ETV Bharat / entertainment

Adipurush Teaser: রাম জন্মভূমিতেই মুক্তি পাবে 'আদিপুুরুষ'-এর টিজার - makers announce adipurush teaser launch date

নির্মাতারা এবার জানিয়ে দিলেন 'আদিপুরুষ' ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷ আগামী 2 অক্টোবর রাম জন্মভূমি অযোধ্যায় মুক্তি পেতে চলেছে ছবির টিজার (Adipurush Teaser)৷

Adipurush Teaser Launch Date
রাম জন্মভূমিতেই মুক্তি পাবে 'আদিপুুরুষ'-এর টিজার, জানুন কবে
author img

By

Published : Sep 27, 2022, 3:04 PM IST

মুম্বই, 27 সেপ্টেম্বর: দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস এবং বলি সুন্দরী কৃতি শ্যাননের বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' নিয়ে উৎসাহের শেষ নেই সিনে অনুরাগীদের (Prabhas New Film Adipurush)৷ ছবিতে কেমন হবে কৃতি এবং প্রভাসের লুক তা নিয়েও চর্চা তুঙ্গে দর্শকদের ৷ এবার সামনে এল আরও একটি বড় খবর ৷ নির্মাতারা জানিয়ে দিলেন ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (New Film Adipurush Teaser Launch Date) ৷

ছবির টিজার লঞ্চের জন্য় একটি বিশেষ চমকেরও ব্যবস্থা করেছেন নির্মাতারা ৷ আগামী 2 অক্টোবর রাম জন্মভূমি অযোধ্যায় মুক্তি পেতে চলেছে ছবির টিজার (Adipurush Teaser) ৷ ছবির কলা কুশলীরাও উপস্থিত থাকবেন এই বিশেষ অনুষ্ঠানে ৷ এই ছবির গল্প গড়ে উঠেছে রামায়নের উপর ভিত্তি করে ৷ এই পৌরাণিক ছবি প্রভাসকে ভগবান রাম অর্থাৎ আদি পুরুষের ভূমিকায় । আর সেই কারণেই ছবির প্রচার উত্তর প্রদেশের অযোধ্যা থেকে শুরু করার কথা ভাবছেন নির্মাতারা ৷ কারণ মনে করা হয় অযোধ্যাই ছিল রামের জন্মস্থান ৷

আরও পড়ুন: এবারের 'দাদা সাহেব ফালকে পুরস্কার' পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ

অন্যদিকে সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন। ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগ এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আর দশানন রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আসি খানকে ৷ ওম রাউত পরিচালিত এই ছবিটি টি-সিরিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে আগামী বছরের 12 জানুয়ারি ৷ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

মুম্বই, 27 সেপ্টেম্বর: দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস এবং বলি সুন্দরী কৃতি শ্যাননের বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' নিয়ে উৎসাহের শেষ নেই সিনে অনুরাগীদের (Prabhas New Film Adipurush)৷ ছবিতে কেমন হবে কৃতি এবং প্রভাসের লুক তা নিয়েও চর্চা তুঙ্গে দর্শকদের ৷ এবার সামনে এল আরও একটি বড় খবর ৷ নির্মাতারা জানিয়ে দিলেন ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (New Film Adipurush Teaser Launch Date) ৷

ছবির টিজার লঞ্চের জন্য় একটি বিশেষ চমকেরও ব্যবস্থা করেছেন নির্মাতারা ৷ আগামী 2 অক্টোবর রাম জন্মভূমি অযোধ্যায় মুক্তি পেতে চলেছে ছবির টিজার (Adipurush Teaser) ৷ ছবির কলা কুশলীরাও উপস্থিত থাকবেন এই বিশেষ অনুষ্ঠানে ৷ এই ছবির গল্প গড়ে উঠেছে রামায়নের উপর ভিত্তি করে ৷ এই পৌরাণিক ছবি প্রভাসকে ভগবান রাম অর্থাৎ আদি পুরুষের ভূমিকায় । আর সেই কারণেই ছবির প্রচার উত্তর প্রদেশের অযোধ্যা থেকে শুরু করার কথা ভাবছেন নির্মাতারা ৷ কারণ মনে করা হয় অযোধ্যাই ছিল রামের জন্মস্থান ৷

আরও পড়ুন: এবারের 'দাদা সাহেব ফালকে পুরস্কার' পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ

অন্যদিকে সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন। ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগ এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আর দশানন রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আসি খানকে ৷ ওম রাউত পরিচালিত এই ছবিটি টি-সিরিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে আগামী বছরের 12 জানুয়ারি ৷ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.