ETV Bharat / entertainment

শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী

54th International Film Festival of India: সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমায় অবদানের জন্য মাধুরী দীক্ষিতকে বিশেষ স্বীকৃতি পুরস্কার দেওয়া হবে ।

Madhuri Dixit
মাধুরী দীক্ষিত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 6:18 PM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: গোয়াতে আজ শুরু হল দেশের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ৷ এ বারের উৎসবকে আনন্দমুখর করে রাখতে উজ্জ্বল উপস্থিতি থাকবে বলিউডের তাবড় তারকাদের ৷ সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি স্বরূপ এ বার ইফি-তে পুরস্কার দেওয়া হবে বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতকে ।

সোমবার গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিল্ম গালার 2023 সংস্করণ শুরু হয় । অনুষ্ঠানে মাধুরী তাঁর বিভিন্ন চার্টবাস্টার গানে পারফর্ম করবেন ৷ এ ছাড়াও দর্শকদের উন্মাদনা আরও বাড়াতে হাজির থাকবেন শাহিদ কাপুর, শ্রিয়া শরণ এবং নুসরত ভারুচা-সহ অন্যান্য তারকারা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সানি দেওল, করণ জোহর, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, সুখবিন্দর সিং-সহ বলিউডের এক সে বড়কর এক সেলেব্রিটি ৷

  • An icon across the ages, @MadhuriDixit has graced our screens with unparalleled talent for four incredible decades.

    From the effervescent Nisha to the captivating Chandramukhi, the majestic Begum Para to the indomitable Rajjo, her versatility knows no bounds.

    Today, we are… pic.twitter.com/HlYUWHsWRY

    — Anurag Thakur (@ianuragthakur) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "চারটি অবিশ্বাস্য দশক জুড়ে আইকন মাধুরী দীক্ষিত আমাদের বিভিন্ন বয়সের মানুষদের পর্দায় তাঁর অতুলনীয় প্রতিভা দিয়ে আকৃষ্ট করেছেন । উজ্জ্বল নিশা থেকে শুরু করে মোহময়ী চন্দ্রমুখী, ম্যাজেস্টিক বেগম পাড়া থেকে অদম্য রাজজো, তাঁর বহুমুখীতা সবাই জানেন । এর কোনও সীমা নেই ।"

মন্ত্রী আরও বলেন যে, "আজ আমরা ভারতের 54 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিভাবান, ক্যারিশম্যাটিক অভিনেত্রীকে 'ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি' পুরস্কার প্রদান করব ৷ এটি একটি অসাধারণ যাত্রার উদযাপন, একটি চিরন্তন উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা !"

উল্লেখ্য, মাধুরীকে গত বছর ইফি-তে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত করা হয়েছিল । 28 নভেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 54তম আসর শেষ হবে ।

আরও পড়ুন:

  1. পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘরে ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে
  2. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

হায়দরাবাদ, 20 নভেম্বর: গোয়াতে আজ শুরু হল দেশের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ৷ এ বারের উৎসবকে আনন্দমুখর করে রাখতে উজ্জ্বল উপস্থিতি থাকবে বলিউডের তাবড় তারকাদের ৷ সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি স্বরূপ এ বার ইফি-তে পুরস্কার দেওয়া হবে বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতকে ।

সোমবার গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিল্ম গালার 2023 সংস্করণ শুরু হয় । অনুষ্ঠানে মাধুরী তাঁর বিভিন্ন চার্টবাস্টার গানে পারফর্ম করবেন ৷ এ ছাড়াও দর্শকদের উন্মাদনা আরও বাড়াতে হাজির থাকবেন শাহিদ কাপুর, শ্রিয়া শরণ এবং নুসরত ভারুচা-সহ অন্যান্য তারকারা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সানি দেওল, করণ জোহর, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, সুখবিন্দর সিং-সহ বলিউডের এক সে বড়কর এক সেলেব্রিটি ৷

  • An icon across the ages, @MadhuriDixit has graced our screens with unparalleled talent for four incredible decades.

    From the effervescent Nisha to the captivating Chandramukhi, the majestic Begum Para to the indomitable Rajjo, her versatility knows no bounds.

    Today, we are… pic.twitter.com/HlYUWHsWRY

    — Anurag Thakur (@ianuragthakur) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "চারটি অবিশ্বাস্য দশক জুড়ে আইকন মাধুরী দীক্ষিত আমাদের বিভিন্ন বয়সের মানুষদের পর্দায় তাঁর অতুলনীয় প্রতিভা দিয়ে আকৃষ্ট করেছেন । উজ্জ্বল নিশা থেকে শুরু করে মোহময়ী চন্দ্রমুখী, ম্যাজেস্টিক বেগম পাড়া থেকে অদম্য রাজজো, তাঁর বহুমুখীতা সবাই জানেন । এর কোনও সীমা নেই ।"

মন্ত্রী আরও বলেন যে, "আজ আমরা ভারতের 54 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিভাবান, ক্যারিশম্যাটিক অভিনেত্রীকে 'ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি' পুরস্কার প্রদান করব ৷ এটি একটি অসাধারণ যাত্রার উদযাপন, একটি চিরন্তন উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা !"

উল্লেখ্য, মাধুরীকে গত বছর ইফি-তে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত করা হয়েছিল । 28 নভেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 54তম আসর শেষ হবে ।

আরও পড়ুন:

  1. পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘরে ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে
  2. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

For All Latest Updates

TAGGED:

IFFI 2023
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.