ETV Bharat / entertainment

Model Died by Suicide: কলকাতার পর এবার মুম্বই! আত্মহত্যার পথ বেছে নিলেন আরও এক মডেল

author img

By

Published : Sep 30, 2022, 10:19 AM IST

Updated : Sep 30, 2022, 10:30 AM IST

মুম্বইয়ের অন্ধেরি এলাকা থেকে উদ্ধার হল 30 বছর বয়সি এক মডেলের দেহ (Model suicide in hotel room) ৷ বৃহস্পতিবার একটি হোটেলের ঘর থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷

Model Suicide Case
কলকাতার পর এবার মুম্বই! আত্মহত্যার পথ বেছে নিলেন আরও এক মডেল

মুম্বই, 30 সেপ্টেম্বর: মুম্বইয়ের অন্ধেরি এলাকা থেকে উদ্ধার হল 30 বছর বয়সি এক মডেলের দেহ(Model suicide in hotel room) ৷ বৃহস্পতিবার একটি হোটেলের ঘর থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ দেহটি ইতিমধ্য়েই ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিশ ৷ মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্টও দায়ের করা হয়েছে বলে খবর (Model suicide in hotel room in Andheri ) ৷

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেলের ঘরে পাখা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন তাঁরা ৷ তার সঙ্গেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আটটার দিকে হোটেলে আসেন ওই মহিলা ৷ তারপর ডিনারের অর্ডার দেন ৷ পরদিন হোটেলের কর্মী বেশ কয়েকবার ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি । এরপরেই ম্যানেজারকে খবর দেন ওই কর্মী ৷

আরও পড়ুন: তিগমাংশুর হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন আরশাদ প্রতীক

ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । মাস্টার কি ব্যবহার করে অবশেষে ঘরের দরজা খোলা হয় ৷ তারপরেই পুলিশ দেহটি উদ্ধার করে । জানা গিয়েছে সুইসাইড নোটে ওই মডেল লিখেছেন, "দুঃখিত, এর জন্য কেউ দায়ী নয় । কাউকে বিরক্ত করবেন না । আমি খুশি নই । আমি শান্তি চাই ।" প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

মুম্বই, 30 সেপ্টেম্বর: মুম্বইয়ের অন্ধেরি এলাকা থেকে উদ্ধার হল 30 বছর বয়সি এক মডেলের দেহ(Model suicide in hotel room) ৷ বৃহস্পতিবার একটি হোটেলের ঘর থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ দেহটি ইতিমধ্য়েই ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিশ ৷ মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্টও দায়ের করা হয়েছে বলে খবর (Model suicide in hotel room in Andheri ) ৷

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেলের ঘরে পাখা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন তাঁরা ৷ তার সঙ্গেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আটটার দিকে হোটেলে আসেন ওই মহিলা ৷ তারপর ডিনারের অর্ডার দেন ৷ পরদিন হোটেলের কর্মী বেশ কয়েকবার ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি । এরপরেই ম্যানেজারকে খবর দেন ওই কর্মী ৷

আরও পড়ুন: তিগমাংশুর হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন আরশাদ প্রতীক

ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । মাস্টার কি ব্যবহার করে অবশেষে ঘরের দরজা খোলা হয় ৷ তারপরেই পুলিশ দেহটি উদ্ধার করে । জানা গিয়েছে সুইসাইড নোটে ওই মডেল লিখেছেন, "দুঃখিত, এর জন্য কেউ দায়ী নয় । কাউকে বিরক্ত করবেন না । আমি খুশি নই । আমি শান্তি চাই ।" প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Sep 30, 2022, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.