ETV Bharat / entertainment

Kushi box office collection day 1: মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা ছবির, বিজয়-সামান্থার রসায়ন দেখে দর্শক 'খুশি'

শিবা নিরবনা পরিচালিত 'খুশি' মুক্তি পেয়েছে পয়লা সেপ্টেম্বর ৷ বিজয়-সামান্থার রসায়ন পর্দায় জমে ক্ষীর ৷ তবে বক্সঅফিসে সেই ম্যাজিক কতটা কার্যকর হয়, সেই দিকে তাকিয়ে অনেকেই ৷

Etv Bharat
বিজয়-সামান্থার 'খুশি' মুক্তি পেয়েছে পয়লা সেপ্টেম্বর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 5:34 PM IST

Updated : Sep 2, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 2018-র পর আবার জুটিতে দুটিতে পর্দায় ধরা দিয়েছেন বিজয় দেবরেকোণ্ডা ও সামান্থা রুথ প্রভু ৷ মুক্তি পেয়েছে রোম্যান্টিক কমেডি ছবি 'খুশি' ৷ মুক্তির প্রথম দিনেই বিজয়-সামান্থার অনস্ক্রিন কেমিষ্ট্রি মন জয় করেছেন দর্শকদের ৷ বক্সঅফিসে ইতিমধ্যেই এই ছবির কালেকশন প্রায় 15.25 লাখ টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবির প্রথম দিনের ব্যবসায়িক গ্রাফ রয়েছে উপরের দিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্যাকনিল্ক অনুযায়ী, 'খুশি'-র তেলেগু ভার্সন 59.13 শতাংশ দর্শক টেনেছে হলে ৷ অন্যদিকে, তামিল ভার্সন প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে 40.12 শতাংশ ৷ ছবির প্রথম দিনের গ্রাফ দেখে আশা করা হচ্ছে, উইকএন্ড তথা সপ্তাহ জুড়ে লক্ষ্মীলাভ হবে খুশির ঝুলিতে ৷ ছবিটি পরিচালনা করেছেন শিবা নিরবনা ও প্রযোজনার দায়িত্বে মিথরি মুভি মেকার্স ৷ বিজয়-সামান্থা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে জয়রাম, শচীন খেদাকার, মুরালি শর্মা, লক্ষ্মী, আলি, রোহিণী, ভেনেলা কিশোর, রাহুল রামকৃষ্ণ, শ্রীকান্ত আয়েঙ্গার, এবং সরনিয়া ৷ তেলুগুর পাশাপাশি 'খুশি' পয়লা সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লম ভাষায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে বিজয়ের চরিত্রের নাম বিপ্লব ও সামান্থার চরিত্রের নাম আরাধ্যা ৷ ভূ-স্বর্গ কাশ্মীরের প্রেক্ষাপটে দুই মেরুর মানুষ বিজয়-সামান্থা কীভাবে একে অপরের প্রেমে পড়ে তা ফুটে উঠেছে পর্দায় ৷ সেই প্রেমের বিরুদ্ধে যায় পরিবার ৷ পরিবারের মতামতকে অস্বীকার করে বিয়ে করেন বিপ্লব-আরাধ্যা ৷ তবে সেই বিয়েতে একটা সময়ে ধরতে থাকে চিড় ৷ তারপর কী হয়, কীভাবে বিপ্লব-আরাধ্যা জীবনে খুশি ফিরে আসে, তাই নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷

