ETV Bharat / entertainment

Kangana on Betting App Scam: তাঁকেও দেওয়া হয়েছিল কোটি টাকার প্রলোভন, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে বিস্ফোরক কঙ্গনা

এবার মহাদেব বেটিং অ্যাপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর কাছেও গিয়েছিল এই অ্যাপের প্রচারের অফার ৷ সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী ৷

Etv Bharat
মহাদেব বেটিং অ্যাপ নিয়ে সোচ্চার কঙ্গনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর: মহাদেব বেটিং অ্যাপ নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত ৷ জানালেন কতবার এই সংস্থার তরফ থেকে তাঁকে বিজ্ঞাপনের প্রলোভন দেওয়া হয়েছিল ৷ এর আগে বেটিং অ্যাপের হয়ে প্রচার করায় ইডির তলব পৌঁছেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা ও কপিল শর্মার কাছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য রণবীরকে ডেকে পাঠালেও এক সপ্তাহের সময় চেয়েছেন অভিনেতা ৷ অন্যদিকে আর্থিক তছরুপের এই চক্রের সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন বলিউড কুইন ৷

কঙ্গনা একটি স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ৷ খবরটি মূলত ছিল এই বেটিং অ্যাপে ইডির নজরে কাদের কাদের নাম উঠে এসেছে সেই প্রসঙ্গ নিয়ে ৷ সেটি শেয়ার করে কঙ্গনা বলেছেন, "এক বছরের মধ্যে এই অ্যাপের তরফ থেকে বারছয়েক আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের প্রচারের জন্য ৷ তাঁরা বেশ মোটা অঙ্কের টাকা আমাকে অফার করেছিল কেনার জন্য ৷ কিন্তু আমি প্রত্যেকবারই না বলেছি ৷" তিনি আরও বলেন, "এটা নতুন ভারত ৷ বদলে যাও নাহলে তোমাদের বদলে দেবে ৷ অসৎ উপায় অবলম্বন করে কেউ বাঁচতে পারবে না ৷"

মহাদেব বেটিং অ্যাপের বিজ্ঞাপনে যুক্ত থাকার দরুণ ইডির তরফে সমন পাঠানো হয় অভিনেতা রণবীর কাপুরকে ৷ তাঁকে বলা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়পুরের অফিসে এসে দেখা করতে ৷ তবে জানা গিয়েছে, অভিনেতা নাকি এক সপ্তাহের সময় চেয়েছেন ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে ৷ রণবীর ছিলেন এই অ্যাপের প্রচারের মুখ ৷ তাই আর্থিক তছরুপের মামলায় টাকার লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানা গিয়েছে ৷

Mahadev Betting App Scam
মহাদেব বেটিং অ্যাপ নিয়ে বিস্ফোরক বলিউড কুইন

এই তদন্তে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের দিকে নজর রয়েছে ইডির ৷ শুধু তাই নয়, 2022 সালে কোম্পানি সাকসেস পার্টি ও চলতি বছর ফেব্রুয়ারিতে কোম্পানির প্রধান সৌরভ চন্দ্রকারের বিয়েতে কারা উপস্থিত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সম্প্রতি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও ৷

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর, অনিশ্চয়তা শ্রদ্ধার উপস্থিতি ঘিরেও

এছাড়াও ইজির নজরে রয়েছেন কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি ও হিনা খান ৷ মহাদেব অ্যাপ অবৈধ বেটিং অ্যাপ, যেখানে অনলাইন ব্যাটমিন্টন, টেনিস, ফুটবল, ক্রিকেট, কার্ড গেমস খেলা হত ৷ দুবাইতে বসে এই অবৈধ বেটিং চক্র চালানো হত বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 7 অক্টোবর: মহাদেব বেটিং অ্যাপ নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত ৷ জানালেন কতবার এই সংস্থার তরফ থেকে তাঁকে বিজ্ঞাপনের প্রলোভন দেওয়া হয়েছিল ৷ এর আগে বেটিং অ্যাপের হয়ে প্রচার করায় ইডির তলব পৌঁছেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা ও কপিল শর্মার কাছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য রণবীরকে ডেকে পাঠালেও এক সপ্তাহের সময় চেয়েছেন অভিনেতা ৷ অন্যদিকে আর্থিক তছরুপের এই চক্রের সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন বলিউড কুইন ৷

কঙ্গনা একটি স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ৷ খবরটি মূলত ছিল এই বেটিং অ্যাপে ইডির নজরে কাদের কাদের নাম উঠে এসেছে সেই প্রসঙ্গ নিয়ে ৷ সেটি শেয়ার করে কঙ্গনা বলেছেন, "এক বছরের মধ্যে এই অ্যাপের তরফ থেকে বারছয়েক আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের প্রচারের জন্য ৷ তাঁরা বেশ মোটা অঙ্কের টাকা আমাকে অফার করেছিল কেনার জন্য ৷ কিন্তু আমি প্রত্যেকবারই না বলেছি ৷" তিনি আরও বলেন, "এটা নতুন ভারত ৷ বদলে যাও নাহলে তোমাদের বদলে দেবে ৷ অসৎ উপায় অবলম্বন করে কেউ বাঁচতে পারবে না ৷"

মহাদেব বেটিং অ্যাপের বিজ্ঞাপনে যুক্ত থাকার দরুণ ইডির তরফে সমন পাঠানো হয় অভিনেতা রণবীর কাপুরকে ৷ তাঁকে বলা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়পুরের অফিসে এসে দেখা করতে ৷ তবে জানা গিয়েছে, অভিনেতা নাকি এক সপ্তাহের সময় চেয়েছেন ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে ৷ রণবীর ছিলেন এই অ্যাপের প্রচারের মুখ ৷ তাই আর্থিক তছরুপের মামলায় টাকার লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানা গিয়েছে ৷

Mahadev Betting App Scam
মহাদেব বেটিং অ্যাপ নিয়ে বিস্ফোরক বলিউড কুইন

এই তদন্তে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের দিকে নজর রয়েছে ইডির ৷ শুধু তাই নয়, 2022 সালে কোম্পানি সাকসেস পার্টি ও চলতি বছর ফেব্রুয়ারিতে কোম্পানির প্রধান সৌরভ চন্দ্রকারের বিয়েতে কারা উপস্থিত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সম্প্রতি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও ৷

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর, অনিশ্চয়তা শ্রদ্ধার উপস্থিতি ঘিরেও

এছাড়াও ইজির নজরে রয়েছেন কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি ও হিনা খান ৷ মহাদেব অ্যাপ অবৈধ বেটিং অ্যাপ, যেখানে অনলাইন ব্যাটমিন্টন, টেনিস, ফুটবল, ক্রিকেট, কার্ড গেমস খেলা হত ৷ দুবাইতে বসে এই অবৈধ বেটিং চক্র চালানো হত বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.