হায়দরাবাদ, 17 মে: এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রাখলেন 2017 মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার ৷ মঙ্গলবার অভিজাত ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে অভিষেক হল এই বলিউড ডিভার ৷ সাদা গাউনে রীতিমতো রাজকুমারীর মতো দেখাচ্ছিল মানুষীকে ৷ বহু অনুরাগীর স্বপ্নসুন্দরী এর আগে রূপোলি পার্দায় রাজকুমারীর অভিনয় করেছিলেন 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে ৷ সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন রাজকুমারী সংযুক্তার চরিত্রটিকে ৷ তবে তাঁর সেদিনের সাজকেও যেন টেক্কা দিল তাঁর কান ফিল্ম ফেস্টিভ্যালের লুক ৷
ফোভারির তৈরি সাদা গাউনে এদিন নজর কাড়লেন মানুষী ৷ তাঁর নেকলেসটিও নজর কেড়েছে সকলের ৷ সবুজ রঙের ঝলমলে এই অলংকারটির ডিজাইন সত্যিই আকর্ষণীয় ৷ তিনি এদিন যে হারটি বেছে নিয়েছেন তাকে বলা হয় জ্যাম্বিয়ান এমারেল্ড ডায়মন্ড নেকলেস ৷ মানুষী শুধু নয় রেড কার্পেটে ঊর্বশী রাউতেলাও নজর কেড়ছিলেন তাঁর গলার হারের জন্য় ৷ তাঁর গলায় ক্রোকোডাইল নেকলেস নজর কেড়েছে এদিন ৷
মানুষীর এই নতুন লুক মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ কেউ লিখেছেন, "সাদা গাউনে স্বপ্ন সুন্দরীর মতো লাগছে ৷" আবার কেউ লিখেছেন, "হায় ভগবান! দারুণ লাগছে ৷ আপনাকে তো বটেই আপনার পোশাকটিও ভীষণ পছন্দ হয়েছে আমার ৷" এর আগে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন মানুষী ৷ তারপর ফ্রেঞ্চ রিভেরার একটি ভিডিয়োও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন নায়িকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2017 সালে বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছিল মানুষীর মাথায় ৷ এরপর 2022 সালে বলিউডে তাঁর অভিষেক হয় পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর হাত ধরে ৷ 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ যদিও তাঁর প্রথম ছবিটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে ৷ আগামীতে তিনি জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশলের সঙ্গে ৷ বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবির নাম 'দ্য় গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷
আরও পড়ুন: 12 দিনেই 150 কোটির ক্লাবে সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি'