ETV Bharat / entertainment

Malaika-Arjun Marriage Speculation: শিগগিরই বিয়ের পিঁড়িতে মালাইকা-অর্জুন ? - মালাইকা অরোরা

অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে কি শিগগিরই বিয়েটা সেরে ফেলছেন (Malaika-Arjun Marriage Speculation)? নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন মালাইকা অরোরা (Malaika Arora)৷

malaika-arora-says-i-said-yes-fans-speculate-marriage-with-arjun-kapoor-on-cards
অর্জুনকে হ্যাঁ বলেছেন ? বিয়ের জল্পনা উস্কে দিলেন মালাইকা
author img

By

Published : Nov 10, 2022, 7:38 PM IST

Updated : Nov 10, 2022, 7:48 PM IST

মুম্বই, 10 নভেম্বর: বলিউডে কি ফের বাজতে চলেছে বিয়ের সানাই ? শিগগিরই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড ডিভা মালাইকা অরোরা (Malaika Arora) ও অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)? ছাঁইয়া ছাঁইয়া স্টারের একটি সোশাল মিডিয়া পোস্টে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা অরোরা ৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি হ্যাঁ বলেছি ৷" বেশি সময় লাগেনি ৷ এর থেকেই দুইয়ে দুইয়ে চার করে লাল হৃদয়ে পোস্টটিকে বানভাসি করেছেন মালাইকা-অর্জুনের অনুরাগীরা ৷

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর মিষ্টি হাসি মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন মালাইকা ৷ তিনি এই ছবিটি ক্যাপশন-সহ শেয়ার করার পরপরই ভক্তরা কমেন্ট বিভাগে ঝাঁপিয়ে পড়েছেন এবং লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ৷ একের পর এক এসেছে অভিনন্দন বার্তা ৷

অভিনেতা পুলকিত সম্রাট লিখেছেন, "ওহহহহহ !! অভিনন্দন !!" প্রাক্তন বিগ বস প্রতিযোগী, শমিতা শেঠি লিখেছেন, "অভিনন্দন ।"

আরও পড়ুন: পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর ফিটনেসে কাত ভক্তরা... জন্মদিনের আগে জেনে নিন মালাইকা রহস্য

যদিও এই বলি কাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিয়ের বিষয়ে এখনও কিছু খোলসা করা হয়নি ৷ মালাইকা এবং অর্জুন বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন । বছর দুয়েক আগে দুজনেই তাঁদের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সের ব্যবধানের জন্য নানা ট্রোলিং হলেও তাকে ভ্রূক্ষেপ করেননি মালাইকা-অর্জুন জুটি ৷ জনসমক্ষে বিভিন্ন সময় একসঙ্গে ধরা দিয়েছেন দুজনেই ৷

কর্মক্ষেত্রে অর্জুন কাপুরকে পরবর্তীতে আসমান ভরদ্বাজ পরিচালিত কুত্তেতে দেখা যাবে ৷ সেই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রাধিকা মদন, টাবু এবং কঙ্কনা সেন শর্মা ৷ ফিল্মটি সামনের বছর 13 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ তা ছাড়াও অভিনেতা ভূমি পেদনেকারের সঙ্গে অ্যাকশন থ্রিলার 'দ্য লেডি কিলার'-এ অভিনয় করছেন অর্জুন কাপুর ৷

মুম্বই, 10 নভেম্বর: বলিউডে কি ফের বাজতে চলেছে বিয়ের সানাই ? শিগগিরই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড ডিভা মালাইকা অরোরা (Malaika Arora) ও অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)? ছাঁইয়া ছাঁইয়া স্টারের একটি সোশাল মিডিয়া পোস্টে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা অরোরা ৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি হ্যাঁ বলেছি ৷" বেশি সময় লাগেনি ৷ এর থেকেই দুইয়ে দুইয়ে চার করে লাল হৃদয়ে পোস্টটিকে বানভাসি করেছেন মালাইকা-অর্জুনের অনুরাগীরা ৷

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর মিষ্টি হাসি মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন মালাইকা ৷ তিনি এই ছবিটি ক্যাপশন-সহ শেয়ার করার পরপরই ভক্তরা কমেন্ট বিভাগে ঝাঁপিয়ে পড়েছেন এবং লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ৷ একের পর এক এসেছে অভিনন্দন বার্তা ৷

অভিনেতা পুলকিত সম্রাট লিখেছেন, "ওহহহহহ !! অভিনন্দন !!" প্রাক্তন বিগ বস প্রতিযোগী, শমিতা শেঠি লিখেছেন, "অভিনন্দন ।"

আরও পড়ুন: পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর ফিটনেসে কাত ভক্তরা... জন্মদিনের আগে জেনে নিন মালাইকা রহস্য

যদিও এই বলি কাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিয়ের বিষয়ে এখনও কিছু খোলসা করা হয়নি ৷ মালাইকা এবং অর্জুন বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন । বছর দুয়েক আগে দুজনেই তাঁদের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সের ব্যবধানের জন্য নানা ট্রোলিং হলেও তাকে ভ্রূক্ষেপ করেননি মালাইকা-অর্জুন জুটি ৷ জনসমক্ষে বিভিন্ন সময় একসঙ্গে ধরা দিয়েছেন দুজনেই ৷

কর্মক্ষেত্রে অর্জুন কাপুরকে পরবর্তীতে আসমান ভরদ্বাজ পরিচালিত কুত্তেতে দেখা যাবে ৷ সেই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রাধিকা মদন, টাবু এবং কঙ্কনা সেন শর্মা ৷ ফিল্মটি সামনের বছর 13 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ তা ছাড়াও অভিনেতা ভূমি পেদনেকারের সঙ্গে অ্যাকশন থ্রিলার 'দ্য লেডি কিলার'-এ অভিনয় করছেন অর্জুন কাপুর ৷

Last Updated : Nov 10, 2022, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.