ETV Bharat / entertainment

Dhoni Drops Teaser of LGM: শুরু প্রযোজক ধোনির ইনিংস, প্রকাশ করলেন এলজিএম-এর টিজার - মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ক্রিকেট কিংবদন্তি এমএস ধোনির এ বার অভিষেক ঘটছে ফিল্মের প্রযোজনায় ৷ তামিল ছবি লেটস গেট ম্যারেড বা এলজিএম দিয়ে প্রযোজক হিসাবে পথ চলা শুরু করছেন তিনি ৷ এই ছবির অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন ধোনি ও ধোনি-পত্নী সাক্ষী ৷

Dhoni Drops Teaser of LGM
Dhoni Drops Teaser of LGM
author img

By

Published : Jun 8, 2023, 1:07 PM IST

হায়দরাবাদ, 8 জুন: এ বার ময়দানের বাইরে অন্য ইনিংস শুরু করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনি ৷ তামিল ফিল্ম লেটস গেট ম্যারেড বা এলজিএম-এ প্রযোজক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটছে ৷ হরীশ কল্যাণ এবং ইভানা অভিনীত ও রমেশ থামিলমানি পরিচালিত এলজিএম চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পাচ্ছে ৷ তারকা খেলোয়াড় এবং তাঁর স্ত্রী সাক্ষী সিং বুধবার এই ছবির অফিসিয়াল টিজার প্রকাশ করলেন ।

এমএস ধোনি তাঁর ফেসবুক পেজে ট্রেলারটি পোস্ট করে লিখেছেন, "শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে এলজিএম ৷ এর টিজার প্রকাশ করতে পেরে আমি রোমাঞ্চিত এবং গর্বিত ! দলের সবাইকে শুভেচ্ছা ! ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ।" গত বছর অক্টোবরে কলিউডে এই ক্রিকেটারের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ৷ আর এ বার হরীশ কল্যাণ ও ইভানার ফিল্মের টিজার প্রকাশিত হওয়ার পর এটা স্পষ্ট যে, ধোনির নতুন কেরিয়ার কোন দিকে যেতে চলেছে ।

ধোনি-পত্নী সাক্ষী সিং ছবিটির টিজার শেয়ার করে লিখেছেন, "আমরা এলজিএম-এর টিজার শেয়ার করতে পেরে রোমাঞ্চিত - আপনার হৃদয়কে উষ্ণ করার জন্য একটি মজাদার বিনোদন । শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে !" সোনি মিউজিক সাউথ এই ফিল্মের জন্য একটি মোশন পোস্টারও প্রকাশ করেছে ।

আরও পড়ুন: 48-এও মোহময়ী শিল্পা, তাঁর উল্লেখযোগ্য কিছু অভিনয় একনজরে

এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন বিশ্বজিৎ, এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রদীপ রাগভ । প্রায় এক মিনিটের টিজারে মূল চরিত্রের সঙ্গে জড়িত বেশ কিছু আকর্ষণীয় দৃশ্য দেখানো হয়েছে । প্রধান চরিত্রে হরীশ কল্যাণ এবং ইভানা ছাড়াও ছবিতে প্রবীণ অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু, আরজে বিজয়, ভিটিভি গণেশ, দীপা এবং ভেঙ্কট প্রভু রয়েছেন ।

পরিচালক রমেশ থামিলমণি এই ছবি নিয়ে আগেই বলেছিলেন যে, ছবিটির গল্পটি অনন্য এবং এতে একটি আনন্দদায়ক পারিবারিক বিনোদনের সম্ভাবনা রয়েছে । মজার বিষয় হল, 2022 সালে হরীশ কল্যাণের বিয়ের পর লেটস গেট ম্যারেড হল তাঁর প্রথম চলচ্চিত্র । হরীশ 2022 সালে নর্মদা উদয়কুমারকে বিয়ে করেন ৷ বিয়ের পর জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার এমএস ধোনির প্রযোজিত ফিল্ম লেটস গেট ম্যারেড দিয়ে বড় পর্দায় ফিরবেন এই অভিনেতা । ব্যাক-টু-ব্যাক বেশ কয়েকটি রিলিজে ক্যারিশম্যাটিক এই অভিনেতা ফের ভক্তদের মুগ্ধ করবেন বলে আশাবাদী দর্শকরা ৷

