ETV Bharat / entertainment

Kangana Ranaut Slams Karan Johar: বক্স অফিসের রিপোর্টকার্ডে হতাশাজনক ফল 'সেলফি'র, করণকে আক্রমণ কঙ্গনার - Kangana Ranaut on Karan Johar

প্রথম দিনে বক্স অফিসে দেড় কোটিও ছুঁতে পারল না অক্ষয়-ইমরানের 'সেলফি' ৷ এবার করণ জোহর প্রযোজিত এই ছবি নিয়ে মুখ খুললেন কঙ্গনা (Kangana Ranaut on Selfiee Box Office Collection ) ৷

Kangana Ranaut on Karan Johar
রণ জোহর প্রযোজিত সেলফি ছবি নিয়ে মুখ খুললেন কঙ্গনা
author img

By

Published : Feb 25, 2023, 11:25 AM IST

মুম্বই, 25 ফেব্রুয়ারি: মুক্তি পেয়েছে অক্ষয়-ইমরানের নতুন ছবি 'সেলফি' ৷ ছবির প্রচারে তিন মিনিটে 184টি সেলফি তুলে অক্ষয় বিশ্ব রেকর্ড করেছেন ঠিকই কিন্তু প্রথম দিনে বক্স অফিসে তেমন আশানুরূপ ফল করতে পারেনি ছবিটি ৷ এমনকী শুধু ন্য়াশনাল চেইন ধরলে দেড় কোটিও ছুঁতে পারেনি 'সেলফি' ৷ আর তাতেই ছবির প্রযোজক করণ জোহরকে এক হাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ তাঁর ইনস্টা স্টোরিতে করণকে আক্রমণকে করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷

কঙ্গনা তাঁর স্টোরিতে লেখেন, "প্রথম দিনে বহু সাধ্যসাধনা করে 10 লাখ টাকা আয় করেছে করণ জোহরের ছবি সেলফি ৷ কিন্তু একজন সংবাদিক কিংবা ট্রেড অ্যানালিস্টকেও আমি এই নিয়ে কথা বলতে দেখছি না ৷ এই ধরনের ঘটনায় আমাকে কিন্তু মানসিকভাবে অত্যাচার করা হয় । এমনকী ঠাট্টার পাত্রও হতে হয় আমায় (Kangana Ranaut on Selfiee Box Office Collection ) ৷ এখানে কেউ সামান্য আলোচনাটুকুও করছে না।"

Kangana Ranaut on Karan Johar
করণ জোহর প্রযোজিত সেলফি নিয়ে মুখ খুললেন কঙ্গনা

আরও একটি পোস্টে এদিন কঙ্গনা একটি নিউজ আর্টিকেল শেয়ার করেছেন যেখানে শিরোনাম দেওয়া হয়েছে 'কঙ্গনা রানাওয়াতের পুরুষ সংস্করণ' ৷ ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, "সেলফির ফ্লপ হওয়া নিয়ে কিছু খবর খোঁজার চেষ্টা করতে গিয়ে আমি আমার ব্যাপারেই খবর খুঁজে পেলাম ! আরে এটাও আমার ভুল ৷"

Kangana Ranaut on Karan Johar
ফ্লপ সেলফি তাই নিয়ে এবার সংবাদ মাধ্য়মকেও একহাত নিলেন কঙ্গনা

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র এক বছর, বিশেষ মুহূর্তের ছবি শেয়ার আলিয়ার

ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শের দেওয়া হিসেব অনুযায়ী প্রথম দিনে আইনক্স পিভিআর এবং সিনেপলিশ মিলিয়ে মোট 1.30 কোটি টাকা আয় করেছে অক্ষয়-ইমরানের ছবি ৷ এই ছবির আয় সম্প্রতি মুক্তি পাওয়া দু'টি বলিউড ছবি 'পাঠান' এবং 'শেহজাদা'-র থেকে বেশ খানিকটা কম ৷ প্রথম দিনে শুধু ন্য়াশানাল চেইন ধরলে শাহরুখের 'পাঠান' আয় করেছিল 27 কোটিরও বেশি টাকা ৷ অন্যদিকে প্রায় 3 কোটি টাকা ঘরে তুলেছিল কার্তিকের 'শেহজাদা' ৷ সেখানে রাজ মেহেতা পরিচালিত 'সেলফি' তেমনভাবে দর্শকের মন ছুঁতে পারেনি বলাই যায় ৷ ছবিতে অক্ষয় কুমার এবং ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন ডায়না পেন্টির মতো অভিনেত্রী ৷

