হায়দরাবাদ, 8 জুলাই: অপেক্ষার পালা প্রায় শেষ ৷ শনিবার সিনেপ্রেমীদের জন্য় দু'টি বড় খবর নিয়ে হাজির হলেন নির্মাতারা ৷ হিন্দি চলচ্চিত্র জগতে দৃষ্টি ফেরালে দেখা যাবে এখন দু'টি খবর রীতিমতো চর্চায় রয়েছে ৷ একটি হল কবে আসছে শাহরুখের নতুন ছবি 'জওয়ান'-এর ট্রেলার আর অন্য়টি হল 'সালার: পার্ট 1 সিজফায়ার' ছবির ট্রেলারই বা কবে আসবে? শনিবার এই দু'টি ছবির ট্রেলার মুক্তি নিয়েই বড় আপডেট দিলেন নির্মাতারা ৷
একদিকে এক তারকার রয়েছে বিপুল সাফল্য়ের পর তা ধরে রাখার চিন্তা, আর অন্যদিকে মুখ থুবড়ে পড়া একটি ছবির পর কামব্যাক করবেন একজন সুপারস্টার তার অপেক্ষা ৷ 'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর শাহরুখ খানের 'জওয়ান' ছবি নিয়ে আলোচনা এখন তুঙ্গে ৷ প্রভাসের ক্ষেত্রে ব্য়াপারটা সম্পূর্ণ বিপরীত ৷ 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর তাঁর 'সালার: পার্ট 1 সিজফায়ার' ছবির টিজার বেশ সাড়া ফেলেছে ৷ তাই অনুরাগীরা এখন জানতে চান এই ছবির ট্রেলার কবে পর্দায় আসবে ৷ দু'টি ছবির মধ্য়ে আরও একটি মিলও রয়েছে ৷ দু'টি ছবিই বানাচ্ছেন দক্ষিণের পরিচালকরা ৷ 'সালার: পার্ট 1 সিজফায়ার' বানাচ্ছেন পরিচালক প্রশান্ত নীল আর শাহরুখ হাত মিলিয়েছেন অ্যাটলি কুমারের সঙ্গে ৷
প্রথমে কিং খানের কথাতেই আসা যাক ৷ শনিবার নির্মাতারা শেয়ার করেছেন একটি অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ সেখানে দেখা গিয়েছে একটি সেলুলার ফোন আর তার স্ক্রিনে লেখা রয়েছে 'জওয়ান' কথাটি ৷ আর তারপরই স্ক্রিনে ফুটে উঠেছে একটি বাক্য, 'ট্রেলার আসছে খুব তাড়াতাড়ি ৷' যদিও মুক্তির দিনক্ষণ কিছুুই জানাননি নির্মাতারা ৷ প্রযোজনার সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে শেয়ার করা হয়েছে এই ভিডিয়োটি ৷
-
Stay Tuned...#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay Tuned...#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023Stay Tuned...#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023
আরও পড়ুন: দেবদাস, শ্রীকান্তদের পর এবার বড় পর্দায় শরৎচন্দ্রের 'লালু', অভিনয়ে কৌশিক বিশ্বজিৎ
'সালার: পার্ট 1 সিজফায়ার' ট্রেলার নিয়ে অবশ্য় এর চেয়ে ভালো খবর রয়েছে ৷ নির্মাতারা এদিন বার্তায় লিখেছেন, "আমরা কৃতজ্ঞ আর অভিভূত ৷ সালার টিজার 100 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গিয়েছে ৷ আপনাদের এই সমর্থনই আমাদের চালিত করে আর একেবারে নতুন কিছু নিয়ে আসতে সাহায্য করে ৷" তাঁরা আরও লেখেন, "আপনার ক্যালেন্ডারে অগস্টের শেষের দিকে দাগ দিয়ে রাখুন ৷ আমরা বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার মুক্তির পরিকল্পনা করছি ৷ যা ভারতীয় ছবির গৌরবকে তুলে ধরে ৷"