ETV Bharat / entertainment

Monami Ghosh: পুজোর দিনে ঘুড়ি নিয়ে মাতলেন মনামীও, সোশালে সেই ভিডিয়ো - পুজোর দিনে ঘুড়ি নিয়ে মাতলেন মনামীও

Monami Ghosh New Video: বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে গোটা বাংলা মেতে উঠেছে ঘুড়ির উৎসবে ৷ বাদ গেলেন না তারকারাও ৷ এবার ঘুড়ি নিয়ে মেতে উঠলেন মনামী ঘোষ ৷ সোমবার সকালেই ঘুড়ির লড়াইয়ে নেমেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা ৷

Pic Monami Ghosh Instagram
ঘুড়ি নিয়ে মাতলেন মনামীও
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:21 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে গোটা বাংলা এখন মেতে উঠেছে ঘুড়ির লড়াইয়ে ৷ আকাশে উড়ছে রঙ বেরঙের ঘুড়ি ৷ বয়সে হয়তো অনেকেই আর ছোট নেই তবু এমন দিনে মন কি আর ঘরে থাকে ৷ ঠিক যেমন ঘুড়ি আর লাটাই হাতে পুরোনো দিনের স্মৃতিতে ফিরলেন মনামী ঘোষ ৷ অভিনেত্রী রবিবার থেকেই ঘুড়ি ওড়ানোর জন্য মুখিয়ে ছিলেন ৷ সেই খোঁজ মিলেছে তাঁর ইনস্টাগ্রামেই ৷ ব্যতিক্রম হল না সোমবারও ৷

নায়িকা এদিন শেয়ার করলেন তাঁর ঘুড়ি ওড়ানোর একটি ভিডিয়ো ৷ হাতে লাল সুতোর লাটাই আর হলুদ রঙের ঘুড়ি ৷ আর অভিনেত্রীর পরণে এদিন ছিল সবুজ রঙের ঝলমলে পোশাক ৷ ঘুড়ি ওড়ানো থেকে সবটাই গুছিয়ে সারলেন নায়িকা ৷ তারপর ভিডিয়োটি শেয়ার করে লিখলেন, "ঝুঁকি নেবেন নাকি পরে আফসোস করবেন? আমি তো প্রথমটাই করব ৷"

অবশ্য় মনামি একমাত্র তারকা নন যিনি আজ মেতে উঠলেন ঘুড়ি নিয়ে ৷ সোমবার সকালেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী জয়া আহসানকে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ৷ অর্থাৎ পরিচালককে সঙ্গে নিয়ে ঘুড়ির লড়াইয়ে নাম লিখিয়েছিল টিম 'দশম অবতার' ৷ অন্যদিকে মনামীও আগামিদিনে কাজ করবেন সৃজিতের সঙ্গে ৷ সৃজিতের 'পদাতিক' ছবিতে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি ৷

আরও পড়ুন: রণবীরের জন্মদিনে নতুন উপহার! আসছে 'অ্যানিম্যাল' ছবির টিজার

তবে আজ কাজের ছুটি ৷ ক্যামেরা থেকে যদিও ছুটি নেওয়া হল না ৷ তবু নিজের মতো দিনটাকে পুরো উপভোগ করার ক্ষেত্রে কোনও খামতি রাখেননি অভিনেত্রী ৷ সোজা উঠে গিয়েছেন বাড়ির ছাদে ৷ আর তারপর তাঁর স্বপ্নের ঘুড়িকে উড়িয়ে দিয়েছেন আকাশে ৷ তাঁর ঘুড়ি ওড়ানোর এই ভিডিয়ো পছন্দ হয়েছে নেটপাড়ারও ৷ কেউ লিখেছেন, 'আপনার সৌন্দর্যকে কেউ টেক্কা দিতে পারবে না ৷'

কলকাতা, 16 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে গোটা বাংলা এখন মেতে উঠেছে ঘুড়ির লড়াইয়ে ৷ আকাশে উড়ছে রঙ বেরঙের ঘুড়ি ৷ বয়সে হয়তো অনেকেই আর ছোট নেই তবু এমন দিনে মন কি আর ঘরে থাকে ৷ ঠিক যেমন ঘুড়ি আর লাটাই হাতে পুরোনো দিনের স্মৃতিতে ফিরলেন মনামী ঘোষ ৷ অভিনেত্রী রবিবার থেকেই ঘুড়ি ওড়ানোর জন্য মুখিয়ে ছিলেন ৷ সেই খোঁজ মিলেছে তাঁর ইনস্টাগ্রামেই ৷ ব্যতিক্রম হল না সোমবারও ৷

নায়িকা এদিন শেয়ার করলেন তাঁর ঘুড়ি ওড়ানোর একটি ভিডিয়ো ৷ হাতে লাল সুতোর লাটাই আর হলুদ রঙের ঘুড়ি ৷ আর অভিনেত্রীর পরণে এদিন ছিল সবুজ রঙের ঝলমলে পোশাক ৷ ঘুড়ি ওড়ানো থেকে সবটাই গুছিয়ে সারলেন নায়িকা ৷ তারপর ভিডিয়োটি শেয়ার করে লিখলেন, "ঝুঁকি নেবেন নাকি পরে আফসোস করবেন? আমি তো প্রথমটাই করব ৷"

অবশ্য় মনামি একমাত্র তারকা নন যিনি আজ মেতে উঠলেন ঘুড়ি নিয়ে ৷ সোমবার সকালেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী জয়া আহসানকে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ৷ অর্থাৎ পরিচালককে সঙ্গে নিয়ে ঘুড়ির লড়াইয়ে নাম লিখিয়েছিল টিম 'দশম অবতার' ৷ অন্যদিকে মনামীও আগামিদিনে কাজ করবেন সৃজিতের সঙ্গে ৷ সৃজিতের 'পদাতিক' ছবিতে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি ৷

আরও পড়ুন: রণবীরের জন্মদিনে নতুন উপহার! আসছে 'অ্যানিম্যাল' ছবির টিজার

তবে আজ কাজের ছুটি ৷ ক্যামেরা থেকে যদিও ছুটি নেওয়া হল না ৷ তবু নিজের মতো দিনটাকে পুরো উপভোগ করার ক্ষেত্রে কোনও খামতি রাখেননি অভিনেত্রী ৷ সোজা উঠে গিয়েছেন বাড়ির ছাদে ৷ আর তারপর তাঁর স্বপ্নের ঘুড়িকে উড়িয়ে দিয়েছেন আকাশে ৷ তাঁর ঘুড়ি ওড়ানোর এই ভিডিয়ো পছন্দ হয়েছে নেটপাড়ারও ৷ কেউ লিখেছেন, 'আপনার সৌন্দর্যকে কেউ টেক্কা দিতে পারবে না ৷'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.