ETV Bharat / entertainment

Kangana Reacts on Pathaan Success: পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান, তোপ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত (Kangana Reacts on Pathaan Success) টুইটারে ফিরে এসেছেন ৷ এবং মাইক্রো-ব্লগিং সাইটে ফিরেই নিজের উপস্থিতি বোঝালেন অভিনেত্রী ৷ পাঠান নিয়ে করলেন একের পর এক টুইট (Kangana Ranaut takes a jibe at KJo)৷

Kangana Ranaut ETV Bharat
পাঠান নিয়ে তোপ কঙ্গনার
author img

By

Published : Jan 27, 2023, 3:01 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান ৷ মত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Reacts on Pathaan Success)৷ শাহরুখ খান অভিনীত পাঠানের সাফল্যের পর করণ জোহর, পূজা ভাট এবং মহম্মদ জিশান আইয়ুব-সহ হিন্দি চলচ্চিত্রের সেলিব্রিটিরা বলেছিলেন এটা "প্রেমের জয়"। এই নিয়ে সরব হ বলিউডের 'কুইন' অভিনেত্রী ৷ তাঁর সদ্য ফিরে পাওয়া টুইটার হ্যান্ডেলে একের পর এক টুইট করে এই নিয়ে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী (Kangana Ranaut takes a jibe at KJo)৷

পাঠান নিয়ে ধারাবাহিক টুইট কঙ্গনার: পাঠানের সাফল্য নিয়ে যে জনপ্রিয় মতামতগুলি ব্যক্ত করা হয়েছে তা নিয়ে শুক্রবার পরের পর টুইট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ টুইটারে কঙ্গনা লিখেছেন, "যাঁরা দাবি করছেন পাঠান ঘৃণার উপর ভালোবাসার জয়, আমি তা মেনে নিচ্ছি ৷ কিন্তু কার ঘৃণার উপর কার ভালোবাসা ? আসুন সুনির্দিষ্টভাবে বলা যাক, কারা টিকিট কিনছেন এবং এই ছবিকে সফল করছেন ?"

  • All those who are claiming Pathan is triumph of love over hate,I agree but whose love over whose hate? Let’s be precise, whose is buying tickets and making it a success?Yes it is India’s love and inclusiveness where eighty percent Hindus lives and yet a film called Pathan (cont)

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান': এ প্রসঙ্গে ভারতের "ভালোবাসার" প্রশংসা করেছেন কঙ্গনা ৷ তাঁর কথায়, "এমন একটি দেশ যেখানে আশি শতাংশ হিন্দু বাস করেন এবং তবুও পাঠান নামে একটি চলচ্চিত্র যা আমাদের শত্রু দেশ পাকিস্তান এবং আইএসআইকে ভাল আলোতে দেখায় তা সফল ভাবে চলছে ৷ ঘৃণা ও মতামতের ঊর্ধ্বে উঠে এটাই ভারতের স্পিরিট ৷ সেটাই দেশকে মহান করে তোলে... এটি ভারতের ভালোবাসা যা শত্রুদের ঘৃণা এবং ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে ।"

  • Warning: If film industry doesn’t want to bear the burnt of political propaganda than they should condemn such propaganda using their films, tum khelo toh game hai hum khelein toh shame hai, aisa nahi chalega bhai… baad mein mat rona hum toh artists hai abhi se aukat mein raho. https://t.co/oi0Q9QcdpH

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কঙ্গনা আরও লিখেছেন যে, যাঁরা দারুণ আশা নিয়ে রয়েছে তাঁরা অনুগ্রহ করে মাথায় রাখবেন, পাঠান শুধু একটি ফিল্মের নাম হতে পারে...এখানে তো শুধু জয় শ্রী রামের ধ্বনিও শোনা যাবে...৷

আরও পড়ুন: দু'দিনেই ডবল সেঞ্চুরি এসআরকের, দু'শো কোটির ক্লাবে 'পাঠান'

করণকে নিশানা কঙ্গনার: কঙ্গনার টুইটগুলি দেখে আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে তাঁর নিশানা করণ জোহরের ইনস্টাগ্রাম পোস্ট ৷ বৃহস্পতিবার বিশ্বব্যাপী আয় 100 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার জন্য টিম পাঠানের প্রশংসা করেছিলেন করণ । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "এক সেঞ্চুরি পেরিয়ে হিট !!! একদিনে 100 কোটি টাকা এবং তার বেশি ! GOAT মেগা তারকা SRK, দূরদর্শী এবং কিংবদন্তি যশ রাজ ফিল্মস এবং আদি... সিড, দীপিকা, জন!!! বাহ । চিরকালের ভালোবাসা ঘৃণাকে ছাড়িয়ে যায় ! এই তারিখটি চিহ্নিত করুন ৷ .."

