ETV Bharat / entertainment

Koffee With Karan Season 8: কফি হাতে আসছেন করণ, সঙ্গে মুচমুচে বিনোদন দুনিয়ার গসিপ - Koffee With Karan 8

Karan Johar: বিনোদন জগতের গসিপের ঝুলি নিয়ে ফের একবার তৈরি করণ জোহর ৷ কফি হাতে সঞ্চালকের আসনে আরও একবার তিনি ৷ প্রকাশ্যে নতুন পোস্টার ৷ তার সঙ্গে গুঞ্জন এবারের শোয়ে থাকতে পারেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ৷

Etv Bharat
কফি হাতে সঞ্চালকের আসনে করণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 1:42 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: কিছু বিতর্ক, কিছু গসিপ, কিছু হাঁড়ির খবর আর অনেক অনেক বিনোদনের রসদ নিয়ে ফের একবার কফি হাতে উপস্থিত হতে চলেছেন পরিচালক করণ জোহর ৷ 26 অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে শুরু হতে চলেছে কফি উইথ করণ, সিজন-8 ৷ বৃহস্পতিবার সিজনের নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক তথা সঞ্চালক করণ ৷

বিনোদনের চ্যাট শোয়ে নতুন মাত্রা যোগ করেছিল কফি উইথ করণ ৷ 2004 সালের 19 নভেম্বর প্রথম টেলিকাস্ট হয়েছিল এই শো ৷ তারমাঝে কেটে গিয়েছে 19টা বছর ৷ সিজনের প্রতিটা পর্বে বলিউড স্টার থেকে ক্রিকেটের দুনিয়া আবার কখনও দক্ষিণী তারকাদের হাঁড়ির খবর মনোরঞ্জনের বিষয় হিসাবে কফির মগে চুমুক দিতে দিতে উঠে এসেছে করণের আড্ডায় ৷

এই শোয়েই জন্ম নিয়েছিল নেপোটিজম বিতর্ক আবার এই শোতেই হট কাউচে বসে অনেকে জানিয়েছেন নিজের প্রেম জীবনের কথা ৷ স্বাভাবিকভাবে তারকাদের তারকাখচিত জীবনের হাল হকিকতের একটা ছোট্ট নমুনা ধরা পড়ে এই শোয়ের মধ্য দিয়ে ৷ যে কারণে বলিউডে 'বয়কট করণ জোহর' স্লোগান উঠলেও কফি উইথ করণ সিজন 7-ও ছিল সুপার হিট ৷ তাই প্রত্যেকবারের মতো এবারেও করণের অতিথি হিসাবে কারা থাকছেন তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা ৷ সেই তালিকায় প্রথমেই উঠে আসে শাহরুখ খানের কথা ৷ 2016 সালে কফি উইথ করণ সিজন-5- এ শেষবার দেখা গিয়েছিল বলিউড বাদশাকে ৷ আশা করা যায়, পাঠান ও জওয়ান ছবির সাফল্যকে মাথায় রেখে করণের অতিথি তালিকায় থাকতে পারেন শাহরুখ খান ৷

রকি অউর রানি কি প্রেমে কাহানি-র প্রমোশন হিসাবে গত বারের সিজনে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও রণবীর সিংকে ৷ তবে বিয়ের পর কোনও চ্যাট শোয়ে একসঙ্গে দেখা যায়নি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ৷ তাই শোয়ে তাঁদের দেখার জন্য অধীর আগ্রহে রয়েছন অনুগামীরা ৷ একইভাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও থাকতে পারেন করণের অতিথি তালিকায় ৷

কফি উইথ করণ-এর কাউচে বসেই আলাদা আলাদা শোয়ে বিয়ে নিয়ে প্রথম মুখ খুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি ৷ নতুন এই জুটিকেও একসঙ্গে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে বলিউডের অন্দরে ৷ অন্যদিকে দক্ষিণী তারকা প্রভাস ও রাণা ডাগ্গাবুটি উপস্থিত হয়েছিলেন এসএস রাজামৌলির সঙ্গে করণের শোয়ে ৷ সূত্রের খবর, এবারের সিজনে আসতে পারেন পুষ্পা খ্যাত তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন ৷ আসতে পারেন জুনিয়র এনটিআর ও রাম চরণ ৷

