ETV Bharat / entertainment

Mohammed Rafi: আসতেন স্বয়ং তিনি ! নিউমার্কেটের তাজমহল পান শপ আজও রফিময় - Tribute to Mohammed Rafi

আজ থেকে 42 বছর আগে 1980 সালে 31 জুলাই মৃত্যু হয় সুর সম্রাট মহম্মদ রফি'র । তবে আসমুদ্র হিমাচলের মতো কলকাতার একটি পানের দোকানে আজও গানে গানে স্মরণ করা হয় তাঁকে ৷ কারণ এই দোকানেই নাকি পান খেতেন রফি সাহেব ৷ তাঁর 42তম মৃত্যু বার্ষিকীও স্মরণ করা হচ্ছে আজকের এই দিনে (Tribute to Mohammed Rafi)।

Mohammed Rafi
রফিভক্ত পানওয়ালার দোকানে শিল্পীর 42তম মৃত্যুবার্ষিকী পালন
author img

By

Published : Jul 31, 2022, 7:21 PM IST

Updated : Jul 31, 2022, 8:08 PM IST

কলকাতা, 31 জুলাই: সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু হয়েছে শনিবার রাতে । আজ থেকে 42 বছর আগে 1980 সালে 31 জুলাই মৃত্যু হয় সুর সম্রাট মহম্মদ রফি'র । যাঁর কন্ঠ শ্রোতাদের হৃদয়ে অনুরাগের ছোঁয়া লাগাত । সেই রফি সাহেবের গানই এখনও নিয়মিত বেজে চলেছে কলকাতার এক পানের দোকানে । তাঁর 42তম মৃত্যু বার্ষিকীও স্মরণ করা হচ্ছে । মহম্মদ রফির বেশ কয়েকটি ছবি আজ মালা দিয়েও সাজানো হয় দোকানের সামনে (Tribute to Mohammed Rafi)।

এলিট সিনেমার উল্টোদিকে নিউমার্কেটে প্রবেশ করছে যে রাস্তাটি তার পাশে রয়েছে 'তাজমহল পান শপ' । দোকানের ক্যাচলাইন "সুন্দর পান, সুন্দর গান"। এই দোকানের মালিক মহম্মদ মনিরুদ্দিন । রফি সাহেব যখনই কলকাতায় আসতেন তখনই এই মনিরুদ্দিনের তাজমহল পান শপে ঢুঁ মারতেন । মনিরুদ্দিনের হাতে বানানো পান খেতেন । সেই স্মৃতি আঁকড়ে নিয়মিত ক্রেতাদের রফির গান শোনাতেন মনিরুদ্দিন । আজ বয়স বেড়েছে তাঁর ৷ এখন ছেলেরাই দোকান চালান।

বাবা যে মহম্মদ রফির গান নিয়মিত শুনতেন এবং ক্রেতাদের শোনাতেন সেই ধারাবাহিকতা তাঁরাও বজায় রেখেছেন । মহম্মদ মনিরুদ্দীনের ছেলে মহম্মদ শাহাবুদ্দিন বলেন, "ছোটবেলা থেকে যখনই বাবার দোকানে এসেছি তখনই মহম্মদ রফির গান শুনেছি । গত ১৫-২০ বছর ধরে রফির গান শুনে চলেছি । তাঁর গাওয়া গান সারা জীবন থেকে যাবে । মোবাইলে নতুন গান শুনলেও দোকানে থাকাকালীন সর্বক্ষণই রফির গান আমরা শুনি । ক্রেতাদেরও শোনাই।"

Mohammed Rafi
আজ থেকে 42 বছর আগে 1980 সালে 31 জুলাই মৃত্যু হয় সুর সম্রাট মহম্মদ রফি'র

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় উপচে পড়ল শোকবার্তা, অথচ রবীন্দ্রসদনে শেষবেলায় একাকী নির্মলা

