ETV Bharat / entertainment

Main Nikla Gaddi Leke song out: নস্টালজিয়ার পারদ চড়িয়ে দিলেন সানি, মুক্তি পেল 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' - gadar 2 release date

নতুন করে মুক্তি পেল 'গদর: এক প্রেম কথা' ছবির গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' ৷ ছবির দ্বিতীয় পর্বেও নস্টালজিয়া বাড়িয়ে দিতে এই গানের ব্যবহার করেছেন নির্মাতারা ৷

Main Nikla Gaddi Leke song out
মুক্তি পেল গদর 2 ছবির গান ম্যায় নিকলা গাড্ডি লেকে
author img

By

Published : Aug 3, 2023, 6:48 PM IST

হায়দরাবাদ, 3 অগস্ট: বৃহস্পতিবার সামনে এসেছে অক্ষয়ের নতুন ছবি 'ও মাই গড 2' ছবির ট্রেলার ৷ একই দিনে সামনে এল সানি দেওলের 'গদর 2' ছবির নতুন গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'-ও ৷ 'গদর: এক প্রেম কথা' ছবির অত্যন্ত বিখ্যাত একটি গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' ৷ তারা সিং এবং সাকিনার ভালোবাসার কাহিনিতে এই গানটিকে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো দিনের নস্টালজিয়াকে আরও একবার ফিরে পেতে ৷ সেদিনের ছোট্ট জিতে এখন বড় হয়ে গিয়েছে ৷ আজ বাস্তবে তিনি উৎকর্ষ শর্মা ৷ তাঁকেও দেখা যাবে ছবিতে ৷

পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষকেও এই গানে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে সানি এবং আমিশার সঙ্গে ৷ ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে তিনি লিখেছেন, "সব ফটক, সব সিগন্যাল না মেনেই এখানে পৌঁছেছেন এরা ৷ মুক্তি পেল ছবির নতুন গান ম্যায় নিকলা গাড্ডি লেকে ৷ এই স্বাধীনতা দিবসে বড় পর্দায় আসছে গদর 2 ৷ 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷"

গানটি শুরু হয় জিতে এবং তারা সিং কথপোকথনের সূত্র ধরে ৷ জিতের বাবার কাছে আবদার করছিল একটি মোটর বাইকের জন্য় ৷ তারা সিং যদিও মানতে চায় না প্রথমে ৷ কিন্তু পরে সাকিনার অনুুরোধে ছেলেকে সে উপহার দেয় একটি সুন্দর বাইক ৷ 'গদর: এক প্রেম কথা' ছবির জন্য এই গানটি লিখেছিলেন আনন্দ বক্সী ৷ যদিও এবার এই গানটিতে সুরের কিছু পরিবর্তন এনেছেন মিঠুন ৷ তিনি নিজে গলাও দিয়েছেন এই গানে ৷ একই সঙ্গে গলা দিয়েছেন আদিত্য নারায়ণ এবং উদিত নারায়ণও ৷

আরও পড়ুন: রিমা কাগতির নতুন ছবিতে আদর্শ গৌরব

এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ এর আগে 2001 সালে মুক্তি পেয়েছিল 'গদর: এক প্রেম কথা' ছবিটি ৷ প্রথম পর্বে দেখানো হয়েছিল দেশভাগের বাতাবরণ ৷ এবারও এই ছবিতে উঠে আসবে ভারত-পাক যুদ্ধের কাহিনি ৷ ছেলে করণকে বাঁচাতে ফের একবার পাকিস্তানের মাটিতে পা রাখবে তারা সিং ৷ তারপর কী হয় তার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই ৷

হায়দরাবাদ, 3 অগস্ট: বৃহস্পতিবার সামনে এসেছে অক্ষয়ের নতুন ছবি 'ও মাই গড 2' ছবির ট্রেলার ৷ একই দিনে সামনে এল সানি দেওলের 'গদর 2' ছবির নতুন গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'-ও ৷ 'গদর: এক প্রেম কথা' ছবির অত্যন্ত বিখ্যাত একটি গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' ৷ তারা সিং এবং সাকিনার ভালোবাসার কাহিনিতে এই গানটিকে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো দিনের নস্টালজিয়াকে আরও একবার ফিরে পেতে ৷ সেদিনের ছোট্ট জিতে এখন বড় হয়ে গিয়েছে ৷ আজ বাস্তবে তিনি উৎকর্ষ শর্মা ৷ তাঁকেও দেখা যাবে ছবিতে ৷

পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষকেও এই গানে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে সানি এবং আমিশার সঙ্গে ৷ ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে তিনি লিখেছেন, "সব ফটক, সব সিগন্যাল না মেনেই এখানে পৌঁছেছেন এরা ৷ মুক্তি পেল ছবির নতুন গান ম্যায় নিকলা গাড্ডি লেকে ৷ এই স্বাধীনতা দিবসে বড় পর্দায় আসছে গদর 2 ৷ 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷"

গানটি শুরু হয় জিতে এবং তারা সিং কথপোকথনের সূত্র ধরে ৷ জিতের বাবার কাছে আবদার করছিল একটি মোটর বাইকের জন্য় ৷ তারা সিং যদিও মানতে চায় না প্রথমে ৷ কিন্তু পরে সাকিনার অনুুরোধে ছেলেকে সে উপহার দেয় একটি সুন্দর বাইক ৷ 'গদর: এক প্রেম কথা' ছবির জন্য এই গানটি লিখেছিলেন আনন্দ বক্সী ৷ যদিও এবার এই গানটিতে সুরের কিছু পরিবর্তন এনেছেন মিঠুন ৷ তিনি নিজে গলাও দিয়েছেন এই গানে ৷ একই সঙ্গে গলা দিয়েছেন আদিত্য নারায়ণ এবং উদিত নারায়ণও ৷

আরও পড়ুন: রিমা কাগতির নতুন ছবিতে আদর্শ গৌরব

এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ এর আগে 2001 সালে মুক্তি পেয়েছিল 'গদর: এক প্রেম কথা' ছবিটি ৷ প্রথম পর্বে দেখানো হয়েছিল দেশভাগের বাতাবরণ ৷ এবারও এই ছবিতে উঠে আসবে ভারত-পাক যুদ্ধের কাহিনি ৷ ছেলে করণকে বাঁচাতে ফের একবার পাকিস্তানের মাটিতে পা রাখবে তারা সিং ৷ তারপর কী হয় তার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.