আরও পড়ুন: 'জানে জা'র হাত ধরে ওটিটিতে পা করিনার, আগামী সপ্তাহেই আসছে ট্রেলার

ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেমন ছবির গল্পকে মসৃণভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, তেমনি ছবির গানগুলিও শ্রুতিমধুর ৷ বেশ কিছুক্ষণ কানে লেগে থাকে ৷ বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাক ৷ হেশাম আবদুল ওয়াহাবের সংগীতায়োজনে এই ছবি ভালোবাসার পৃথক রূপ তুলে ধরেছে দর্শকদের জন্য ৷ 2018 সালে বায়োগ্রাফিক্যাল ড্রামা 'মাহান্তি'-র পর সামান্থা-বিজয়ের এটি দ্বিতীয় ছবি ৷ প্রথমদিনের মতো খুশি ছবির বক্সঅফিস কালেকশন আগামিদিনে কেমন হয়, নজর রইল সেই দিকে ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 2018-র পর আবার জুটিতে দুটিতে পর্দায় ধরা দিয়েছেন বিজয় দেবরেকোণ্ডা ও সামান্থা রুথ প্রভু ৷ মুক্তি পেয়েছে রোম্যান্টিক কমেডি ছবি 'খুশি' ৷ মুক্তির প্রথম দিনেই বিজয়-সামান্থার অনস্ক্রিন কেমিষ্ট্রি মন জয় করেছেন দর্শকদের ৷ বক্সঅফিসে ইতিমধ্যেই এই ছবির কালেকশন প্রায় 15.25 লাখ টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবির প্রথম দিনের ব্যবসায়িক গ্রাফ রয়েছে উপরের দিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্যাকনিল্ক অনুযায়ী, 'খুশি'-র তেলেগু ভার্সন 59.13 শতাংশ দর্শক টেনেছে হলে ৷ অন্যদিকে, তামিল ভার্সন প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে 40.12 শতাংশ ৷ ছবির প্রথম দিনের গ্রাফ দেখে আশা করা হচ্ছে, উইকএন্ড তথা সপ্তাহ জুড়ে লক্ষ্মীলাভ হবে খুশির ঝুলিতে ৷ ছবিটি পরিচালনা করেছেন শিবা নিরবনা ও প্রযোজনার দায়িত্বে মিথরি মুভি মেকার্স ৷ বিজয়-সামান্থা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে জয়রাম, শচীন খেদাকার, মুরালি শর্মা, লক্ষ্মী, আলি, রোহিণী, ভেনেলা কিশোর, রাহুল রামকৃষ্ণ, শ্রীকান্ত আয়েঙ্গার, এবং সরনিয়া ৷ তেলুগুর পাশাপাশি 'খুশি' পয়লা সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লম ভাষায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে বিজয়ের চরিত্রের নাম বিপ্লব ও সামান্থার চরিত্রের নাম আরাধ্যা ৷ ভূ-স্বর্গ কাশ্মীরের প্রেক্ষাপটে দুই মেরুর মানুষ বিজয়-সামান্থা কীভাবে একে অপরের প্রেমে পড়ে তা ফুটে উঠেছে পর্দায় ৷ সেই প্রেমের বিরুদ্ধে যায় পরিবার ৷ পরিবারের মতামতকে অস্বীকার করে বিয়ে করেন বিপ্লব-আরাধ্যা ৷ তবে সেই বিয়েতে একটা সময়ে ধরতে থাকে চিড় ৷ তারপর কী হয়, কীভাবে বিপ্লব-আরাধ্যা জীবনে খুশি ফিরে আসে, তাই নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷

আরও পড়ুন: 'জানে জা'র হাত ধরে ওটিটিতে পা করিনার, আগামী সপ্তাহেই আসছে ট্রেলার

ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেমন ছবির গল্পকে মসৃণভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, তেমনি ছবির গানগুলিও শ্রুতিমধুর ৷ বেশ কিছুক্ষণ কানে লেগে থাকে ৷ বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাক ৷ হেশাম আবদুল ওয়াহাবের সংগীতায়োজনে এই ছবি ভালোবাসার পৃথক রূপ তুলে ধরেছে দর্শকদের জন্য ৷ 2018 সালে বায়োগ্রাফিক্যাল ড্রামা 'মাহান্তি'-র পর সামান্থা-বিজয়ের এটি দ্বিতীয় ছবি ৷ প্রথমদিনের মতো খুশি ছবির বক্সঅফিস কালেকশন আগামিদিনে কেমন হয়, নজর রইল সেই দিকে ৷

Last Updated : Sep 2, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.