বেহালার বাসিন্দা সুমিত ভট্টাচার্যও এই দোকান থেকেই পান কিনছিলেন । তাঁকে প্রশ্ন করতেই তিনি বলেন, " মহম্মদ রফি এই দোকান থেকে পান খেয়েছেন । আমি যখনই নিউমার্কেট আসি এই দোকানেই পান খাই । তাছাড়া, এখনকার সময় দাঁড়িয়ে মহম্মদ রফির গান শুনতে শুনতে তিনি যে দোকানে পান খেতেন সেই দোকানে পান খাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার ।"

কলকাতা, 31 জুলাই: সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু হয়েছে শনিবার রাতে । আজ থেকে 42 বছর আগে 1980 সালে 31 জুলাই মৃত্যু হয় সুর সম্রাট মহম্মদ রফি'র । যাঁর কন্ঠ শ্রোতাদের হৃদয়ে অনুরাগের ছোঁয়া লাগাত । সেই রফি সাহেবের গানই এখনও নিয়মিত বেজে চলেছে কলকাতার এক পানের দোকানে । তাঁর 42তম মৃত্যু বার্ষিকীও স্মরণ করা হচ্ছে । মহম্মদ রফির বেশ কয়েকটি ছবি আজ মালা দিয়েও সাজানো হয় দোকানের সামনে (Tribute to Mohammed Rafi)।

এলিট সিনেমার উল্টোদিকে নিউমার্কেটে প্রবেশ করছে যে রাস্তাটি তার পাশে রয়েছে 'তাজমহল পান শপ' । দোকানের ক্যাচলাইন "সুন্দর পান, সুন্দর গান"। এই দোকানের মালিক মহম্মদ মনিরুদ্দিন । রফি সাহেব যখনই কলকাতায় আসতেন তখনই এই মনিরুদ্দিনের তাজমহল পান শপে ঢুঁ মারতেন । মনিরুদ্দিনের হাতে বানানো পান খেতেন । সেই স্মৃতি আঁকড়ে নিয়মিত ক্রেতাদের রফির গান শোনাতেন মনিরুদ্দিন । আজ বয়স বেড়েছে তাঁর ৷ এখন ছেলেরাই দোকান চালান।

বাবা যে মহম্মদ রফির গান নিয়মিত শুনতেন এবং ক্রেতাদের শোনাতেন সেই ধারাবাহিকতা তাঁরাও বজায় রেখেছেন । মহম্মদ মনিরুদ্দীনের ছেলে মহম্মদ শাহাবুদ্দিন বলেন, "ছোটবেলা থেকে যখনই বাবার দোকানে এসেছি তখনই মহম্মদ রফির গান শুনেছি । গত ১৫-২০ বছর ধরে রফির গান শুনে চলেছি । তাঁর গাওয়া গান সারা জীবন থেকে যাবে । মোবাইলে নতুন গান শুনলেও দোকানে থাকাকালীন সর্বক্ষণই রফির গান আমরা শুনি । ক্রেতাদেরও শোনাই।"

Mohammed Rafi
আজ থেকে 42 বছর আগে 1980 সালে 31 জুলাই মৃত্যু হয় সুর সম্রাট মহম্মদ রফি'র

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় উপচে পড়ল শোকবার্তা, অথচ রবীন্দ্রসদনে শেষবেলায় একাকী নির্মলা

বেহালার বাসিন্দা সুমিত ভট্টাচার্যও এই দোকান থেকেই পান কিনছিলেন । তাঁকে প্রশ্ন করতেই তিনি বলেন, " মহম্মদ রফি এই দোকান থেকে পান খেয়েছেন । আমি যখনই নিউমার্কেট আসি এই দোকানেই পান খাই । তাছাড়া, এখনকার সময় দাঁড়িয়ে মহম্মদ রফির গান শুনতে শুনতে তিনি যে দোকানে পান খেতেন সেই দোকানে পান খাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার ।"

Last Updated : Jul 31, 2022, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.