ETV Bharat / entertainment

Mahira Khan: 'হামসফর' খুঁজে পেলেন মাহিরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইস' অভিনেত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 10:00 AM IST

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷ সোমবার প্রকাশ্যে এসেছে ছবি ও ভিডিয়ো ৷ শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷

Mahira Khan married
'হামসফর' খুঁজে পেলেন মাহিরা

হায়দরাবাদ, 2 অক্টোবর: অবশেষে নিজের 'হামসফর' খুঁজে পেলেন অভিনেত্রী মাহিরা খান ৷ দীর্ঘদিনের বন্ধু তথা বিজনেস টাইকুন সালিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ অনুষ্ঠানের ছবি-ভিডিয়ো প্রকাশ্যে আসতেই 'রইস' অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় মাহিরার ম্যানেজার অনুসায় তলহা খান একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর হবু বর সালিমের দিকে হেঁটে যাচ্ছেন ৷ নিজের হামসফর দেখে চোখে জল আসে সালিমের ৷ এরপর সালিমও এগিয়ে যান মাহিরার দিকে এবং রীতি মেনে তাঁর মুখ দেখেন ৷ মিষ্টি এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর দ্বিতীয় বৈবাহিক জীবন যাতে ভালো হয়, তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷

স্পেশাল এই দিনে মাহিরা পরেছিলেন প্যাস্টেল রঙের লহেঙ্গা ৷ সঙ্গে লম্বা ওড়না ৷ ছিল ম্যাচিং হিরের গয়না ৷ অন্যদিকে, পাত্র সালিম বিশেষ এই দিনে কালো রঙের শেরওয়ানি সঙ্গে পরেছিলেন নীল পাগড়ি ৷ জানা গিয়েছে, পাকিস্তানের মারিতে বিয়ের অনুষ্ঠান সারেন এই লাভ বার্ড ৷ অনুরাগীরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "মাহিরার নতুন এই পদক্ষেপকে সাধুবাদ ৷ অতীত ভুলে সামনের দিকে এগোতে চেষ্টা করেছে ৷ অনেক ভালোবাসা ৷"

অন্য এক অনুরাগী লিখেছেন, "সত্যিই দারুণ খবর ৷ তাঁদের আগামীর পথ শুভ হোক ৷ পাত্রীকে দেখে পাত্রের চোখে জল, কী কিউট ৷ এমন ছেলে এখনও আছে ৷" আবার কেউ লিখেছেন, "দু'জনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে ৷ অভিনন্দন ও ভালোবাসা ৷" উল্লেখ্য, 2022 সালে এক সাক্ষাৎকারে সালিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মাহিরা খান ৷ তবে নাম না বললেও তিনি জানিয়েছিলেন, তাঁর ভালোবাসার মানুষ ফিল্ম ইন্ডাষ্ট্রির সঙ্গে জড়িত নন ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, ফাওয়াদ খানের সঙ্গে জুটি বেঁধে আরও একবার পর্দায় আসছেন তিনি ৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই জুটির ওয়েব সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' ৷ সিরিজের গল্প 2013 সালে ফারহাত ইশতিআকের বেস্ট সেলিং উর্দু নোভেল থেকে তৈরি ৷ মূলত, এই সিরিজের শুটিং হবে ইংল্যান্ড ইটালি ও পাকিস্তানে ৷

আরও পড়ুন: ক্রিকেট থেকে মিউজিক্যাল চেয়ার, 'রাগনীতি'র প্রি-ওয়েডিং রীতির মজাদার ছবি ভাইরাল

হায়দরাবাদ, 2 অক্টোবর: অবশেষে নিজের 'হামসফর' খুঁজে পেলেন অভিনেত্রী মাহিরা খান ৷ দীর্ঘদিনের বন্ধু তথা বিজনেস টাইকুন সালিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ অনুষ্ঠানের ছবি-ভিডিয়ো প্রকাশ্যে আসতেই 'রইস' অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় মাহিরার ম্যানেজার অনুসায় তলহা খান একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর হবু বর সালিমের দিকে হেঁটে যাচ্ছেন ৷ নিজের হামসফর দেখে চোখে জল আসে সালিমের ৷ এরপর সালিমও এগিয়ে যান মাহিরার দিকে এবং রীতি মেনে তাঁর মুখ দেখেন ৷ মিষ্টি এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর দ্বিতীয় বৈবাহিক জীবন যাতে ভালো হয়, তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷

স্পেশাল এই দিনে মাহিরা পরেছিলেন প্যাস্টেল রঙের লহেঙ্গা ৷ সঙ্গে লম্বা ওড়না ৷ ছিল ম্যাচিং হিরের গয়না ৷ অন্যদিকে, পাত্র সালিম বিশেষ এই দিনে কালো রঙের শেরওয়ানি সঙ্গে পরেছিলেন নীল পাগড়ি ৷ জানা গিয়েছে, পাকিস্তানের মারিতে বিয়ের অনুষ্ঠান সারেন এই লাভ বার্ড ৷ অনুরাগীরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "মাহিরার নতুন এই পদক্ষেপকে সাধুবাদ ৷ অতীত ভুলে সামনের দিকে এগোতে চেষ্টা করেছে ৷ অনেক ভালোবাসা ৷"

অন্য এক অনুরাগী লিখেছেন, "সত্যিই দারুণ খবর ৷ তাঁদের আগামীর পথ শুভ হোক ৷ পাত্রীকে দেখে পাত্রের চোখে জল, কী কিউট ৷ এমন ছেলে এখনও আছে ৷" আবার কেউ লিখেছেন, "দু'জনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে ৷ অভিনন্দন ও ভালোবাসা ৷" উল্লেখ্য, 2022 সালে এক সাক্ষাৎকারে সালিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মাহিরা খান ৷ তবে নাম না বললেও তিনি জানিয়েছিলেন, তাঁর ভালোবাসার মানুষ ফিল্ম ইন্ডাষ্ট্রির সঙ্গে জড়িত নন ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, ফাওয়াদ খানের সঙ্গে জুটি বেঁধে আরও একবার পর্দায় আসছেন তিনি ৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই জুটির ওয়েব সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' ৷ সিরিজের গল্প 2013 সালে ফারহাত ইশতিআকের বেস্ট সেলিং উর্দু নোভেল থেকে তৈরি ৷ মূলত, এই সিরিজের শুটিং হবে ইংল্যান্ড ইটালি ও পাকিস্তানে ৷

আরও পড়ুন: ক্রিকেট থেকে মিউজিক্যাল চেয়ার, 'রাগনীতি'র প্রি-ওয়েডিং রীতির মজাদার ছবি ভাইরাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.