মুম্বই, 4 জুলাই: কার্তিক আরিয়ান এখন রয়েছেন কেরিয়ারের সেরা ফর্মে ৷ সাম্প্রতিক অতীতে 'ভুল ভুলইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর 'শেহজাদা' বক্স অফিসে তেমন জায়গা করতে পারেনি ঠিকই কিন্তু ওটিটিতে দারুণ সফল হয় সেই ছবিও ৷ তাঁর শেষ ছবি 'সত্য়প্রেম কি কথা'ও দুরন্ত পারফরম্যান্স করছে বক্স অফিসে ৷ পাঁচ দিন যেতে না যেতে 42 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ অনেকেই মনে করছেন এই সপ্তাহের মাঝামাঝি 50 কোটির ক্লাবেও ঢুকে পড়বে এই ছবি ৷ এরই মাঝেই তাঁর নতুন ছবির নাম এবং মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন কার্তিক আরিয়ান ৷
কার্তিক যে এবার জুটি বাঁধতে চলেছেন কবীর খানের সঙ্গে সে খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সামনে এল তাঁর এই নতুন ছবির নাম এবং মুক্তির তারিখ ৷ মঙ্গলবার ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷ পোস্টারেই জানানো হয়েছে, ছবির নাম 'চান্দু চ্যাম্পিয়ান' ৷ ছবিটি তৈরি হতে চলেছে এমন একটি মানুষের জীবন কাহিনি ঘিরে যিনি কখনও না বলতে জানেন না ৷
কবীর খানের পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছরের 14 জুন ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক স্বয়ং ৷ এদিন যে ছবিটি শেয়ার করেছেন কার্তিক তার ক্যাপশানে তিনি লেখেন, "চান্দু নেহি চ্যাম্পিয়ন হু ম্য়ায় (চান্দু নয় আমি চ্যাম্পিয়ন)৷" এর আগে '83', 'বজরঙ্গি ভাইজান'-এর ছবি উপহার দিয়েছেন কবীর ৷
-
Chandu nahi … Champion hai main..#ChanduChampion - 14th June 2024 💥 #SajidNadiadwala @kabirkhankk @NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/azYglVe0Ss
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Chandu nahi … Champion hai main..#ChanduChampion - 14th June 2024 💥 #SajidNadiadwala @kabirkhankk @NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/azYglVe0Ss
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 4, 2023Chandu nahi … Champion hai main..#ChanduChampion - 14th June 2024 💥 #SajidNadiadwala @kabirkhankk @NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/azYglVe0Ss
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 4, 2023
আরও পড়ুন: শুটিংয়ে চোট পেলেন কিং খান, করা হল অস্ত্রোপচারও
কার্তিকের এই ছবি এখন কেমন সাফল্য পায়, সেটাই দেখার ৷ ছবিতে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে, তা অবশ্য় এখনও ঠিক হয়নি ৷ তবে কবীরের সঙ্গে কার্তিকের এই জুটি সিনেপ্রেমীদের যে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বাহুল্য ৷ এর আগে সমীর বিদ্য়ানের সঙ্গে কাজ করেছিলেন কার্তিক, সেই ছবি বিপুল সাফল্য় পাচ্ছে বক্স অফিসে তা বলাই বাহুল্য় ৷