  • Which shows our enemy nation Pakistan and ISIS in good light is running successfully, it is this spirit of India 🇮🇳 beyond hate and judgements that makes it Mahan… it is the love of India that has triumphed hate and petty politics of enemies… cont

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একহাত নিলেন অতুল খাতরিকে: কঙ্গনা স্ট্যান্ডআপ কৌতুক অভিনেতা অতুল খাতরির টুইটের জবাবও দিয়েছেন ৷ টুইটারে মোদিকে ধূর্তভাবে খোঁচা দিয়েছিলেন খাতরি । জবাবে কঙ্গনা লিখেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রি যদি রাজনৈতিক প্রচারের জ্বালা সহ্য করতে না চায়, তবে তাদের চলচ্চিত্র ব্যবহার করে এই ধরনের অপপ্রচারের নিন্দা করা উচিত ৷ তুম খেলো তো গেম হ্যায় হাম খেলেঁ তো শেম হ্যায়, আইসা নাহি চলেগা ভাই… বাদ মে মত রোনা হাম তো আর্টিস্ট হ্যায়, অভি সে আওকাত মে রাহো ।"

হায়দরাবাদ, 27 জানুয়ারি: পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান ৷ মত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Reacts on Pathaan Success)৷ শাহরুখ খান অভিনীত পাঠানের সাফল্যের পর করণ জোহর, পূজা ভাট এবং মহম্মদ জিশান আইয়ুব-সহ হিন্দি চলচ্চিত্রের সেলিব্রিটিরা বলেছিলেন এটা "প্রেমের জয়"। এই নিয়ে সরব হ বলিউডের 'কুইন' অভিনেত্রী ৷ তাঁর সদ্য ফিরে পাওয়া টুইটার হ্যান্ডেলে একের পর এক টুইট করে এই নিয়ে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী (Kangana Ranaut takes a jibe at KJo)৷

পাঠান নিয়ে ধারাবাহিক টুইট কঙ্গনার: পাঠানের সাফল্য নিয়ে যে জনপ্রিয় মতামতগুলি ব্যক্ত করা হয়েছে তা নিয়ে শুক্রবার পরের পর টুইট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ টুইটারে কঙ্গনা লিখেছেন, "যাঁরা দাবি করছেন পাঠান ঘৃণার উপর ভালোবাসার জয়, আমি তা মেনে নিচ্ছি ৷ কিন্তু কার ঘৃণার উপর কার ভালোবাসা ? আসুন সুনির্দিষ্টভাবে বলা যাক, কারা টিকিট কিনছেন এবং এই ছবিকে সফল করছেন ?"

  • All those who are claiming Pathan is triumph of love over hate,I agree but whose love over whose hate? Let’s be precise, whose is buying tickets and making it a success?Yes it is India’s love and inclusiveness where eighty percent Hindus lives and yet a film called Pathan (cont)

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান': এ প্রসঙ্গে ভারতের "ভালোবাসার" প্রশংসা করেছেন কঙ্গনা ৷ তাঁর কথায়, "এমন একটি দেশ যেখানে আশি শতাংশ হিন্দু বাস করেন এবং তবুও পাঠান নামে একটি চলচ্চিত্র যা আমাদের শত্রু দেশ পাকিস্তান এবং আইএসআইকে ভাল আলোতে দেখায় তা সফল ভাবে চলছে ৷ ঘৃণা ও মতামতের ঊর্ধ্বে উঠে এটাই ভারতের স্পিরিট ৷ সেটাই দেশকে মহান করে তোলে... এটি ভারতের ভালোবাসা যা শত্রুদের ঘৃণা এবং ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে ।"

  • Warning: If film industry doesn’t want to bear the burnt of political propaganda than they should condemn such propaganda using their films, tum khelo toh game hai hum khelein toh shame hai, aisa nahi chalega bhai… baad mein mat rona hum toh artists hai abhi se aukat mein raho. https://t.co/oi0Q9QcdpH

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কঙ্গনা আরও লিখেছেন যে, যাঁরা দারুণ আশা নিয়ে রয়েছে তাঁরা অনুগ্রহ করে মাথায় রাখবেন, পাঠান শুধু একটি ফিল্মের নাম হতে পারে...এখানে তো শুধু জয় শ্রী রামের ধ্বনিও শোনা যাবে...৷

আরও পড়ুন: দু'দিনেই ডবল সেঞ্চুরি এসআরকের, দু'শো কোটির ক্লাবে 'পাঠান'

করণকে নিশানা কঙ্গনার: কঙ্গনার টুইটগুলি দেখে আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে তাঁর নিশানা করণ জোহরের ইনস্টাগ্রাম পোস্ট ৷ বৃহস্পতিবার বিশ্বব্যাপী আয় 100 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার জন্য টিম পাঠানের প্রশংসা করেছিলেন করণ । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "এক সেঞ্চুরি পেরিয়ে হিট !!! একদিনে 100 কোটি টাকা এবং তার বেশি ! GOAT মেগা তারকা SRK, দূরদর্শী এবং কিংবদন্তি যশ রাজ ফিল্মস এবং আদি... সিড, দীপিকা, জন!!! বাহ । চিরকালের ভালোবাসা ঘৃণাকে ছাড়িয়ে যায় ! এই তারিখটি চিহ্নিত করুন ৷ .."

  • Which shows our enemy nation Pakistan and ISIS in good light is running successfully, it is this spirit of India 🇮🇳 beyond hate and judgements that makes it Mahan… it is the love of India that has triumphed hate and petty politics of enemies… cont

    — Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একহাত নিলেন অতুল খাতরিকে: কঙ্গনা স্ট্যান্ডআপ কৌতুক অভিনেতা অতুল খাতরির টুইটের জবাবও দিয়েছেন ৷ টুইটারে মোদিকে ধূর্তভাবে খোঁচা দিয়েছিলেন খাতরি । জবাবে কঙ্গনা লিখেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রি যদি রাজনৈতিক প্রচারের জ্বালা সহ্য করতে না চায়, তবে তাদের চলচ্চিত্র ব্যবহার করে এই ধরনের অপপ্রচারের নিন্দা করা উচিত ৷ তুম খেলো তো গেম হ্যায় হাম খেলেঁ তো শেম হ্যায়, আইসা নাহি চলেগা ভাই… বাদ মে মত রোনা হাম তো আর্টিস্ট হ্যায়, অভি সে আওকাত মে রাহো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.