ETV Bharat / entertainment

Manoj Bajpayee New Film Gulmohar : অগস্টেই পর্দায় আসছে মনোজ বাজপেয়ীর 'গুলমোহর' - Manoj Bajpayee New Film Gulmohar Release Date

সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টেই পর্দায় আসছে 'গুলমোহর' (Manoj Bajpayee New Film Gulmohar Release Date) ৷ মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর, অমল পালেকরকে এক পর্দায় নিয়ে আসতে চলেছে এই ছবি ৷

Manoj Bajpayee New Film
আগস্টেই পর্দায় আসছে মনোজ বাজপেয়ীর 'গুলমোহর'
author img

By

Published : May 10, 2022, 5:48 PM IST

মুম্বই, 10 মে : মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর, অমল পালেকর এক পর্দায় ৷ সিনেপ্রেমীদের কাছে এর চেয়ে সুন্দর স্বপ্ন যে কমই আছে তা বলাই বাহুল্য ৷ পরিচালক রাহুল চিট্টেল্লার হাত ধরে পর্দায় আসতে চলেছে 'গুলমোহর' ৷ আর এই ছবিতেই একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার এই তিন কলাকুশলীর ৷ এছাড়া দেখা যাবে 'লাইফ অফ পাই' ছবির স্টার সূরজ শর্মাকেও ৷

মনোজ নিজেই এদিন ইনস্টাগ্রামে ছবির বাত্রা পরিবারের একটি ঝলক সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "বাত্রা পরিবারের সঙ্গে পরিচয় করুন ৷ খুব তাড়াতাড়ি দিন ঘোষণা হতে চলেছে ৷" তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে অগস্টেই পর্দায় আসছে 'গুলমোহর' (Manoj Bajpayee New Film Gulmohar Release Date) ৷

আরও পড়ুন: 'ধাকড়'-এর প্রমোশনে ফের বোল্ড লুকে হাজির কঙ্গনা

রাহুলের এই ছবির পৃষ্ঠপোষকতা করছে ফক্স স্টুডিয়ো এবং চকবোর্ড এন্টারটেইনমেন্ট ৷ মনোজ এখন বড় পর্দার মতই ওয়েবেও এক জনপ্রিয় মুখ ৷ 'ডায়াল 100' এবং 'রে'-এর মত সিরিজগুলিতে তাঁর অভিনয় রীতিমত মন টেনেছিল দর্শকদের ৷ তাই আগামী দিনে 'গুলমোহর'-এ তাঁর চরিত্র কেমন হয় তা দেখতেও মুখিয়ে থাকবেন দর্শকরা ৷

মুম্বই, 10 মে : মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর, অমল পালেকর এক পর্দায় ৷ সিনেপ্রেমীদের কাছে এর চেয়ে সুন্দর স্বপ্ন যে কমই আছে তা বলাই বাহুল্য ৷ পরিচালক রাহুল চিট্টেল্লার হাত ধরে পর্দায় আসতে চলেছে 'গুলমোহর' ৷ আর এই ছবিতেই একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার এই তিন কলাকুশলীর ৷ এছাড়া দেখা যাবে 'লাইফ অফ পাই' ছবির স্টার সূরজ শর্মাকেও ৷

মনোজ নিজেই এদিন ইনস্টাগ্রামে ছবির বাত্রা পরিবারের একটি ঝলক সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "বাত্রা পরিবারের সঙ্গে পরিচয় করুন ৷ খুব তাড়াতাড়ি দিন ঘোষণা হতে চলেছে ৷" তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে অগস্টেই পর্দায় আসছে 'গুলমোহর' (Manoj Bajpayee New Film Gulmohar Release Date) ৷

আরও পড়ুন: 'ধাকড়'-এর প্রমোশনে ফের বোল্ড লুকে হাজির কঙ্গনা

রাহুলের এই ছবির পৃষ্ঠপোষকতা করছে ফক্স স্টুডিয়ো এবং চকবোর্ড এন্টারটেইনমেন্ট ৷ মনোজ এখন বড় পর্দার মতই ওয়েবেও এক জনপ্রিয় মুখ ৷ 'ডায়াল 100' এবং 'রে'-এর মত সিরিজগুলিতে তাঁর অভিনয় রীতিমত মন টেনেছিল দর্শকদের ৷ তাই আগামী দিনে 'গুলমোহর'-এ তাঁর চরিত্র কেমন হয় তা দেখতেও মুখিয়ে থাকবেন দর্শকরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.