ETV Bharat / entertainment

Javed Akhtar: আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য, জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি - Court Summons Javed Akhtar

জাভেদ আখতারের বিরুদ্ধে মঙ্গলবার সমন জারি করল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট (Mulund court summons Javed Akhtar )৷ 2021 সালে টেলিভিশনে তাঁর একটি ইন্টারভিউতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি ৷ সেই কারণে গত অক্টোবরে মামলা দায়ের হয় ৷

Javed Akhtar
আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য, জাভেদ আখতারের বিরুদ্ধে শমন জারি
author img

By

Published : Dec 14, 2022, 10:15 AM IST

Updated : Dec 14, 2022, 11:01 AM IST

মুম্বই, 14 ডিসেম্বর: জাভেদ আখতারের বিরুদ্ধে মঙ্গলবার সমন জারি করল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট (Mulund court summons Javed Akhtar ) ৷ 2021 সালে টেলিভিশনে তাঁর একটি ইন্টারভিউতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি ৷ সেই কারণে গত অক্টোবরে মামলা দায়ের হয় ৷ সেই সূত্র ধরে এবার এই বর্ষীয়ান গীতিকারকে সমন পাঠাল আদালত ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 499 (মানহানি) এবং 500 (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয় (Javed Akhtar RSS Controversy)৷

2021 সালে সেপ্টেম্বরে টেলিভিশনে তাঁর একটি ইন্টারভিউতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে তালিবানের তুলনা টেনে রীতিমতো বিতর্কের মুখে পড়েছিলেন এই বর্ষীয়ান গীতিকার ৷ তাঁর এই মন্তব্য আপত্তিজনক এবং মানহানিকর এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট সন্তোষ দুবে। এবার আগামী 6 ফেব্রুয়ারি এই মামলায় জাভেদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে এই দিন (Court Summons Javed Akhtar ) ৷

ঠিক কী বলেছিলেন জাভেদ আখতার ? একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক রাষ্ট্র চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় (Javed Akhtar on RSS) ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুই হোক ৷" তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ অন্যান্য় সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"

আরও পড়ুন: শুরু হয়েছে 'ট্রিপল আর' সিক্যুয়েল তৈরির কাজ , জানালেন রাজামৌলি

তাঁর এই বক্তব্য় এবার সমস্য়ায় ফেলতে চলেছে তাঁকে ৷ এর আগেই বিজেপির পক্ষ থেকে তাঁকে এমন মন্তব্যের জন্য় ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ তবে এবার আইনি জটিলতায় জড়াতে চলেছেন তিনি ৷

মুম্বই, 14 ডিসেম্বর: জাভেদ আখতারের বিরুদ্ধে মঙ্গলবার সমন জারি করল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট (Mulund court summons Javed Akhtar ) ৷ 2021 সালে টেলিভিশনে তাঁর একটি ইন্টারভিউতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি ৷ সেই কারণে গত অক্টোবরে মামলা দায়ের হয় ৷ সেই সূত্র ধরে এবার এই বর্ষীয়ান গীতিকারকে সমন পাঠাল আদালত ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 499 (মানহানি) এবং 500 (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয় (Javed Akhtar RSS Controversy)৷

2021 সালে সেপ্টেম্বরে টেলিভিশনে তাঁর একটি ইন্টারভিউতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে তালিবানের তুলনা টেনে রীতিমতো বিতর্কের মুখে পড়েছিলেন এই বর্ষীয়ান গীতিকার ৷ তাঁর এই মন্তব্য আপত্তিজনক এবং মানহানিকর এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট সন্তোষ দুবে। এবার আগামী 6 ফেব্রুয়ারি এই মামলায় জাভেদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে এই দিন (Court Summons Javed Akhtar ) ৷

ঠিক কী বলেছিলেন জাভেদ আখতার ? একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক রাষ্ট্র চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় (Javed Akhtar on RSS) ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুই হোক ৷" তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ অন্যান্য় সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"

আরও পড়ুন: শুরু হয়েছে 'ট্রিপল আর' সিক্যুয়েল তৈরির কাজ , জানালেন রাজামৌলি

তাঁর এই বক্তব্য় এবার সমস্য়ায় ফেলতে চলেছে তাঁকে ৷ এর আগেই বিজেপির পক্ষ থেকে তাঁকে এমন মন্তব্যের জন্য় ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ তবে এবার আইনি জটিলতায় জড়াতে চলেছেন তিনি ৷

Last Updated : Dec 14, 2022, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.