ETV Bharat / entertainment

Kangana on Pathaan Success: 'দেশ শুধু খানেদের ভালোবাসে' বলে আবারও ট্রোলের শিকার কঙ্গনা - ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না দাবি কঙ্গনার

এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে ৷ আর তাই ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না ৷ 'পাঠান'-এর বিপুল সাফল্য়কে এভাবেই বিশ্লেষণ করেন কঙ্গনা (Kangana Ranaut Tweet on Pathaan Success )৷ আর এই মন্তব্যের জন্যই ট্রোলের শিকার হলেন অভিনেত্রী ।

Kangana on Pathaan Success
ভারতকে ফ্যাসিজিমের সমর্থক বলা যায় না দাবি কঙ্গনার
author img

By

Published : Jan 30, 2023, 9:54 AM IST

Updated : Jan 30, 2023, 10:32 AM IST

মুম্বই, 30 জানুয়ারি: দেশব্যাপী বিনোদনের দুনিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে ধুলিসাৎ করছে এসআরকে-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ ছবির বিপুল সাফল্য দেখে কেউ বলছেন, 'পাঠান সুনামি' কেউবা বলছেন 'ইয়ে তো বাস ঝাঁকি হ্যায় পিকচার আভি বাকি হ্যায়' ৷ ইতিমধ্য়েই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এসআরকের এই ব্লক বাস্টার ৷ আর শাহরুখের ছবির এহেন সাফল্য দেখে তা নিয়ে মুখ খুললেন কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানওয়াতও ৷ তাঁর দাবি, দর্শকরা শুধু খানেদেরই ভালোবাসেন আর তাঁরা 'মুসলিম অভিনেত্রীদের নিয়ে পাগল' ৷ তবে তাঁর এই মন্তব্য ভালোভাবে নেয়নি নেটাগরিকরা। আবারও ট্রোলের শিকার হলেন কঙ্গনা ।

তিনি মানেই বিতর্ক। তিনি মানেই সংবাদের শিরোনাম। এর আগেও একাধিক মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন অভিনেত্রী । বিতর্কিত মন্তব্য করার জন্য দীর্ঘদিন তাঁর টুইটার অ্যাকাউন্টটিও অচল ছিল । মাত্র কয়েকদিন আগে সেটি ফেরত পান অভিনেত্রী । তবে তিনি যে পুরনো অবস্থান থেকে ফিরে আসছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকাউন্ট হাতে পাওয়ার পর থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক বিষয়ে মন্তব্য করে চলেছেন অভিনেত্রী ।

  • Very good analysis… this country has only and only loved all Khans and at times only and only Khans…And obsessed over Muslim actresses, so it’s very unfair to accuse India of hate and fascism … there is no country like Bharat 🇮🇳 in the whole world 🥰🙏 https://t.co/wGcSPMCpq4

    — Kangana Ranaut (@KanganaTeam) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, টুইটের মাধ্যমে শাহরুখ দীপিকার বিপুল সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন বলিউড প্রযোজক প্রিয়া গুপ্ত ৷ তারই উত্তরে একটি টুইটে কঙ্গনা লেখেন, "এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে আর কোনও কোনও সময় তো শুধুই খানেদের ৷ আর মুসলিম অভিনেত্রীদের নিয়ে একেবারে পাগল ৷ তাই ভারতকে ঘৃণা আর ফ্যাসিজিমের সমর্থক বলে অভিযুক্ত করা যায় না ৷ ভারতের মতো দেশ পৃথিবীতে একটিও নেই (Kangana Ranaut Tweet on Pathaan Success )৷" এই মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন কঙ্গনা । সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, শুধু খানেদের নয়, দেশ হৃত্বিক রোশনকেও ভালোবাসে । ফ্যানেদের সঙ্গে কঙ্গনার এই কথপোকথন নতুন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার এখন ।

আরও পড়ুন: 4 দিনে 400 কোটি পার, বক্স অফিসে 21 রেকর্ড ভাঙল পাঠান

মুম্বই, 30 জানুয়ারি: দেশব্যাপী বিনোদনের দুনিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে ধুলিসাৎ করছে এসআরকে-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান' ৷ ছবির বিপুল সাফল্য দেখে কেউ বলছেন, 'পাঠান সুনামি' কেউবা বলছেন 'ইয়ে তো বাস ঝাঁকি হ্যায় পিকচার আভি বাকি হ্যায়' ৷ ইতিমধ্য়েই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এসআরকের এই ব্লক বাস্টার ৷ আর শাহরুখের ছবির এহেন সাফল্য দেখে তা নিয়ে মুখ খুললেন কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানওয়াতও ৷ তাঁর দাবি, দর্শকরা শুধু খানেদেরই ভালোবাসেন আর তাঁরা 'মুসলিম অভিনেত্রীদের নিয়ে পাগল' ৷ তবে তাঁর এই মন্তব্য ভালোভাবে নেয়নি নেটাগরিকরা। আবারও ট্রোলের শিকার হলেন কঙ্গনা ।

তিনি মানেই বিতর্ক। তিনি মানেই সংবাদের শিরোনাম। এর আগেও একাধিক মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন অভিনেত্রী । বিতর্কিত মন্তব্য করার জন্য দীর্ঘদিন তাঁর টুইটার অ্যাকাউন্টটিও অচল ছিল । মাত্র কয়েকদিন আগে সেটি ফেরত পান অভিনেত্রী । তবে তিনি যে পুরনো অবস্থান থেকে ফিরে আসছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকাউন্ট হাতে পাওয়ার পর থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক বিষয়ে মন্তব্য করে চলেছেন অভিনেত্রী ।

  • Very good analysis… this country has only and only loved all Khans and at times only and only Khans…And obsessed over Muslim actresses, so it’s very unfair to accuse India of hate and fascism … there is no country like Bharat 🇮🇳 in the whole world 🥰🙏 https://t.co/wGcSPMCpq4

    — Kangana Ranaut (@KanganaTeam) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, টুইটের মাধ্যমে শাহরুখ দীপিকার বিপুল সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন বলিউড প্রযোজক প্রিয়া গুপ্ত ৷ তারই উত্তরে একটি টুইটে কঙ্গনা লেখেন, "এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে আর কোনও কোনও সময় তো শুধুই খানেদের ৷ আর মুসলিম অভিনেত্রীদের নিয়ে একেবারে পাগল ৷ তাই ভারতকে ঘৃণা আর ফ্যাসিজিমের সমর্থক বলে অভিযুক্ত করা যায় না ৷ ভারতের মতো দেশ পৃথিবীতে একটিও নেই (Kangana Ranaut Tweet on Pathaan Success )৷" এই মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন কঙ্গনা । সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, শুধু খানেদের নয়, দেশ হৃত্বিক রোশনকেও ভালোবাসে । ফ্যানেদের সঙ্গে কঙ্গনার এই কথপোকথন নতুন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার এখন ।

আরও পড়ুন: 4 দিনে 400 কোটি পার, বক্স অফিসে 21 রেকর্ড ভাঙল পাঠান

Last Updated : Jan 30, 2023, 10:32 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.