ETV Bharat / entertainment

Chander Pahar Sequel Speculation: আরও একবার 'চাঁদের পাহাড়' ! জল্পনা উসকে জানালেন পরিচালক কমলেশ্বর - দেব

আবারও পর্দায় রোমাঞ্চ ও উত্তেজনা তুলে ধরতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অভিনেতা দেব ৷ টলিপাড়ায় গুঞ্জন, ফের একবার তৈরি হতে চলেছে 'চাঁদের পাহাড়' ৷ গল্পের প্লট ও চিত্রনাট্য এখনও ফাইনাল না-হলেও, পরিচালক জানিয়েছেন এই বিষয়ে কথাবার্তা চলছে।

Kamaleshwar Mukherjee & Dev
ফের আসছে 'চাঁদের পাহাড়' !
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 4:30 PM IST

কলকাতা, 29 অগস্ট: আফ্রিকার জঙ্গল মানেই পরতে পরতে রোমাঞ্চ ৷ ছোটবেলায় পড়া বিভূতিভূষণের 'চাঁদের পাহাড়' অনেকেই কল্পনায় দেখেছেন কালাহারি, ব্ল্যাক মাম্বা, আফ্রিকান চমরিগাই, সাদা এবং কালো গণ্ডার, সিংহ, চিতা, জেবরা, হাতি প্রভৃতি বন্যপ্রাণী ৷ ছোটবেলার সেই রূপকথা 2013 সালে বড়পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ৷ আবারও নাকি, সেই ম্যাজিক তৈরি হতে চলেছে পর্দায় ৷

টলিপাড়ার সম্প্রতি নতুন গুঞ্জন, ফের বড়পর্দায় আসছে 'চাঁদের পাহাড়'। দেবও নাকি রাজি হয়েছেন প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে ছবি করতে। এ ব্যাপারে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে জানা গিয়েছে, এই ব্যাপারে এখনও পর্যন্ত কমিটমেন্ট করার মতো জায়গা তৈরি হয়নি ৷ যোগাযোগ করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গেও ৷ তিনি বলেন, "এখনও কিছু ফাইনাল হয়নি। কথাবার্তা চলছে। ফাইনাল হলে নিশ্চয়ই জানাব।"

সুতরাং, ফের শংকর ওরফে দেবকে পর্দায় যে নতুনভাবে আবিষ্কার করতে পারেন দর্শক, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ অন্যদিকে 'মিঠাই'-খ্যাত অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' ছবির শুটিং শুরু করেছেন দেব। সেই ছবিতে থাকছেন সোহম চক্রবর্তীও। এসভিএফ-এর প্রযোজনায় দেব অভিনীত শেষ ছবি 'গোলন্দাজ'। এরপর এই সংস্থার সঙ্গে 'রঘুডাকাত' ছবির ঘোষণা করেন দেব স্বয়ং। কিন্তু সেই ছবি নিয়ে পরবর্তী কোনও খবর সামনে আসেনি।

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

উল্লেখ্য, 2013 সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'চাঁদের পাহাড়' ছবিটি মুক্তি পায়। চার বছর পর আসে ছবির সিক্যুয়েল 'অ্যামাজন অভিযান'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' নিয়ে নতুন কোনও চমক দর্শকদের জন্য থাকছে কি না, তা সময় বলবে ৷ তবে বড়পর্দায় দেব ও কমলেশ্বর জুটি ফেরা মানে নতুন কিছু উপহার পাওয়া, তা অস্বীকার করার জায়গা নেই ৷ 'অ্যামাজন অভিযান' ছাড়া এই জুটিকে একসঙ্গে দর্শক পেয়েছেন 'ককপিট', 'পাসওয়ার্ড'-এর মতো বড় বাজেটের ছবিতে ৷

কলকাতা, 29 অগস্ট: আফ্রিকার জঙ্গল মানেই পরতে পরতে রোমাঞ্চ ৷ ছোটবেলায় পড়া বিভূতিভূষণের 'চাঁদের পাহাড়' অনেকেই কল্পনায় দেখেছেন কালাহারি, ব্ল্যাক মাম্বা, আফ্রিকান চমরিগাই, সাদা এবং কালো গণ্ডার, সিংহ, চিতা, জেবরা, হাতি প্রভৃতি বন্যপ্রাণী ৷ ছোটবেলার সেই রূপকথা 2013 সালে বড়পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ৷ আবারও নাকি, সেই ম্যাজিক তৈরি হতে চলেছে পর্দায় ৷

টলিপাড়ার সম্প্রতি নতুন গুঞ্জন, ফের বড়পর্দায় আসছে 'চাঁদের পাহাড়'। দেবও নাকি রাজি হয়েছেন প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে ছবি করতে। এ ব্যাপারে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে জানা গিয়েছে, এই ব্যাপারে এখনও পর্যন্ত কমিটমেন্ট করার মতো জায়গা তৈরি হয়নি ৷ যোগাযোগ করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গেও ৷ তিনি বলেন, "এখনও কিছু ফাইনাল হয়নি। কথাবার্তা চলছে। ফাইনাল হলে নিশ্চয়ই জানাব।"

সুতরাং, ফের শংকর ওরফে দেবকে পর্দায় যে নতুনভাবে আবিষ্কার করতে পারেন দর্শক, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ অন্যদিকে 'মিঠাই'-খ্যাত অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' ছবির শুটিং শুরু করেছেন দেব। সেই ছবিতে থাকছেন সোহম চক্রবর্তীও। এসভিএফ-এর প্রযোজনায় দেব অভিনীত শেষ ছবি 'গোলন্দাজ'। এরপর এই সংস্থার সঙ্গে 'রঘুডাকাত' ছবির ঘোষণা করেন দেব স্বয়ং। কিন্তু সেই ছবি নিয়ে পরবর্তী কোনও খবর সামনে আসেনি।

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

উল্লেখ্য, 2013 সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'চাঁদের পাহাড়' ছবিটি মুক্তি পায়। চার বছর পর আসে ছবির সিক্যুয়েল 'অ্যামাজন অভিযান'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' নিয়ে নতুন কোনও চমক দর্শকদের জন্য থাকছে কি না, তা সময় বলবে ৷ তবে বড়পর্দায় দেব ও কমলেশ্বর জুটি ফেরা মানে নতুন কিছু উপহার পাওয়া, তা অস্বীকার করার জায়গা নেই ৷ 'অ্যামাজন অভিযান' ছাড়া এই জুটিকে একসঙ্গে দর্শক পেয়েছেন 'ককপিট', 'পাসওয়ার্ড'-এর মতো বড় বাজেটের ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.