ETV Bharat / entertainment

KIFF 2022: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সিনেমার উদযাপনে তারকারা, কুর্নিশ বাংলাকে - undefined

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সিনেমার উদযাপন করলেন তারকারা (KIFF 2022)৷ 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট - সবাই কুর্নিশ জানালেন বাংলাকে ৷

KIFF 2022: Sourav Ganguly, Jaya bachchan, Shatrughan Sinha, Mahesh Bhatt cheer Kolkata International Film Festival
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সিনেমার উদযাপনে তারকারা, কুর্নিশ বাংলাকে
author img

By

Published : Dec 15, 2022, 6:09 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে সিনেমার উদযাপন করলেন তারকারা (KIFF 2022)৷ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট একে একে বাংলার এই আয়োজনের জন্য কুর্নিশ করলেন রাজ্য সরকারকে ৷

এ দিন মঞ্চে দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, "মমতাদি আপনি জানেন, যখন যেখানে আছেন, আমি আপনার সঙ্গে আছি ৷ আর আপনাদের জামাইবাবু গত তিন বছর ধরে অনেক কিছু ভেবে ভেবে আজ এসেছেন, এখানে বলবেন বলে ৷ তাই আমার আর আজ বিশেষ কিছু আর বলার নেই ৷"

এ দিন নিজের জনপ্রিয় সংলাপ 'খামোশ' দিয়ে বক্তব্য শুরু করেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি বলেন, "আমি কুর্নিশ জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য অতিথিদের ৷ আজ আমি এটা ঘোষণা করতে চাই, অমিতাভ বচ্চন এ বার থেকে পরিচিত হবে জাতীয় আইকন হিসেবে ৷ আর শাহরুখ খান পরিচিত হবে জাতীয় তারকা হিসেবে ৷"

সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "গত দু বছর খুব খারাপ কেটেছে করোনার কারণে ৷ তবে এ বার আবারও স্বমহিমায় কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ আমি এই ক্ষেত্রের না-হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাকে এখানে ডাকেন ৷ এ জন্য তাঁকে ধন্যবাদ ৷ প্রতিবারই দেখি নিজের গরিমা আরও বাড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷" এ দিন অমিতাভ বচ্চনকে তাঁর 80তম জন্মদিনের জন্য শুভেচ্ছা জানান মহারাজ ৷ বলেন, "এখানে উপস্থিত সবাই খুবই মূল্যবান ৷ শাহরুখকে আগামী কয়েক মাসে আবারও আগের মতো করে পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস ৷ যাঁরা বাংলা ফিল্মকে এতটা সফল করেছেন, তাঁদের ধন্যবাদ ৷"

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

মহেশ ভাট এ দিন স্মরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ৷ বিশ্বকবি ভারতের যে ঐক্যের স্পিরিট তুলে ধরেছিলেন বিশ্বজুড়ে, সে কথা মনে করিয়ে দিয়ে মহেশ ভাট বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে দেশের ঐক্যবদ্ধ থাকা উচিত ৷

কলকাতা, 15 ডিসেম্বর: 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে সিনেমার উদযাপন করলেন তারকারা (KIFF 2022)৷ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট একে একে বাংলার এই আয়োজনের জন্য কুর্নিশ করলেন রাজ্য সরকারকে ৷

এ দিন মঞ্চে দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, "মমতাদি আপনি জানেন, যখন যেখানে আছেন, আমি আপনার সঙ্গে আছি ৷ আর আপনাদের জামাইবাবু গত তিন বছর ধরে অনেক কিছু ভেবে ভেবে আজ এসেছেন, এখানে বলবেন বলে ৷ তাই আমার আর আজ বিশেষ কিছু আর বলার নেই ৷"

এ দিন নিজের জনপ্রিয় সংলাপ 'খামোশ' দিয়ে বক্তব্য শুরু করেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি বলেন, "আমি কুর্নিশ জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য অতিথিদের ৷ আজ আমি এটা ঘোষণা করতে চাই, অমিতাভ বচ্চন এ বার থেকে পরিচিত হবে জাতীয় আইকন হিসেবে ৷ আর শাহরুখ খান পরিচিত হবে জাতীয় তারকা হিসেবে ৷"

সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "গত দু বছর খুব খারাপ কেটেছে করোনার কারণে ৷ তবে এ বার আবারও স্বমহিমায় কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ আমি এই ক্ষেত্রের না-হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাকে এখানে ডাকেন ৷ এ জন্য তাঁকে ধন্যবাদ ৷ প্রতিবারই দেখি নিজের গরিমা আরও বাড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷" এ দিন অমিতাভ বচ্চনকে তাঁর 80তম জন্মদিনের জন্য শুভেচ্ছা জানান মহারাজ ৷ বলেন, "এখানে উপস্থিত সবাই খুবই মূল্যবান ৷ শাহরুখকে আগামী কয়েক মাসে আবারও আগের মতো করে পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস ৷ যাঁরা বাংলা ফিল্মকে এতটা সফল করেছেন, তাঁদের ধন্যবাদ ৷"

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

মহেশ ভাট এ দিন স্মরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ৷ বিশ্বকবি ভারতের যে ঐক্যের স্পিরিট তুলে ধরেছিলেন বিশ্বজুড়ে, সে কথা মনে করিয়ে দিয়ে মহেশ ভাট বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে দেশের ঐক্যবদ্ধ থাকা উচিত ৷

For All Latest Updates

TAGGED:

KIFF 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.