ETV Bharat / entertainment

Lata Mangeshkar birth anniversary: 93তম জন্ম বার্ষিকীতে ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর সুরের ডালি - Lata Mangeshkar latest news

প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরের আজ 93তম জন্ম বার্ষিকী(Lata Mangeshkar 93rd birth anniversary) ৷ আজও অভিমানে, প্রেমে, বিরহে সঙ্গীত অনুরাগীদের আশ্রয় তাঁর কণ্ঠ ৷ আসুন ফিরে দেখি তাঁর কিছু আইকনিক গান ৷

Lata Mangeshkar birth anniversary
93তম জন্ম বার্ষিকীতে ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর সুরের ডালি
author img

By

Published : Sep 28, 2022, 11:14 AM IST

হায়দরাবাদ,28 সেপ্টেম্বর: লতা মঙ্গেশকরের আজ 93তম জন্ম বার্ষিকী(Lata Mangeshkar birth anniversary) ৷ ভারতীয় সঙ্গীতের জগতে সুর সম্রাজ্ঞীর প্রয়াণ সত্য়িই এক অপূরণীয় ক্ষতি ৷ ভারতের কোকিল, কুইন অফ মেলোডি এবং দ্য ভয়েস অফ ইন্ডিয়ার মতো একাধিক শব্দ জুড়ে গিয়েছে তাঁর নামের পাশে ৷ আজও অভিমানে, প্রেমে, বিরহে সঙ্গীত অনুরাগীদের আশ্রয় তাঁর কণ্ঠ(Lata Mangeshkar iconic songs) ৷ আসুন ফিরে দেখি তাঁর কিছু আইকনিক গান(Lata Mangeshkar 93rd birth anniversary) ৷

  1. অ্যায় মেরে ওয়াতন কী লোগো: কবি প্রদীপের লেখা এই গান আজও লতার আইকনিক গানগুলির একটি ৷ 1962 সালের ভারত-চীন যুদ্ধে শহীদ ভারতীয় বীর সেনানিদের উদ্দেশ্য়ে এই গানটি গাওয়া হয় ৷ আজও দেশাত্মবোধক কোনও অনুষ্ঠানই যেন সম্পূর্ণ হয় না তাঁর এই গান ছাড়া ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  2. হোঁটো পে অ্য়ায়সি বাত, জুয়েল থিফ(1967): 1967 সালে বিজয় আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ছবি জুয়েল থিফ-এর এই গান আজও ভুলতে পারেননি সঙ্গীতপ্রেমীরা ৷ দেব আনন্দ, বৈজয়ন্তীমালা এবং অশোক কুমার অভনীত এই ছবির আইকনিক 'হোঁটো পে অ্য়ায়সি বাত' গানটি গেয়েছিলেন ভুপিন্দর সিং এবং লতা মঙ্গেশকর ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  3. আজ ফির জিনে কি তমন্না হ্যায়, গাইড (1965): গাইড ছবির এই থিম সং-টি আজ 50 বছর পরেও সমান জনপ্রিয় ৷ 'আজ ফির জিনে কি তমন্না'-র গীতিকার ছিলেন শৈলেন্দ্র ৷ আর সুরকার ছিলেন এস ডি বর্মণ ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  4. পিয়া তোসে, গাইড (1965): একই ছবির 'পিয়া তোসে' গানটিও প্রেমের গান হিসাবে কালজয়ী গানের তালিকায় চিরস্থায়ী আসন দখল করে নিয়েছে ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  5. জিয়া জলে, দিল সে (1998): মণি রত্নমের 1998 সালের রোমান্টিক থ্রিলার 'দিল সে' ছবির 'জিয়া জলে' গানটিও লতার অসামান্য কণ্ঠের একটি আদর্শ নিদর্শন ৷ গানটি আজও লতা অনুরাগীদের প্লে লিস্টের উপরের দিকেই জায়গা করে নেয় ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  6. কোরা কাগজ থা ইয়ে মন মেরা, আরাধনা (1969): এই ডুয়েট গানটিতে গলা দিয়েছেন কিশোর এবং লতা ৷ 'কোরা কাগজ থা ইয়ে মন মেরা' রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের লিপে আজও কালজয়ী ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  7. হামকো হুমিসে চুরালো, মহব্বতে (2000): অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান অভিনীত একটি কালজয়ী ছবি হল 'মহব্বতে' ৷ আর এই ছবি সেরা রোমান্টিক গানগুলির মধ্যে একটি যে লতার 'হামকো হুমিসে চুরালো' এ নিয়ে কোনও সন্দেহ নেই ।
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  8. তুঝে দেখা তো ইয়ে জানা সনম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (1995): ডিডিএলজে বা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' হিন্দির ছবির জগতে একটি কাল্ট ছবি হিসাবেই পরিচিত ৷ ঠিক যেভাবে এই ছবির 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানটি আজও অগনিত মানুষের মুখে মুখে ফেরে ৷ এই গানটিও ডুয়েট ৷ গলা দিয়েছিলেন কুমার শানু এবং লতা মঙ্গেশকর ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  9. কভি খুশি কভি গম, কভি খুশি কভি গম (2001): 'কভি খুশি কভি গম' ছবির টাইটেল সংটিও গেয়েছিলেন সুরের কোকিল লতা মঙ্গেশকরই ৷ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃতিক রোশন, শাহরুখ খান, কাজল এবং কারিনা কাপুর খান অভিনীত এই ছবি হিন্দি ছবির জগতে এখনও এভারগ্রীন ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে, 'ও সাজনা' রিমেক প্রসঙ্গে বললেন ফাল্গুনী