মুম্বই, 25 ফেব্রুয়ারি: মুক্তি পেয়েছে অক্ষয়-ইমরানের নতুন ছবি 'সেলফি' ৷ ছবির প্রচারে তিন মিনিটে 184টি সেলফি তুলে অক্ষয় বিশ্ব রেকর্ড করেছেন ঠিকই কিন্তু প্রথম দিনে বক্স অফিসে তেমন আশানুরূপ ফল করতে পারেনি ছবিটি ৷ এমনকী শুধু ন্য়াশনাল চেইন ধরলে দেড় কোটিও ছুঁতে পারেনি 'সেলফি' ৷ আর তাতেই ছবির প্রযোজক করণ জোহরকে এক হাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ তাঁর ইনস্টা স্টোরিতে করণকে আক্রমণকে করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷

কঙ্গনা তাঁর স্টোরিতে লেখেন, "প্রথম দিনে বহু সাধ্যসাধনা করে 10 লাখ টাকা আয় করেছে করণ জোহরের ছবি সেলফি ৷ কিন্তু একজন সংবাদিক কিংবা ট্রেড অ্যানালিস্টকেও আমি এই নিয়ে কথা বলতে দেখছি না ৷ এই ধরনের ঘটনায় আমাকে কিন্তু মানসিকভাবে অত্যাচার করা হয় । এমনকী ঠাট্টার পাত্রও হতে হয় আমায় (Kangana Ranaut on Selfiee Box Office Collection ) ৷ এখানে কেউ সামান্য আলোচনাটুকুও করছে না।"

Kangana Ranaut on Karan Johar
করণ জোহর প্রযোজিত সেলফি নিয়ে মুখ খুললেন কঙ্গনা

আরও একটি পোস্টে এদিন কঙ্গনা একটি নিউজ আর্টিকেল শেয়ার করেছেন যেখানে শিরোনাম দেওয়া হয়েছে 'কঙ্গনা রানাওয়াতের পুরুষ সংস্করণ' ৷ ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, "সেলফির ফ্লপ হওয়া নিয়ে কিছু খবর খোঁজার চেষ্টা করতে গিয়ে আমি আমার ব্যাপারেই খবর খুঁজে পেলাম ! আরে এটাও আমার ভুল ৷"

Kangana Ranaut on Karan Johar
ফ্লপ সেলফি তাই নিয়ে এবার সংবাদ মাধ্য়মকেও একহাত নিলেন কঙ্গনা

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র এক বছর, বিশেষ মুহূর্তের ছবি শেয়ার আলিয়ার

ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শের দেওয়া হিসেব অনুযায়ী প্রথম দিনে আইনক্স পিভিআর এবং সিনেপলিশ মিলিয়ে মোট 1.30 কোটি টাকা আয় করেছে অক্ষয়-ইমরানের ছবি ৷ এই ছবির আয় সম্প্রতি মুক্তি পাওয়া দু'টি বলিউড ছবি 'পাঠান' এবং 'শেহজাদা'-র থেকে বেশ খানিকটা কম ৷ প্রথম দিনে শুধু ন্য়াশানাল চেইন ধরলে শাহরুখের 'পাঠান' আয় করেছিল 27 কোটিরও বেশি টাকা ৷ অন্যদিকে প্রায় 3 কোটি টাকা ঘরে তুলেছিল কার্তিকের 'শেহজাদা' ৷ সেখানে রাজ মেহেতা পরিচালিত 'সেলফি' তেমনভাবে দর্শকের মন ছুঁতে পারেনি বলাই যায় ৷ ছবিতে অক্ষয় কুমার এবং ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন ডায়না পেন্টির মতো অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.