হায়দরাবাদ, 21 মে: মধ্য গগনে বহু প্রতীক্ষিত কান ফিল্ম ফেস্টিভ্যাল। প্রত্যেক বছরের মতো এই বছরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারকারা এসেছেন এক ছাদের তলায় । বিশ্বমঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, মানুষী চিল্লার, এষা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, ঊবর্শী রাউতেলারা। রূপের ঝলকানি আর ফ্যাশনেবল পোশাকের প্রতিযোগীতায় যেন একে অপরকে টক্কর দিয়েছেন বলিউড তারকারা। কান ফিল্ম ফেস্টিভ্যালে কোন তারকা কোন পোশাকে সকলকে ক্লিন বোল্ড করেছে সেই খবর তো অনেকেই রেখেছেন । কিন্তু ক'জন আছেন বলুন তো, যাঁরা ফিল্ম ফেস্টিভ্যালে কি ছবি দেখানো হয়েছে এই খবর রেখেছেন। অনেকের কপালেই ভাঁজ পড়বে । আর সেই প্রশ্নটাই সোশাল মিডিয়ায় ঘুরিয়ে করেছেন পরিচালক নন্দিতা দাস ।
76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে বসেছে চাঁদের হাট। প্রথমবার কানের রেড কার্পেটে যে সকল বলিউড তারকারা স্পটলাইট কেড়েছেন তাঁদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। সারা আলি খান বা মানুষী চিল্লার ফিল্ম ফেস্টিভ্যালের দিনগুলোতে নেটদুনিয়ায় খবর হয়েছেন তাঁদের ডিজাইনার পোশাকের জন্যই। কিন্তু এই মঞ্চে আসতে না-পেরে যেমন ভালো ছবি মিস করেছেন, তেমনই আরও একবার এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছেন 'মান্তো' পরিচালক ।
শনিবার নেটদুনিয়ায় বেশ কিছু ছবি দিয়ে ক্যাপশন পোস্ট করেছেন পরিচালক নন্দিতা । সেখানে তিনি লিখেছেন, "এই বছর কান ফেস্টিভ্যাল মিস করে গিয়েছি। কখনও কখনও মানুষ ভুলে যায় এটা চলচ্চিত্র উৎসব, কোনও পোশাকের উৎসব নয় ।" তিনি আরও বলেন, "মান্তোর প্রিমিয়ারের সময় আমি যে আশ্চর্যজনক চলচ্চিত্রগুলি দেখেছি বা যে কথোপকথনগুলি করেছি তা আপনাদের দেখাতে পারব না । সেই মুহূর্তকেও ফিরিয়ে আনতে পারব না। এখানে কান ফিল্ম ফেস্টিভ্যালের বেশ কিছু ছবি রয়েছে। আর ছবিগুলোতে শুধুমাত্র শাড়ি পড়েই দেখতে পাবেন আমায় । কারণ 'কানে শাড়ি পরা সেলিব্রিটিদের' নিয়ে মোটামুটি কথা হয়। আসলে এটাই আমার নিজস্বতা। সরল, মার্জিত এবং ভারতীয়। সহজেই যেখানে খুশি পড়ে যাওয়া যায়।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিশ্ব বিনোদনের মঞ্চে দীপিকা-আলিয়া, খবরের শিরোনামে দুই কন্যে
পাশাপাশি তিনি লেখেন,"প্রত্যেকটা ছবির একটা গল্প আছে । কিন্তু তা শেয়ার করলে অনেক লম্বা পোস্ট হয়ে যাবে । তাই নিজের মতো করে গল্প বানিয়ে ফেলতে পারেন ! 2005, 2013, 2016-2018 সাল পর্যন্ত কান ফিল্ম ফেস্টিভ্যালে আমার কাটানো মুহূর্ত ।"
পরিচালকের এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন অভিনেত্রী রশিকা দুগল ও সায়নী গুপ্তা। রশিকা লিখেছেন, "প্রত্যেকটি ছবি অসাধারণ । সত্যি কান-এর সেই দিনগুলো মিস করি।"