপাত্র শ্রীরাজ নাইয়ার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি জি স্টুডিয়ো ও ছবির নির্মাতাদের সতর্কীকরণ বার্তা দিয়ে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি সরিয়ে নেওয়ার দাবি জানান ৷

তারপরেই জি স্টুডিয়োর তরফ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব হিন্দু পরিষদের কাছে ৷ চিঠিতে বলা হয়, "আমরা বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে ৷ আমরা কখনও কোনও নির্মাতার সৃজনশীলতায় হস্তক্ষেপ করি না ৷ কিন্তু একইসঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাতও আমরা মেনে নেব না ৷"

সংস্থা আরও জানিয়েছে, "ছবিটিকে অবিলম্বে ওটিটি থেকে সরাতে যা যা দরকার সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ছবিটির সহকারি নির্মাতাদের কাছেও ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে ৷ বলে দেওয়া হয়েছে, যতক্ষণ না ওই বিশেষ অংশটিকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ ছবিটি ওটিটি-তে ফের মুক্তি দেওয়া হবে না ৷ পাশাপাশি হিন্দু তথা ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে সংস্থা জানিয়েছে, এই ছবির জন্য কারও যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তারা ক্ষমাপ্রার্থী ৷

উল্লেখ্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ জানা গিয়েছে, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ সোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আইনি লড়াইয়ের পরে নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো ওটিটি প্ল্যাটফর্ম থেকে নয়নতারার 'অন্নপূর্ণী' সরিয়ে দেওয়া হয়েছে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. একসময়ে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অস্কারজয়ী এআর রহমান!

2. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

3. তিনে পা ভামিকার, মেয়ের জন্মদিনের জন্যই ম্যাচ থেকে ছুটি বিরাটের!

হায়দরাবাদ, 11 জানুয়ারি: ছবি মুক্তির কয়েকদিন পরেই বির্তকে 'জওয়ান' অভিনেত্রী নয়নতারার ছবি ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে সরল 'অন্নপূর্ণী' ৷ মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিল জি স্টুডিয়ো ৷

'জওয়ান' ছবির সুপার সাকসেসের পর ওভার দ্য টপ প্ল্যাটফর্মে পা রাখেন নয়নতারা ৷ পয়লা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় 'অন্নপূর্ণী' ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ শিবসেনার প্রাক্তন সদস্য হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ মেনে এফআইআর দায়ের করেন ৷ এরপরেই এই তামিল ছবি দু'টি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয় ৷

বির্তকের শুরু সিনেমার বেশকিছু দৃশ্য নিয়ে ৷ তার মধ্যে একটি হল ভগবান রামের মাংস ভক্ষণের দৃশ্য ৷ এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের মুখ্যপাত্র শ্রীরাজ নাইয়ার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি জি স্টুডিয়ো ও ছবির নির্মাতাদের সতর্কীকরণ বার্তা দিয়ে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি সরিয়ে নেওয়ার দাবি জানান ৷

তারপরেই জি স্টুডিয়োর তরফ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব হিন্দু পরিষদের কাছে ৷ চিঠিতে বলা হয়, "আমরা বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে ৷ আমরা কখনও কোনও নির্মাতার সৃজনশীলতায় হস্তক্ষেপ করি না ৷ কিন্তু একইসঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাতও আমরা মেনে নেব না ৷"

সংস্থা আরও জানিয়েছে, "ছবিটিকে অবিলম্বে ওটিটি থেকে সরাতে যা যা দরকার সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ছবিটির সহকারি নির্মাতাদের কাছেও ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে ৷ বলে দেওয়া হয়েছে, যতক্ষণ না ওই বিশেষ অংশটিকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ ছবিটি ওটিটি-তে ফের মুক্তি দেওয়া হবে না ৷ পাশাপাশি হিন্দু তথা ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে সংস্থা জানিয়েছে, এই ছবির জন্য কারও যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তারা ক্ষমাপ্রার্থী ৷

উল্লেখ্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ জানা গিয়েছে, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ সোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আইনি লড়াইয়ের পরে নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো ওটিটি প্ল্যাটফর্ম থেকে নয়নতারার 'অন্নপূর্ণী' সরিয়ে দেওয়া হয়েছে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. একসময়ে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অস্কারজয়ী এআর রহমান!

2. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

3. তিনে পা ভামিকার, মেয়ের জন্মদিনের জন্যই ম্যাচ থেকে ছুটি বিরাটের!

Last Updated : Jan 11, 2024, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.