ETV Bharat / entertainment

Palan Bengali Movie Poster: মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, সামনে এল 'পালান' সিনেমার পোস্টার

author img

By

Published : May 14, 2023, 10:06 PM IST

1982 সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের 'খারিজ' । সেই গল্পকেই নতুন আঙ্গিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

হায়দরাবাদ, 14 মে: কিংবদন্তি শিল্পী মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য ৷ প্রকাশ্যে এনেছেন 'পালান' ছবির প্রথম পোস্টার। সোশাল মাধ্যমে ছবি পোস্টার শেয়ার করেছেন পরিচালক ৷ 1982-তে মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি ৷

1982 সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের ছবি 'খারিজ'। রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি । সেই গল্পকেই নতুন আঙ্গিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তবে একটু অন্যভাবে ৷ মূলত, 'খারিজ'-এর প্রায় বেশিরভাগ অভিনেতাই থাকছেন কৌশিকের ছবিতেও । কিন্তু ছবির পর্দায় এগিয়ে থাকবে 40 বছর ৷ অর্থাৎ 1982-তে মৃণাল সেন তাঁর ওই ছবিতে যাঁদের নিয়ে কাজ করেছিলেন 22-এও তাঁদের নিয়েই শ্যুটিং সেরেছেন কৌশিক ৷ সেই অনুযায়ী দেখা যাবে মমতাশঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদারকে। নতুন সংযোজন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম । ইতিমধ্যেই শেষ হয়েছে পালান ছবির শ্যুটিং।

14 মে পরিচালক মৃণাল সেনের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাতেই ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে এই দিন ৷ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আপনার জীবনদর্শনের একটুকরো উপলব্ধির চেষ্টাই আমাদের শ্রদ্ধার্ঘ্য ৷ প্রণান মৃণাল সেন ৷" ওই সময়ে কান চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। গত বছর ছবি ঘোষণা পাশাপাশি সামনে এসেছিল প্রতিটি চরিত্রের প্রথম লুক ৷ মূলত কলকাতার বিভিন্ন স্থানেই হয়েছে এই ছবির শ্যুটিং ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী, সম্পাদনায় শুভজিৎ সিংহ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শতবর্ষে মৃণাল সেন, ফিরে দেখা তাঁর কালজয়ী কিছু ছবি

উল্লেখ্য, কম বয়সি ভৃত্য পালানের মৃতদেহ পাওয়া যায় রান্নঘরে । শোকার্ত বাবাকে শান্ত করার প্রচেষ্টা এবং এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে উঠেছিল 'খারিজ'-এ । মৃণাল সেন নেই। তাঁর কাজ রয়ে গিয়েছে। রয়ে গিয়েছেন তাঁর সঙ্গে কাজ করা মানুষেরা । সেই স্মৃতি, জীবন বোধ নিয়েই কৌশিক বলবেন নতুন গল্প । 2023 -এ মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'।

হায়দরাবাদ, 14 মে: কিংবদন্তি শিল্পী মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য ৷ প্রকাশ্যে এনেছেন 'পালান' ছবির প্রথম পোস্টার। সোশাল মাধ্যমে ছবি পোস্টার শেয়ার করেছেন পরিচালক ৷ 1982-তে মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি ৷

1982 সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের ছবি 'খারিজ'। রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি । সেই গল্পকেই নতুন আঙ্গিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তবে একটু অন্যভাবে ৷ মূলত, 'খারিজ'-এর প্রায় বেশিরভাগ অভিনেতাই থাকছেন কৌশিকের ছবিতেও । কিন্তু ছবির পর্দায় এগিয়ে থাকবে 40 বছর ৷ অর্থাৎ 1982-তে মৃণাল সেন তাঁর ওই ছবিতে যাঁদের নিয়ে কাজ করেছিলেন 22-এও তাঁদের নিয়েই শ্যুটিং সেরেছেন কৌশিক ৷ সেই অনুযায়ী দেখা যাবে মমতাশঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদারকে। নতুন সংযোজন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম । ইতিমধ্যেই শেষ হয়েছে পালান ছবির শ্যুটিং।

14 মে পরিচালক মৃণাল সেনের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাতেই ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে এই দিন ৷ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আপনার জীবনদর্শনের একটুকরো উপলব্ধির চেষ্টাই আমাদের শ্রদ্ধার্ঘ্য ৷ প্রণান মৃণাল সেন ৷" ওই সময়ে কান চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। গত বছর ছবি ঘোষণা পাশাপাশি সামনে এসেছিল প্রতিটি চরিত্রের প্রথম লুক ৷ মূলত কলকাতার বিভিন্ন স্থানেই হয়েছে এই ছবির শ্যুটিং ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী, সম্পাদনায় শুভজিৎ সিংহ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শতবর্ষে মৃণাল সেন, ফিরে দেখা তাঁর কালজয়ী কিছু ছবি

উল্লেখ্য, কম বয়সি ভৃত্য পালানের মৃতদেহ পাওয়া যায় রান্নঘরে । শোকার্ত বাবাকে শান্ত করার প্রচেষ্টা এবং এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে উঠেছিল 'খারিজ'-এ । মৃণাল সেন নেই। তাঁর কাজ রয়ে গিয়েছে। রয়ে গিয়েছেন তাঁর সঙ্গে কাজ করা মানুষেরা । সেই স্মৃতি, জীবন বোধ নিয়েই কৌশিক বলবেন নতুন গল্প । 2023 -এ মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.