কলকাতা, 8 অক্টোবর: বিজয়া দশমীতে সিঁদুর খেলা আর বিসর্জন পর্ব মিটিয়ে মোদক পরিবার এবার কোজাগরী লক্ষ্মীপুজোর পথে । মোদক পরিবার অর্থাৎ 'মিঠাই' ধারাবাহিকের মোদক পরিবারের কথা বলা হচ্ছে । প্রতিবারের মতো এবছরও দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছিল মোদক পরিবার । আর এবার লক্ষ্মীপুজোর বিকেলে 'দিদি নম্বর ওয়ান'-এ হাজির হবে মিঠাই ও তার পরিবার (Mithai)।
দিদির সঙ্গে বিভিন্ন খেলা আর নানান গল্প আড্ডায় মেতে উঠবে মিঠাইরা জানা গিয়েছে এমনটাই । হাজির থাকবেন সৌমিতৃষা কুণ্ডু, দিয়া মুখোপাধ্যায়, কৌশাম্বি চক্রবর্তী, ঐন্দ্রিলা সাহা এবং আদৃত রায় । এদিন আদৃতের কণ্ঠে গানও শোনার সুযোগ পেতে পারে দর্শক । তবে কি গানের রাউন্ডের অতিথি শিল্পী আদৃত ? সময় দেবে সেই উত্তর ।
নাচ, গান, আড্ডা, খুনসুটি কোনওটাই বাদ পড়বে না এদিন । সুতরাং চমক আসছে অনেক । শুধু দিদির মঞ্চে নয় অন্যান্য চ্যানেলেও লক্ষ্মী পুজো ঘিরে থাকছে দারুণ সব এপিসোড ।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে বিজয়ার শুভেচ্ছাবার্তা 'লালকুঠি'র অনামিকার
পরপর অনেকবার টিআরপি-র তালিকায় শীর্ষে থাকলেও আজ আর শীর্ষস্থানে নেই 'মিঠাই' ধারাবাহিক । তবে, তালিকা থেকে বেরিয়ে যায়নি। এর আগেও জায়গা হারিয়ে জায়গা ফিরিয়ে নিয়েছ মোদক পরিবার । আগামীতেও কি পুরনো জায়গা ফিরিয়ে আনতে সক্ষম হবে 'মিঠাই' পরিবার ? সময় দেবে উত্তর ।
তবে, আমজনতার কাছে মিঠাই খুব স্পেশাল । তাকে দর্শকরা ঘরের মেয়ে ভাবে । ধারাবাহিকে নিজের সৌকর্য দেখানোর মজা এখানেই । নিমেষেই দর্শকের মনের ঘরে ঢুকে পড়া যায় অভিনয়ের মুন্সিয়ানায় । মিঠাই থুড়ি সৌমিতৃষাও ঠিক সেই কাজটাই করেছেন । তাই শীর্ষে তার রেট না থাকলেও মানুষের মনের ঘরে তার দর ও কদর গগনচুম্বী ।