ETV Bharat / entertainment

NTR for Brahmastra দক্ষিণী বলয়ে রণবীর আলিয়ার ব্রহ্মাস্ত্রর প্রচারে রাজি জুনিয়র এনটিআর - Brahmastra promotions

এবার দক্ষিণী বলয়ে রণবীর আলিয়ার ব্রহ্মাস্ত্র ছবির জন্য প্রচারে নামবেন সুপারস্টার জুনিয়র এনটিআর (Brahmastra pre release event in Hyderabad)৷ এর জন্য় 2 সেপ্টেম্বর ছবির প্রি রিলিজ ইভেন্টেও অংশ নেবেন তিনি (NTR for Brahmastra ) ৷

NTR for Brahmastra
দক্ষিণী বলয়ে রণবীর আলিয়ার ব্রহ্মাস্ত্রর প্রচারে রাজি জুনিয়র এনটিআর
author img

By

Published : Aug 27, 2022, 2:18 PM IST

হায়দরাবাদ, 27 অগস্ট: এবার দক্ষিণী বলয়ে রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য প্রচারে নামবেন সুপারস্টার জুনিয়র এনটিআর (NTR for Brahmastra )৷ বিশেষত তেলুগুভাষী রাজ্য়গুলিতে প্রচারের জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই 'আরআরআর' স্টার ৷ এর জন্য় 2 সেপ্টেম্বর ছবির প্রি-রিলিজ ইভেন্টেও অংশ নেবেন তিনি ৷ ছবির প্রচারে এইভাবে এগিয়ে আসার জন্য় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ শনিবার নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি ৷

সেখানেই তিনি ঘোষণা করেন, হায়দরাবাদে ব্রহ্মাস্ত্র ছবির প্রমোশনাল প্রি-রিলিজ ইভেন্টে যোগ দেবেন জুনিয়র এনটিআরও ৷ অয়ন পোস্টে লেখেন, "ব্রহ্মাস্ত্র-এর জন্য় এনটিআর, এই ছবির জন্য শুরু হওয়া এই যাত্রায়, এমন অনেক অসামান্য ব্যক্তিত্ব এবং মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যাঁদের ব্যবহার দেখে আমি কথা হারিয়ে ফেলেছি ৷" তিনি আরও লেখেন, "ব্রহ্মাস্ত্রের আকাশে এমনই একজন নক্ষত্র হলেন জুনিয়র এনটিআর ৷ হায়দরাবাদে আমাদের ছবির সবচেয়ে বড় ইভেন্টে তিনি বরাবরের মতই ঔজ্জ্বল্য ছড়াবেন (Brahmastra promotions in Hyderabad ) ৷"

তিনি এও জানিয়েছেন যে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং পরিচালক এসএস রাজামৌলিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ প্রসঙ্গত গত মার্চেই রাজামৌলির সঙ্গে জুটি বেঁধে আরআরআর ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন জুনিয়র এনটিআর, আলিয়ারা ৷ এবার ফের একবার এই ইভেন্টে একসঙ্গে ছবির প্রচার করবেন তাঁরা ৷

আরও পড়ুন: লাল সিং চাড্ডার চূড়ান্ত ব্যর্থতা, স্থগিত হয়ে গেল আমিরের পরের ছবির কাজ

প্রসঙ্গত উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। আলিয়া, রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে । হিন্দি, তেলুগু, তামিল, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

হায়দরাবাদ, 27 অগস্ট: এবার দক্ষিণী বলয়ে রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য প্রচারে নামবেন সুপারস্টার জুনিয়র এনটিআর (NTR for Brahmastra )৷ বিশেষত তেলুগুভাষী রাজ্য়গুলিতে প্রচারের জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই 'আরআরআর' স্টার ৷ এর জন্য় 2 সেপ্টেম্বর ছবির প্রি-রিলিজ ইভেন্টেও অংশ নেবেন তিনি ৷ ছবির প্রচারে এইভাবে এগিয়ে আসার জন্য় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ শনিবার নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি ৷

সেখানেই তিনি ঘোষণা করেন, হায়দরাবাদে ব্রহ্মাস্ত্র ছবির প্রমোশনাল প্রি-রিলিজ ইভেন্টে যোগ দেবেন জুনিয়র এনটিআরও ৷ অয়ন পোস্টে লেখেন, "ব্রহ্মাস্ত্র-এর জন্য় এনটিআর, এই ছবির জন্য শুরু হওয়া এই যাত্রায়, এমন অনেক অসামান্য ব্যক্তিত্ব এবং মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যাঁদের ব্যবহার দেখে আমি কথা হারিয়ে ফেলেছি ৷" তিনি আরও লেখেন, "ব্রহ্মাস্ত্রের আকাশে এমনই একজন নক্ষত্র হলেন জুনিয়র এনটিআর ৷ হায়দরাবাদে আমাদের ছবির সবচেয়ে বড় ইভেন্টে তিনি বরাবরের মতই ঔজ্জ্বল্য ছড়াবেন (Brahmastra promotions in Hyderabad ) ৷"

তিনি এও জানিয়েছেন যে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং পরিচালক এসএস রাজামৌলিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ প্রসঙ্গত গত মার্চেই রাজামৌলির সঙ্গে জুটি বেঁধে আরআরআর ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন জুনিয়র এনটিআর, আলিয়ারা ৷ এবার ফের একবার এই ইভেন্টে একসঙ্গে ছবির প্রচার করবেন তাঁরা ৷

আরও পড়ুন: লাল সিং চাড্ডার চূড়ান্ত ব্যর্থতা, স্থগিত হয়ে গেল আমিরের পরের ছবির কাজ

প্রসঙ্গত উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। আলিয়া, রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে । হিন্দি, তেলুগু, তামিল, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.