হায়দরাবাদ,28 সেপ্টেম্বর: লতা মঙ্গেশকরের আজ 93তম জন্ম বার্ষিকী(Lata Mangeshkar birth anniversary) ৷ ভারতীয় সঙ্গীতের জগতে সুর সম্রাজ্ঞীর প্রয়াণ সত্য়িই এক অপূরণীয় ক্ষতি ৷ ভারতের কোকিল, কুইন অফ মেলোডি এবং দ্য ভয়েস অফ ইন্ডিয়ার মতো একাধিক শব্দ জুড়ে গিয়েছে তাঁর নামের পাশে ৷ আজও অভিমানে, প্রেমে, বিরহে সঙ্গীত অনুরাগীদের আশ্রয় তাঁর কণ্ঠ(Lata Mangeshkar iconic songs) ৷ আসুন ফিরে দেখি তাঁর কিছু আইকনিক গান(Lata Mangeshkar 93rd birth anniversary) ৷

  1. অ্যায় মেরে ওয়াতন কী লোগো: কবি প্রদীপের লেখা এই গান আজও লতার আইকনিক গানগুলির একটি ৷ 1962 সালের ভারত-চীন যুদ্ধে শহীদ ভারতীয় বীর সেনানিদের উদ্দেশ্য়ে এই গানটি গাওয়া হয় ৷ আজও দেশাত্মবোধক কোনও অনুষ্ঠানই যেন সম্পূর্ণ হয় না তাঁর এই গান ছাড়া ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  2. হোঁটো পে অ্য়ায়সি বাত, জুয়েল থিফ(1967): 1967 সালে বিজয় আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ছবি জুয়েল থিফ-এর এই গান আজও ভুলতে পারেননি সঙ্গীতপ্রেমীরা ৷ দেব আনন্দ, বৈজয়ন্তীমালা এবং অশোক কুমার অভনীত এই ছবির আইকনিক 'হোঁটো পে অ্য়ায়সি বাত' গানটি গেয়েছিলেন ভুপিন্দর সিং এবং লতা মঙ্গেশকর ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  3. আজ ফির জিনে কি তমন্না হ্যায়, গাইড (1965): গাইড ছবির এই থিম সং-টি আজ 50 বছর পরেও সমান জনপ্রিয় ৷ 'আজ ফির জিনে কি তমন্না'-র গীতিকার ছিলেন শৈলেন্দ্র ৷ আর সুরকার ছিলেন এস ডি বর্মণ ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  4. পিয়া তোসে, গাইড (1965): একই ছবির 'পিয়া তোসে' গানটিও প্রেমের গান হিসাবে কালজয়ী গানের তালিকায় চিরস্থায়ী আসন দখল করে নিয়েছে ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  5. জিয়া জলে, দিল সে (1998): মণি রত্নমের 1998 সালের রোমান্টিক থ্রিলার 'দিল সে' ছবির 'জিয়া জলে' গানটিও লতার অসামান্য কণ্ঠের একটি আদর্শ নিদর্শন ৷ গানটি আজও লতা অনুরাগীদের প্লে লিস্টের উপরের দিকেই জায়গা করে নেয় ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  6. কোরা কাগজ থা ইয়ে মন মেরা, আরাধনা (1969): এই ডুয়েট গানটিতে গলা দিয়েছেন কিশোর এবং লতা ৷ 'কোরা কাগজ থা ইয়ে মন মেরা' রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের লিপে আজও কালজয়ী ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  7. হামকো হুমিসে চুরালো, মহব্বতে (2000): অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান অভিনীত একটি কালজয়ী ছবি হল 'মহব্বতে' ৷ আর এই ছবি সেরা রোমান্টিক গানগুলির মধ্যে একটি যে লতার 'হামকো হুমিসে চুরালো' এ নিয়ে কোনও সন্দেহ নেই ।
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  8. তুঝে দেখা তো ইয়ে জানা সনম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (1995): ডিডিএলজে বা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' হিন্দির ছবির জগতে একটি কাল্ট ছবি হিসাবেই পরিচিত ৷ ঠিক যেভাবে এই ছবির 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানটি আজও অগনিত মানুষের মুখে মুখে ফেরে ৷ এই গানটিও ডুয়েট ৷ গলা দিয়েছিলেন কুমার শানু এবং লতা মঙ্গেশকর ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  9. কভি খুশি কভি গম, কভি খুশি কভি গম (2001): 'কভি খুশি কভি গম' ছবির টাইটেল সংটিও গেয়েছিলেন সুরের কোকিল লতা মঙ্গেশকরই ৷ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃতিক রোশন, শাহরুখ খান, কাজল এবং কারিনা কাপুর খান অভিনীত এই ছবি হিন্দি ছবির জগতে এখনও এভারগ্রীন ৷
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে, 'ও সাজনা' রিমেক প্রসঙ্গে বললেন ফাল্গুনী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.