ETV Bharat / entertainment

টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকায় শীর্ষে কিং খান, দুই ও তিনে বি-টাউনেরই দুই অভিনেত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 7:27 PM IST

Top 50 Asian celebrities List: টপ 50 এশিয়ান সেলেব্রিটিসের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিলেন কিং খান শাহরুখ ৷ তালিকায় আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জ কত নম্বরে রয়েছেন, দেখে নিন ৷

Etv Bharat
টপ 50 এশিয়ান সেলেব্রিটিসের তালিকায় শীর্ষে বলিউডের তিন তারকা

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের চলতি বছরের শেষ ছবি 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসে পর পর দু'টি ব্লকব্লাস্টার ছবি দিয়ে ইতিমধ্যেই সাফল্যের মধ্যগগনে রয়েছেন বলিউডের বাদশা ৷ এবার টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকাতেও প্রথম স্থান দখল করলেন কিং খান ৷ ইংল্যান্ডের 'ইস্টার্ন আই'-এর তরফে একটি সমীক্ষা সম্প্রতি সামনে এসেছে ৷ সেখানে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৷ তালিকায় জায়গা পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ও রণবীর কাপুরও ৷

বাদশার এই মুকুট পাওয়ারও যথেষ্ট কারণও রয়েছে ৷ চার বছর বি-টাউন থেকে বিরতি নেওয়ার পর শাহরুখের কামব্যাক সকল সমালোচনার দরজা বন্ধ করে দিয়েছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ও অ্যাটলি পরিচালিত 'জওয়ান' শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে নয়, সাড়া ফেলেছে গ্লোবাল বক্স অফিসেও ৷ ফলে দর্শক ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছেন শাহরুখ খান ৷

শুধু তাই নয়, বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ সেখানে শাহরুখ খানের পাশাপাশি তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৷ ট্রেলারে অনুরাগীরা যেভাবে ভালোবাসা দিয়েছেন, মনে করা হচ্ছে, বক্স অফিসেও এই ছবি সুপারহিট হবে ৷ সব মিলিয়ে টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা ৷

অন্যদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ 'হার্ট অফ দ্য স্টোন' ছবি দিয়ে হলিউডে পা রেখেছেন রণবীর-পত্নী ৷ জনপ্রিয়তার নিরিখে টপ 50 এশিয়ান সেলেব্রিটিসের তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন আলিয়া ভাট ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস রয়েছেন তৃতীয় স্থানে ৷ 'সিটাডেল' ও 'লাই এগেইন' ছবিতে প্রশংসিত হয়েছে দেশী গার্লের অভিনয় ৷ সঙ্গীত শিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ রয়েছেন তালিকার চতুর্থ স্থানে ৷ রণবীর কাপুর রয়েছেন তালিকার ষষ্ঠস্থানে ৷

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের চলতি বছরের শেষ ছবি 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসে পর পর দু'টি ব্লকব্লাস্টার ছবি দিয়ে ইতিমধ্যেই সাফল্যের মধ্যগগনে রয়েছেন বলিউডের বাদশা ৷ এবার টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকাতেও প্রথম স্থান দখল করলেন কিং খান ৷ ইংল্যান্ডের 'ইস্টার্ন আই'-এর তরফে একটি সমীক্ষা সম্প্রতি সামনে এসেছে ৷ সেখানে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৷ তালিকায় জায়গা পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ও রণবীর কাপুরও ৷

বাদশার এই মুকুট পাওয়ারও যথেষ্ট কারণও রয়েছে ৷ চার বছর বি-টাউন থেকে বিরতি নেওয়ার পর শাহরুখের কামব্যাক সকল সমালোচনার দরজা বন্ধ করে দিয়েছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ও অ্যাটলি পরিচালিত 'জওয়ান' শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে নয়, সাড়া ফেলেছে গ্লোবাল বক্স অফিসেও ৷ ফলে দর্শক ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছেন শাহরুখ খান ৷

শুধু তাই নয়, বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ সেখানে শাহরুখ খানের পাশাপাশি তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৷ ট্রেলারে অনুরাগীরা যেভাবে ভালোবাসা দিয়েছেন, মনে করা হচ্ছে, বক্স অফিসেও এই ছবি সুপারহিট হবে ৷ সব মিলিয়ে টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা ৷

অন্যদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ 'হার্ট অফ দ্য স্টোন' ছবি দিয়ে হলিউডে পা রেখেছেন রণবীর-পত্নী ৷ জনপ্রিয়তার নিরিখে টপ 50 এশিয়ান সেলেব্রিটিসের তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন আলিয়া ভাট ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস রয়েছেন তৃতীয় স্থানে ৷ 'সিটাডেল' ও 'লাই এগেইন' ছবিতে প্রশংসিত হয়েছে দেশী গার্লের অভিনয় ৷ সঙ্গীত শিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ রয়েছেন তালিকার চতুর্থ স্থানে ৷ রণবীর কাপুর রয়েছেন তালিকার ষষ্ঠস্থানে ৷

আরও পড়ুন:

1. অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ

2. সম্পন্ন সৌরভ-দর্শনার বিবাহ অভিযান, ভালোবাসার শহরে মন্টু পাইলটের কাহানি ঠিক যেন লাভ স্টোরি; দেখুন ভিডিয়ো

3. নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.