কলকাতা, 15 ডিসেম্বর: শুরু হয়ে গেল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2022)৷ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) প্রদীপ জ্বেলে এ বছরের চলচ্চিত্র উৎসবের সফর শুরু করলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এ ছাড়াও ছিলেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা ৷
বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনে শহরে চাঁদের হাট বসে ৷ সাহেব চট্টোপাধ্যয় ও জুন মালিয়ার উপস্থাপনায় শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান ৷ সূচনাতেই ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের দলের নৃত্যানুষ্ঠান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ও অমিতাভ বচ্চনের ধারাভাষ্যে মঞ্চ যেন স্বর্গের চেহারা নেয় ৷ এরপর একে একে সব অতিথিদের সংবর্ধনা জানানো হয় ৷ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট ছাড়াও ছিলেন কুমার শানু, রঞ্জিৎ মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাংলা ও বলিউডের তারকারা ৷
আরও পড়ুন: শহরে পৌঁছে গেলেন বিগ-বি, চলচ্চিত্র উৎসবের উদ্বোধন কিছুক্ষণ পরেই
অমিতাভ বচ্চন এ বছর 80 বছরে পা দিলেন ৷ সেই উপলক্ষে তাঁকে নিয়ে একটি প্রদর্শনী ছাড়াও তাঁর কালজয়ী কিছু ফিল্ম দেখানো হবে এ বারের চলচ্চিত্র উৎসবে ৷ সেই তালিকায় থাকবেন দিওয়ার, অভিমান-সহ বেশ কয়েকটি ফিল্ম ৷
183টি ফিল্ম দেখানো হবে শহরজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে ৷ উৎসব চলবে 22 ডিসেম্বর পর্যন্ত ৷