ETV Bharat / entertainment

Bhool Bhulaiyaa 2 : প্রথম উইক এন্ডেই 50 কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া 2' - Kartik Kiara Bhool Bhulaiyaa 2

প্রথম উইক এন্ডেই 50 কোটির ক্লাবে ঢুকে পড়ল কার্তিক-কিয়ারার নতুন ছবি 'ভুল ভুলাইয়া 2' ৷ বক্স জয়যাত্রা অব্যহত(Bhool Bhulaiyaa 2 First Weekend Collection) ৷

kartik aaryan bhool bhulaiyaa 2 business
প্রথম উইক এন্ডেই 50 কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া 2'
author img

By

Published : May 23, 2022, 4:26 PM IST

মুম্বই, 23 মে: অভিনেতা কার্তিক আরিয়ানের কেরিয়ারের ক্রমশ সবচেয়ে বড় হিট উঠতে চলেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ শুক্রবার পর্দায় আসার পর প্রথমদিনেই কার্তিকের জন্য় 'বিগেস্ট ওপেনার' হয়ে উঠেছিল এই ছবি ৷ অভিনেতার অন্য় সমস্ত ছবিকে পিছনে ফেলে প্রথমদিনেই 14.11 কোটি টাকা আয় করেছিল 'ভুল ভুলাইয়া 2' ৷ বক্স অফিসে ছবির এই সোনালি যাত্রা বজায় রইল গত দুই দিনেও ৷ প্রথম উইক এন্ডেই 55.96 কোটি টাকা আয় করল কার্তিক-কিয়ারার এই হরর কমেডি (Bhool Bhulaiyaa 2 First Weekend Collection)৷

ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম ক্রিটিক তরণ আর্দশ যে তথ্য় দিয়েছেন তাতে দেখা গিয়েছে, 'ভুল ভুলাইয়া 2' হল কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় উইকএন্ড হিটও বটে ৷ কারণ এর আগে তাঁর 'লাভ আজকাল' ছবির প্রথম উইকএন্ডের আয় ছিল 28.51 কোটি, 'লুকাছুপি'-র আয় ছিল 32.13 কোটি এবং 'পতি পত্ন অর ও' ছবির প্রথম উইকএন্ডের আয় ছিল 35.94 কোটি ৷ সেই অর্থে দেখতে গেলে অনেক বেশি আয় করেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ শনিবার এই ছবির আয় ছিল 18.34 কোটি টাকা ৷ আর রবিবারে সাড়ে তেইশ কোটি ছাড়িয়ে গিয়েছে এই ছবির বক্স অফিস কালেকশন ৷

আরও পড়ুন: ফের নতুন লুকে নেটিজেনদের কাত করলেন ঊর্বশী

কিয়ারা আদবানী, কার্তিক আরিয়ান ছাড়াও ছবিতে রয়েছেন টাবু, রাজপাল যাদবের মত কলা কুশলীরাও ৷ তবে এই ছবি নামে হরর কমেডি হলেও সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে কার্তিক-কিয়ারার কেমিস্ট্রি ৷ আনিস বাজমি পরিচালিত এই ছবি আসলে 2007 সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার-বিদ্যাবালনের ছবি ভুল ভুলাইয়া-র পরবর্তী পর্ব ৷ আসলে 'ভুল ভুলাইয়া'-র প্রথম পর্বটিও ছিল 1993 সালের মালয়ালম চলচ্চিত্র 'মানিচিত্রাথাঝু'-এর রিমেক ৷ ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার ৷

মুম্বই, 23 মে: অভিনেতা কার্তিক আরিয়ানের কেরিয়ারের ক্রমশ সবচেয়ে বড় হিট উঠতে চলেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ শুক্রবার পর্দায় আসার পর প্রথমদিনেই কার্তিকের জন্য় 'বিগেস্ট ওপেনার' হয়ে উঠেছিল এই ছবি ৷ অভিনেতার অন্য় সমস্ত ছবিকে পিছনে ফেলে প্রথমদিনেই 14.11 কোটি টাকা আয় করেছিল 'ভুল ভুলাইয়া 2' ৷ বক্স অফিসে ছবির এই সোনালি যাত্রা বজায় রইল গত দুই দিনেও ৷ প্রথম উইক এন্ডেই 55.96 কোটি টাকা আয় করল কার্তিক-কিয়ারার এই হরর কমেডি (Bhool Bhulaiyaa 2 First Weekend Collection)৷

ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম ক্রিটিক তরণ আর্দশ যে তথ্য় দিয়েছেন তাতে দেখা গিয়েছে, 'ভুল ভুলাইয়া 2' হল কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় উইকএন্ড হিটও বটে ৷ কারণ এর আগে তাঁর 'লাভ আজকাল' ছবির প্রথম উইকএন্ডের আয় ছিল 28.51 কোটি, 'লুকাছুপি'-র আয় ছিল 32.13 কোটি এবং 'পতি পত্ন অর ও' ছবির প্রথম উইকএন্ডের আয় ছিল 35.94 কোটি ৷ সেই অর্থে দেখতে গেলে অনেক বেশি আয় করেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ শনিবার এই ছবির আয় ছিল 18.34 কোটি টাকা ৷ আর রবিবারে সাড়ে তেইশ কোটি ছাড়িয়ে গিয়েছে এই ছবির বক্স অফিস কালেকশন ৷

আরও পড়ুন: ফের নতুন লুকে নেটিজেনদের কাত করলেন ঊর্বশী

কিয়ারা আদবানী, কার্তিক আরিয়ান ছাড়াও ছবিতে রয়েছেন টাবু, রাজপাল যাদবের মত কলা কুশলীরাও ৷ তবে এই ছবি নামে হরর কমেডি হলেও সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে কার্তিক-কিয়ারার কেমিস্ট্রি ৷ আনিস বাজমি পরিচালিত এই ছবি আসলে 2007 সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার-বিদ্যাবালনের ছবি ভুল ভুলাইয়া-র পরবর্তী পর্ব ৷ আসলে 'ভুল ভুলাইয়া'-র প্রথম পর্বটিও ছিল 1993 সালের মালয়ালম চলচ্চিত্র 'মানিচিত্রাথাঝু'-এর রিমেক ৷ ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.