গোয়া, 22 অক্টোবর: গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Mahananda will be screened in IFFI)৷ আর এই উৎসবে এবার জায়গা করে নিল বাংলা ছবি 'মহানন্দা' ৷ মহাশ্বেতা দেবীর জীবনের গল্প থেকে অনুপ্রাণিত এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী ৷ গোয়ায় এই উৎসবটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20-28 নভেম্বর(53rd International Film Festival of India in Goa ) ৷
অবশ্য় ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-য় সুযোগ পাওয়ার আগেও আমেরিকায় বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, ত্রিশুর ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবিটি ৷ ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র যাত্রা শুরু হবে পরিচালক দিব্যা কোয়াসজির ইংরেজি ছবি 'দ্য শো মাস্ট গো অন' ছবির মধ্য দিয়ে ৷ রয়েছে একঝাঁক মেন স্ট্রিম সিনেমাও ৷ আর তার মধ্যেই রয়েছে দেব এবং পরাণ বন্দোপাধ্যায় অভিনীত 'টনিক' ছবিটিও(Tonic in IFFI ) ৷ অর্থাৎ 'মহানন্দা'-র পাশাপাশি প্রদর্শিত হবে অভিজিৎ সেনের ছবিও ৷
হিন্দি ছবির মধ্য়ে রয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' এবং তেলেগু ছবি হিসাবে জায়গা করে নিয়েছে জুনিয়র এনটিআর এবং রাম চরণের 'আর আর আর' (RRR will be screened in IFFI )৷ রাজামৌলির এই ছবি আগেই সফল হয়েছিল বক্স অফিসে ৷ এবার 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিল এই ব্লক বাস্টার হিটটি ৷
আরও পড়ুন: 'সৎভূত অদ্ভুত' এর রেকর্ডিং সারলেন শিলাজিৎ
এছাড়া এই উৎসবে সুযোগ পেয়েছে জ্ঞানভেলের সাড়া জাগানো ছবি 'জয় ভীম'-ও ৷ এছাড়া মারাঠি ছবি 'ফ্রেম', 'শের শিবরাজ', মৈথিলি ছবি 'লোটাস ব্লুমস',মালয়ালম ছবি 'আরিইপ্পু'-সহ আরও এক ঝাঁক ছবি দেখানো হচ্ছে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