ETV Bharat / entertainment

Mine Workers on Mission Raniganj: 'মৃতরা সঠিক সম্মান পাক', 'মিশন রানিগঞ্জ' দেখে দাবি খনিতে আটকে পড়া শ্রমিকদের - 1989 সালের মহাবীর খনির সেই ভয়াবহ দুর্ঘটনা

'মিশন রানিগঞ্জ' ছবি দেখে শিহরিত সেদিনের খনিতে আটকে পড়া শ্রমিক জগদীশ প্রজাপতি এবং বালা প্রজাপতি ৷ অক্ষয়ের প্রশংসা করে একটা দাবি তুললেন তাঁরা ৷ বললেন, 'যাঁরা মারা গিয়েছিল তাঁরা সঠিক সম্মান পাক' ৷

Mine Workers on Mission Raniganj
ছবি দেখার পর সেদিন খনিতে আটকে পড়া শ্রমিকদের প্রতিক্রিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 7:33 PM IST

Updated : Oct 6, 2023, 11:03 PM IST

মিশন রানিগঞ্জ ছবি নিয়ে মুখ খুললেন জগদীশ

আসানসোল, 6 অক্টোবর: 1989 সালের মহাবীর খনির সেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে তৈরি হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ'। শুক্রবার হলে মুক্তি পেল সেই ছবি ৷ আর প্রথম শোয়েই সেই ছবি দেখলেন সেই ভয়াবহ দুর্ঘটনায় মহাবীর খনিতে আটকে পড়া দুই শ্রমিক জগদীশ প্রজাপতি এবং বালা প্রজাপতি । খনি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সেই দুই শ্রমিক সিনেমার দৃশ্য দেখেও শিহরিত । ঠিক এমন জানালেন তাঁরা ৷

অক্ষয় ছবিতে অভিনয় করছেন সিভিল ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে ৷ 1989 সালের 11 নভেম্বর ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ খনির মধ্যে জল ঢুকে মৃত্য়ু হয় 6 জন শ্রমিকের। আটকে পড়েছিলেন 65 জন । 4 দিন পর খনি ইঞ্জিনিয়ার যশবন্ত আসেন তাঁদের উদ্ধার করতে ৷ বিশেষ ক্যাপসুলের মাধ্যমে 65 জন শ্রমিককে খনি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি ।

সেই সত্যি ঘটনা অবলম্বনেই নির্মিত হয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'। আসানসোল শিল্পাঞ্চলে বর্তমানে মাল্টিপ্লেক্স নেই । ফলে রানিগঞ্জের অঞ্জনা এবং আসানসোলের মনোজ সিনেমা হলের সিঙ্গল স্ক্রিনে চলছে এই ছবি । মনোজ সিনেমা হল কর্তৃপক্ষ এদিন আহ্বান জানান সেই সময় খনিতে আটকে পড়া প্রত্যক্ষদর্শী দুই শ্রমিককে ৷ তাঁদের সংবর্ধিতও করা হয়। শুধু তাই নয়, এই শ্রমিকদের পরিবারের জন্যও সিনেমা দেখার ব্যবস্থা করা হয় ।

সিনেমা দেখার পর উচ্ছ্বসিত ঘটনার দুই ভুক্তভোগী জগদীশ প্রজাপতি এবং বালা প্রজাপতি । প্রাক্তন খনি শ্রমিক জগদীশ প্রজাপতি বলেন, ''আমি সিনেমা দেখতে দেখতে শিহরিত হয়ে উঠছিলাম । সেই সময়কার ঘটনা, সেই দিনের কথা খুব মনে পড়ছিল ৷ যেভাবে জল ঢুকে পড়েছিল খনিতে সেই দৃশ্য চোখের সামনে পুনরায় দেখে ভয় লাগছিল রীতিমতো । সিনেমায় সেদিনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে । পাশাপাশি আমাদের ত্রাতা যশবন্ত সিং গিল সাহেবের চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় দুরন্ত ।"

আরও পড়ুন: নিজেদের খনির সত্যি ঘটনায় তৈরি অক্ষয়ের মিশন রানিগঞ্জে অভিনয় করে উচ্ছ্বসিত কর্মীরা

