ETV Bharat / entertainment

Vicky-Katrina Wedding Anniversary: প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা ভি-ক্যাটের - Vicky Katrina first wedding anniversary

ভিকি-ক্যাটরিনা গাঁটছড়া বাঁধার পর ইতিমধ্য়েই একবছর পূর্ণ হয়ে গিয়েছে ৷ প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানালেন ভি-ক্যাট (Vicky Kaushal and Katrina Kaif) ৷

Katrina Kaif shares Vicky Kaushal's hilarious dance video on first wedding anniversary,
ভিকি-ক্যাটরিনা গাঁটছড়া বাঁধার পর ইতিমধ্য়েই একবছর পূর্ণ হয়ে গিয়েছে
author img

By

Published : Dec 9, 2022, 4:22 PM IST

মুম্বই, 9 ডিসেম্বর: ভিকি-ক্যাটরিনা গাঁটছড়া বাঁধার পর ইতিমধ্য়েই একবছর পূর্ণ হয়ে গিয়েছে ৷ প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানালেন ভি-ক্যাট ৷ শুরু থেকেই এই জুটিকে ভীষণ পছন্দ করেন নেটিজেনরা ৷ তাঁদের প্রতিটি পোস্ট এবং কর্মকাণ্ড নিয়ে চর্চা শুরু করেন ফ্য়ানরা ৷ শুক্রবার প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী ভিকির কিছু অদেখা ছবি এবং একটি হাস্য়কর ভিডিয়ো শেয়ার করলেন ক্য়াটরিনা (Vicky Kaushal and Katrina Kaif ) ৷

ভিকির যে ভিডিয়োটি এদিন শেয়ার করেছেন ক্য়াটরিনা সেখানে দেখা যায় ভিকি মেতে উঠেছেন ভাংড়া নৃত্যে ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে একটি রোমান্টিক গান ৷ ভিডিয়োটির কমেন্টেবক্স ইতিমধ্য়েই বইতে শুরু করেছে মন্তব্যের সুনামি ৷ পোস্টটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'আমার উজ্জ্বল আলোকরশ্মি, প্রথম বছরের শুভেচ্ছা...' ৷ একই সঙ্গে একটি লাভ ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ শ্বেতা বচ্চন, মিনি মাথুর, ভিকির বাবা শাম কৌশল-সহ আরও অনেকেই এই পোস্টের নীচে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন (Vicky Kaushal and Katrina Kaif wedding anniversary) ৷

অন্যদিকে একটি পোস্টের মাধ্য়মে ভিকিও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রিয়তমাকে (Vicky Katrina first wedding anniversary ) ৷ এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, "সময়ে বয়ে যায়... কিন্তু তোমার সঙ্গে ঠিক যেন ম্যাজিকের মত সময় বয়ে যায় প্রিয়তমা ৷ আমাদের বিয়ের প্রথম বার্ষিকীর শুভেচ্ছা ৷ ঠিক কতটা ভালোবাসি তোমায়, তা কল্পনাতীত ৷"

আরও পড়ুন: সঞ্জয়ের সুরে হাজির প্রথম অ্যালবাম 'সুকুন', গাইলেন বাংলার শিল্পীরাও

গত বছর 9 ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ বিয়ের পর এই একটি বছরে প্রায় সমস্ত অনুষ্ঠান একসঙ্গেই কাটিয়েছেন ভি-ক্যাট ৷ তাঁদের এই সুন্দর প্রেমের টুকরো ঘটনা প্রায়শই উঠে এসেছে সংবাদ শিরোনামে ৷ অভিনয়ের কথা বলতে হলে ভিকিকে আগামিদিনে দেখা যাবে 'সাম বাহাদুর' ছবিতে, আর অন্যদিকে ক্যাটরিনার ফোনভূত ছবির পর এবার পর্দায় ফিরবেন 'টাইগার 3' ছবির হাত ধরে ৷

মুম্বই, 9 ডিসেম্বর: ভিকি-ক্যাটরিনা গাঁটছড়া বাঁধার পর ইতিমধ্য়েই একবছর পূর্ণ হয়ে গিয়েছে ৷ প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানালেন ভি-ক্যাট ৷ শুরু থেকেই এই জুটিকে ভীষণ পছন্দ করেন নেটিজেনরা ৷ তাঁদের প্রতিটি পোস্ট এবং কর্মকাণ্ড নিয়ে চর্চা শুরু করেন ফ্য়ানরা ৷ শুক্রবার প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী ভিকির কিছু অদেখা ছবি এবং একটি হাস্য়কর ভিডিয়ো শেয়ার করলেন ক্য়াটরিনা (Vicky Kaushal and Katrina Kaif ) ৷

ভিকির যে ভিডিয়োটি এদিন শেয়ার করেছেন ক্য়াটরিনা সেখানে দেখা যায় ভিকি মেতে উঠেছেন ভাংড়া নৃত্যে ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে একটি রোমান্টিক গান ৷ ভিডিয়োটির কমেন্টেবক্স ইতিমধ্য়েই বইতে শুরু করেছে মন্তব্যের সুনামি ৷ পোস্টটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'আমার উজ্জ্বল আলোকরশ্মি, প্রথম বছরের শুভেচ্ছা...' ৷ একই সঙ্গে একটি লাভ ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ শ্বেতা বচ্চন, মিনি মাথুর, ভিকির বাবা শাম কৌশল-সহ আরও অনেকেই এই পোস্টের নীচে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন (Vicky Kaushal and Katrina Kaif wedding anniversary) ৷

অন্যদিকে একটি পোস্টের মাধ্য়মে ভিকিও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রিয়তমাকে (Vicky Katrina first wedding anniversary ) ৷ এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, "সময়ে বয়ে যায়... কিন্তু তোমার সঙ্গে ঠিক যেন ম্যাজিকের মত সময় বয়ে যায় প্রিয়তমা ৷ আমাদের বিয়ের প্রথম বার্ষিকীর শুভেচ্ছা ৷ ঠিক কতটা ভালোবাসি তোমায়, তা কল্পনাতীত ৷"

আরও পড়ুন: সঞ্জয়ের সুরে হাজির প্রথম অ্যালবাম 'সুকুন', গাইলেন বাংলার শিল্পীরাও

গত বছর 9 ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ বিয়ের পর এই একটি বছরে প্রায় সমস্ত অনুষ্ঠান একসঙ্গেই কাটিয়েছেন ভি-ক্যাট ৷ তাঁদের এই সুন্দর প্রেমের টুকরো ঘটনা প্রায়শই উঠে এসেছে সংবাদ শিরোনামে ৷ অভিনয়ের কথা বলতে হলে ভিকিকে আগামিদিনে দেখা যাবে 'সাম বাহাদুর' ছবিতে, আর অন্যদিকে ক্যাটরিনার ফোনভূত ছবির পর এবার পর্দায় ফিরবেন 'টাইগার 3' ছবির হাত ধরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.