হায়দরাবাদ, 8 জুন: এ বার ময়দানের বাইরে অন্য ইনিংস শুরু করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনি ৷ তামিল ফিল্ম লেটস গেট ম্যারেড বা এলজিএম-এ প্রযোজক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটছে ৷ হরীশ কল্যাণ এবং ইভানা অভিনীত ও রমেশ থামিলমানি পরিচালিত এলজিএম চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পাচ্ছে ৷ তারকা খেলোয়াড় এবং তাঁর স্ত্রী সাক্ষী সিং বুধবার এই ছবির অফিসিয়াল টিজার প্রকাশ করলেন ।

এমএস ধোনি তাঁর ফেসবুক পেজে ট্রেলারটি পোস্ট করে লিখেছেন, "শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে এলজিএম ৷ এর টিজার প্রকাশ করতে পেরে আমি রোমাঞ্চিত এবং গর্বিত ! দলের সবাইকে শুভেচ্ছা ! ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ।" গত বছর অক্টোবরে কলিউডে এই ক্রিকেটারের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ৷ আর এ বার হরীশ কল্যাণ ও ইভানার ফিল্মের টিজার প্রকাশিত হওয়ার পর এটা স্পষ্ট যে, ধোনির নতুন কেরিয়ার কোন দিকে যেতে চলেছে ।

ধোনি-পত্নী সাক্ষী সিং ছবিটির টিজার শেয়ার করে লিখেছেন, "আমরা এলজিএম-এর টিজার শেয়ার করতে পেরে রোমাঞ্চিত - আপনার হৃদয়কে উষ্ণ করার জন্য একটি মজাদার বিনোদন । শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে !" সোনি মিউজিক সাউথ এই ফিল্মের জন্য একটি মোশন পোস্টারও প্রকাশ করেছে ।

আরও পড়ুন: 48-এও মোহময়ী শিল্পা, তাঁর উল্লেখযোগ্য কিছু অভিনয় একনজরে

এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন বিশ্বজিৎ, এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রদীপ রাগভ । প্রায় এক মিনিটের টিজারে মূল চরিত্রের সঙ্গে জড়িত বেশ কিছু আকর্ষণীয় দৃশ্য দেখানো হয়েছে । প্রধান চরিত্রে হরীশ কল্যাণ এবং ইভানা ছাড়াও ছবিতে প্রবীণ অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু, আরজে বিজয়, ভিটিভি গণেশ, দীপা এবং ভেঙ্কট প্রভু রয়েছেন ।

পরিচালক রমেশ থামিলমণি এই ছবি নিয়ে আগেই বলেছিলেন যে, ছবিটির গল্পটি অনন্য এবং এতে একটি আনন্দদায়ক পারিবারিক বিনোদনের সম্ভাবনা রয়েছে । মজার বিষয় হল, 2022 সালে হরীশ কল্যাণের বিয়ের পর লেটস গেট ম্যারেড হল তাঁর প্রথম চলচ্চিত্র । হরীশ 2022 সালে নর্মদা উদয়কুমারকে বিয়ে করেন ৷ বিয়ের পর জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার এমএস ধোনির প্রযোজিত ফিল্ম লেটস গেট ম্যারেড দিয়ে বড় পর্দায় ফিরবেন এই অভিনেতা । ব্যাক-টু-ব্যাক বেশ কয়েকটি রিলিজে ক্যারিশম্যাটিক এই অভিনেতা ফের ভক্তদের মুগ্ধ করবেন বলে আশাবাদী দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.