তবে সেদিনের কথা বলতে গিয়ে খনি কর্তৃপক্ষকে দুষতে ছাড়েননি, প্রাক্তন শ্রমিক জগদীশ প্রজাপতি ৷ তিনি বলেন, "আমরা উঠে আসার পর আমাদেরকে সারা দেশ ভ্রমণের প্যাকেজ দেওয়ার কথা বলেছিল ইসিএল । কিন্তু আমরা চাইনি । আমরা চেয়েছিলাম যে 6 জন খনি শ্রমিক খনির ভিতরে মারা গিয়েছিল তাঁরা সঠিক সম্মান পাক । আজ এই সিনেমা দেখার পর বলছি ওই 6 জন শ্রমিকের নামে একটি অন্তত স্মৃতিসৌধ তৈরি হোক। যেখানে সবাই সম্মান জানাতে পারবে ।"

মিশন রানিগঞ্জ ছবি নিয়ে মুখ খুললেন জগদীশ

আসানসোল, 6 অক্টোবর: 1989 সালের মহাবীর খনির সেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে তৈরি হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ'। শুক্রবার হলে মুক্তি পেল সেই ছবি ৷ আর প্রথম শোয়েই সেই ছবি দেখলেন সেই ভয়াবহ দুর্ঘটনায় মহাবীর খনিতে আটকে পড়া দুই শ্রমিক জগদীশ প্রজাপতি এবং বালা প্রজাপতি । খনি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সেই দুই শ্রমিক সিনেমার দৃশ্য দেখেও শিহরিত । ঠিক এমন জানালেন তাঁরা ৷

অক্ষয় ছবিতে অভিনয় করছেন সিভিল ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে ৷ 1989 সালের 11 নভেম্বর ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ খনির মধ্যে জল ঢুকে মৃত্য়ু হয় 6 জন শ্রমিকের। আটকে পড়েছিলেন 65 জন । 4 দিন পর খনি ইঞ্জিনিয়ার যশবন্ত আসেন তাঁদের উদ্ধার করতে ৷ বিশেষ ক্যাপসুলের মাধ্যমে 65 জন শ্রমিককে খনি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি ।

সেই সত্যি ঘটনা অবলম্বনেই নির্মিত হয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'। আসানসোল শিল্পাঞ্চলে বর্তমানে মাল্টিপ্লেক্স নেই । ফলে রানিগঞ্জের অঞ্জনা এবং আসানসোলের মনোজ সিনেমা হলের সিঙ্গল স্ক্রিনে চলছে এই ছবি । মনোজ সিনেমা হল কর্তৃপক্ষ এদিন আহ্বান জানান সেই সময় খনিতে আটকে পড়া প্রত্যক্ষদর্শী দুই শ্রমিককে ৷ তাঁদের সংবর্ধিতও করা হয়। শুধু তাই নয়, এই শ্রমিকদের পরিবারের জন্যও সিনেমা দেখার ব্যবস্থা করা হয় ।

সিনেমা দেখার পর উচ্ছ্বসিত ঘটনার দুই ভুক্তভোগী জগদীশ প্রজাপতি এবং বালা প্রজাপতি । প্রাক্তন খনি শ্রমিক জগদীশ প্রজাপতি বলেন, ''আমি সিনেমা দেখতে দেখতে শিহরিত হয়ে উঠছিলাম । সেই সময়কার ঘটনা, সেই দিনের কথা খুব মনে পড়ছিল ৷ যেভাবে জল ঢুকে পড়েছিল খনিতে সেই দৃশ্য চোখের সামনে পুনরায় দেখে ভয় লাগছিল রীতিমতো । সিনেমায় সেদিনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে । পাশাপাশি আমাদের ত্রাতা যশবন্ত সিং গিল সাহেবের চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় দুরন্ত ।"

আরও পড়ুন: নিজেদের খনির সত্যি ঘটনায় তৈরি অক্ষয়ের মিশন রানিগঞ্জে অভিনয় করে উচ্ছ্বসিত কর্মীরা

তবে সেদিনের কথা বলতে গিয়ে খনি কর্তৃপক্ষকে দুষতে ছাড়েননি, প্রাক্তন শ্রমিক জগদীশ প্রজাপতি ৷ তিনি বলেন, "আমরা উঠে আসার পর আমাদেরকে সারা দেশ ভ্রমণের প্যাকেজ দেওয়ার কথা বলেছিল ইসিএল । কিন্তু আমরা চাইনি । আমরা চেয়েছিলাম যে 6 জন খনি শ্রমিক খনির ভিতরে মারা গিয়েছিল তাঁরা সঠিক সম্মান পাক । আজ এই সিনেমা দেখার পর বলছি ওই 6 জন শ্রমিকের নামে একটি অন্তত স্মৃতিসৌধ তৈরি হোক। যেখানে সবাই সম্মান জানাতে পারবে ।"

Last Updated : Oct 6, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.