মুম্বই, 13 অগস্ট: বক্স অফিসে হোঁচট, দেশে বহুল সমালোচনার মুখোমুখি ৷ তবে আমির খানের 'লাল সিং চাড্ডা'-কে মান্যতা দিল অ্যাকাডেমি ৷ 1994 সালের অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রূপান্তর হল আমিরের এই নতুন ছবি ৷ এবার 'ফরেস্ট গাম্প'-এর সঙ্গে 'লাল সিং চাড্ডা'-কে মিলিয়ে শনিবার একটি ভিডিয়ো কোলাজ নিজেদের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে প্রকাশ করল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার' (The Academy supports Laal Singh Chaddha)৷
ভিডিয়োর ক্যাপশনে তাঁরা লেখেন, "রবার্ট জেমেকিস এবং এরিক রথের কাহিনি যা একজন এমন মানুষের গল্প বলে, যাঁর সরলতা সকলের মন জয় করে নেয় ৷ অদ্বৈত চন্দন এবং অতুল কুলকার্নির 'লাল সিং চাড্ডা'-য় রয়েছে সেই গল্পের ভারতীয় অনুরূপ ৷ টম হ্য়াংকসের জায়গায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ৷" একদিকে যেমন আমির খান সমর্থকরা এই বিষয়টি নিয়ে গর্বিত ৷ তখন নেটিজেনদের অনেকাংশ কিন্তু বেশ সরব এই ঘটনায় ৷ তাঁদের মতে অনেকটা পি আর (Public Relation Officials)-এর মত কাজ করছে অ্যাকাডেমি ৷
বক্স অফিসেও প্রথমদিনে অদ্বৈত চন্দনের 'লাল সিং চাড্ডা'-ও যে খুব বড় বাজি মেরেছে তা নয় ৷ আমিরের 'ঠাগস অব হিন্দোস্তান' প্রথম দিনে আয় করেছিল 52 কোটি টাকা ৷ সেই মাপকাঠিকে সামনে রেখে দেখতে হলে 'লাল সিং চাড্ডা' প্রথমদিনে ব্যবসা করেছে মাত্র এগারো কোটির (10.75 কোটি ) মতো ৷ বিগ বাজেট এই ছবি কিছুটা হতাশ করেছে দ্বিতীয়দিনেও ৷ এই ছবির দ্বিতীয় দিনের আয় মাত্র 7.26 কোটি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: মায়ের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে স্মৃতিমেদুর জাহ্নবী
ছবিতে একজন শিখের চরিত্রে অভিনয় করেছেন আমির খান ৷ লাল সিং নামের এই ব্যক্তির ছোটবেলা থেকেই নানা সমস্য়ায় জর্জরিত ৷ এমনকী ভাল করে হাঁটতেও পারত না সে ৷ তবে তাঁর মায়ের মনের জোর, বান্ধবী রূপার সাহচর্য তাঁকে ধীরে ধীরে ফিরিয়ে আনে জীবনের মূল স্রোতে ৷ এমনিতে লাল সকলের কাছে ব্যঙ্গের পাত্র ঠিকই তবে সে হাল ছাড়েনা ৷ সে হয়তো কম বুদ্ধিমান, কিন্তু হৃদয়ে সে এক নরম মনের মানুষ ৷ আমিরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন করিনা কাপুর খান এবং মোনা সিং ৷