ETV Bharat / entertainment

Leo Trailer Out: পর্দায় 'লিও'-র গর্জন, বিজয়য়ের 'নৃশংসতা' দেখলে আঁতকে উঠবেন - থালাপথি বিজয়

মুক্তি পেল বিজয় অভিনীত 'লিও' ছবির ট্রেলার ৷ ইতিমধ্যেই 26 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভিউয়ার সংখ্যা ৷ 19 অক্টোবর মুক্তি পাবে এই ছবি ৷ দেখে নিন 'লিও' ট্রেলার ৷

Etv Bharat
মুক্তি পেল 'লিও' ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:31 AM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: অপেক্ষার অবসান ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এল বিজয় অভিনীত 'লিও' ছবির ট্রেলার ৷ লোকেশ কনাগারাজ পরিচালিত এই ছবি মুক্তি পাবে 19 অক্টোবর ৷ অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, তৃষা ও অর্জুন সারজা ৷ সোশাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা সেভেন স্ক্রিন স্টুডিয়ো 'লিও'-র ট্রেলারটি প্রকাশ্যে আনে ৷ ক্যাপশনে লেখা হয়,"মন থেকে আপনাদের সবার জন্য আমাদের এই বিশেষ উপহার ৷" লিও-র ড্রামা ও সাসপেন্স নিয়ে অনেকদিন থেকেই অনুরাগীরা প্রতীক্ষায় ছিলেন ৷ এমনকী, সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ গত দুদিন ধরে ট্রেন্ডিং করছিল 'লিও ট্রেলার ডে৷'

'লিও'-র শুধুমাত্র তামিল ট্রেলার প্রকাশ্যে আনা হয়েছে ৷ ছবিটি তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ৷ ফলে সিনেমাটিক এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য বাকি ভাষার ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ তবে আপাতত নেট দুনিয়ায় শুরু চলছে লিও-ঝড় ৷ ট্রেলার মুক্তির 14 ঘণ্টার মধ্যে এর ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে 26 মিলিয়নেরও বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তির পর এক অনুরাগী লেখেন, "60 মিনিটে 10 মিলিয়ন ভিউ, 1.4 মিলিয়ন লাইকস ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালীন রেকর্ড ৷" আর এক অনুরাগী লেখেন, "থালাপথি বিজয়ের অনুরাগীরা যাঁরা তাঁর স্পিচ মিস করেছেন তাঁদের জন্য এই ট্রেলার ডবল ট্রিট ৷" অন্য এক ভক্ত সোশাল মিডিয়ায় লেখেন, "লিও ইতিহাস তৈরি করবে ৷ লিও-র ভিউয়ার ক্রমশ বাড়ছে ৷"

আরও পড়ুন: 'জওয়ান' ছবিতে গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি! শাহরুখকে ধন্যবাদ-চিঠি চিকিৎসক কাফিল খানের

উল্লেখ্য, 2021 সালে লোকেশ কানাগারাজের সঙ্গে প্রথম কাজ করেন থালাপথি বিজয় ৷ 'মাস্টার' ছবি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ এই ছবিতে মিউজিক দিয়েছন অনুরুদ্ধ রবিচন্দর ৷ মূখ্যচরিত্রে অভিনয় করা বিজয়ের এটি 67তম ছবি ৷ কিছুদিন আগে প্রকাশ্যে আসে ছবির অফিসিয়াল নাম ৷ ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কাশ্মীর ও চেন্নাইয়ে ৷

হায়দরাবাদ, 6 অক্টোবর: অপেক্ষার অবসান ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এল বিজয় অভিনীত 'লিও' ছবির ট্রেলার ৷ লোকেশ কনাগারাজ পরিচালিত এই ছবি মুক্তি পাবে 19 অক্টোবর ৷ অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, তৃষা ও অর্জুন সারজা ৷ সোশাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা সেভেন স্ক্রিন স্টুডিয়ো 'লিও'-র ট্রেলারটি প্রকাশ্যে আনে ৷ ক্যাপশনে লেখা হয়,"মন থেকে আপনাদের সবার জন্য আমাদের এই বিশেষ উপহার ৷" লিও-র ড্রামা ও সাসপেন্স নিয়ে অনেকদিন থেকেই অনুরাগীরা প্রতীক্ষায় ছিলেন ৷ এমনকী, সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ গত দুদিন ধরে ট্রেন্ডিং করছিল 'লিও ট্রেলার ডে৷'

'লিও'-র শুধুমাত্র তামিল ট্রেলার প্রকাশ্যে আনা হয়েছে ৷ ছবিটি তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ৷ ফলে সিনেমাটিক এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য বাকি ভাষার ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ তবে আপাতত নেট দুনিয়ায় শুরু চলছে লিও-ঝড় ৷ ট্রেলার মুক্তির 14 ঘণ্টার মধ্যে এর ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে 26 মিলিয়নেরও বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তির পর এক অনুরাগী লেখেন, "60 মিনিটে 10 মিলিয়ন ভিউ, 1.4 মিলিয়ন লাইকস ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালীন রেকর্ড ৷" আর এক অনুরাগী লেখেন, "থালাপথি বিজয়ের অনুরাগীরা যাঁরা তাঁর স্পিচ মিস করেছেন তাঁদের জন্য এই ট্রেলার ডবল ট্রিট ৷" অন্য এক ভক্ত সোশাল মিডিয়ায় লেখেন, "লিও ইতিহাস তৈরি করবে ৷ লিও-র ভিউয়ার ক্রমশ বাড়ছে ৷"

আরও পড়ুন: 'জওয়ান' ছবিতে গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি! শাহরুখকে ধন্যবাদ-চিঠি চিকিৎসক কাফিল খানের

উল্লেখ্য, 2021 সালে লোকেশ কানাগারাজের সঙ্গে প্রথম কাজ করেন থালাপথি বিজয় ৷ 'মাস্টার' ছবি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ এই ছবিতে মিউজিক দিয়েছন অনুরুদ্ধ রবিচন্দর ৷ মূখ্যচরিত্রে অভিনয় করা বিজয়ের এটি 67তম ছবি ৷ কিছুদিন আগে প্রকাশ্যে আসে ছবির অফিসিয়াল নাম ৷ ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কাশ্মীর ও চেন্নাইয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.