আরও পড়ুন: নিজের সমালোচনায় মুখর পরিচালক! আসছে 'কফি উইথ করণে'র নতুন মরশুম

এছাড়াও অতিথি তালিকায় থাকতে পারেন বলিউড কিডস তথা দ্য আর্চিস-এর কলাকুশলীরা, থাকতে পারেন পরিচালক অ্যাটলি, সিদ্ধার্থ আনন্দ ৷ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন সারা আলি খান ও অনন্যা পান্ডে ৷ তবে অতিথি হিসাবে কফি উইথ করণ-এর কাউচে যেই বসুন না কেন, নতুন বিতর্ক, গসিপ ও চটপটে মশালাদার খবর আরও এবার দর্শকদের উপহার দিতে চলেছেন সঞ্চালক করণ জোহর ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর: কিছু বিতর্ক, কিছু গসিপ, কিছু হাঁড়ির খবর আর অনেক অনেক বিনোদনের রসদ নিয়ে ফের একবার কফি হাতে উপস্থিত হতে চলেছেন পরিচালক করণ জোহর ৷ 26 অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে শুরু হতে চলেছে কফি উইথ করণ, সিজন-8 ৷ বৃহস্পতিবার সিজনের নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক তথা সঞ্চালক করণ ৷

বিনোদনের চ্যাট শোয়ে নতুন মাত্রা যোগ করেছিল কফি উইথ করণ ৷ 2004 সালের 19 নভেম্বর প্রথম টেলিকাস্ট হয়েছিল এই শো ৷ তারমাঝে কেটে গিয়েছে 19টা বছর ৷ সিজনের প্রতিটা পর্বে বলিউড স্টার থেকে ক্রিকেটের দুনিয়া আবার কখনও দক্ষিণী তারকাদের হাঁড়ির খবর মনোরঞ্জনের বিষয় হিসাবে কফির মগে চুমুক দিতে দিতে উঠে এসেছে করণের আড্ডায় ৷

এই শোয়েই জন্ম নিয়েছিল নেপোটিজম বিতর্ক আবার এই শোতেই হট কাউচে বসে অনেকে জানিয়েছেন নিজের প্রেম জীবনের কথা ৷ স্বাভাবিকভাবে তারকাদের তারকাখচিত জীবনের হাল হকিকতের একটা ছোট্ট নমুনা ধরা পড়ে এই শোয়ের মধ্য দিয়ে ৷ যে কারণে বলিউডে 'বয়কট করণ জোহর' স্লোগান উঠলেও কফি উইথ করণ সিজন 7-ও ছিল সুপার হিট ৷ তাই প্রত্যেকবারের মতো এবারেও করণের অতিথি হিসাবে কারা থাকছেন তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা ৷ সেই তালিকায় প্রথমেই উঠে আসে শাহরুখ খানের কথা ৷ 2016 সালে কফি উইথ করণ সিজন-5- এ শেষবার দেখা গিয়েছিল বলিউড বাদশাকে ৷ আশা করা যায়, পাঠান ও জওয়ান ছবির সাফল্যকে মাথায় রেখে করণের অতিথি তালিকায় থাকতে পারেন শাহরুখ খান ৷

রকি অউর রানি কি প্রেমে কাহানি-র প্রমোশন হিসাবে গত বারের সিজনে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও রণবীর সিংকে ৷ তবে বিয়ের পর কোনও চ্যাট শোয়ে একসঙ্গে দেখা যায়নি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ৷ তাই শোয়ে তাঁদের দেখার জন্য অধীর আগ্রহে রয়েছন অনুগামীরা ৷ একইভাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও থাকতে পারেন করণের অতিথি তালিকায় ৷

কফি উইথ করণ-এর কাউচে বসেই আলাদা আলাদা শোয়ে বিয়ে নিয়ে প্রথম মুখ খুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি ৷ নতুন এই জুটিকেও একসঙ্গে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে বলিউডের অন্দরে ৷ অন্যদিকে দক্ষিণী তারকা প্রভাস ও রাণা ডাগ্গাবুটি উপস্থিত হয়েছিলেন এসএস রাজামৌলির সঙ্গে করণের শোয়ে ৷ সূত্রের খবর, এবারের সিজনে আসতে পারেন পুষ্পা খ্যাত তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন ৷ আসতে পারেন জুনিয়র এনটিআর ও রাম চরণ ৷

আরও পড়ুন: নিজের সমালোচনায় মুখর পরিচালক! আসছে 'কফি উইথ করণে'র নতুন মরশুম

এছাড়াও অতিথি তালিকায় থাকতে পারেন বলিউড কিডস তথা দ্য আর্চিস-এর কলাকুশলীরা, থাকতে পারেন পরিচালক অ্যাটলি, সিদ্ধার্থ আনন্দ ৷ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন সারা আলি খান ও অনন্যা পান্ডে ৷ তবে অতিথি হিসাবে কফি উইথ করণ-এর কাউচে যেই বসুন না কেন, নতুন বিতর্ক, গসিপ ও চটপটে মশালাদার খবর আরও এবার দর্শকদের উপহার দিতে চলেছেন সঞ্চালক করণ জোহর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.