ETV Bharat / entertainment

Cinema Release: বক্স অফিসে লড়াই, মুখোমুখি জনের 'দ্য ডিপ্লোম্যাট' ও প্রভাসের 'প্রজেক্ট কে' - বক্স অফিস

জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট মুখোমুখি হতে চলেছে প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত প্রজেক্ট কে-এর সঙ্গে ৷ জানুয়ারিতে একদিনের ব্যবধানে বড় পর্দায় আসবে এই 2 ছবি ।

Actor John Abraham upcoming film The Diplomat
জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট সিনেমা
author img

By

Published : Jul 2, 2023, 10:59 PM IST

মুম্বই, 2 জুলাই: আগামী বছরের 11 জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অভিনেতা জন আব্রাহামের ছবি দ্য ডিপ্লোম্যাট ৷ এমনটাই রবিবার ঘোষণা করেছেন সিনেমার নির্মাতারা । ইতিমধ্যে শিরোনামে উঠে এসেছে জনের এই ছবিটি ৷ তবে খুব শীঘ্রই এই ছবির সৌজন্যে সিনেমা হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলতে পারে ৷

  • প্রেক্ষাগৃহে জন প্রভাসের ফিল্মের লড়াই

সিনেমায় নয়, বরং লড়াইটা হবে বক্স অফিসে ৷ কারণ ওই সময়েই মুক্তি পাচ্ছে প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা প্রজেক্ট কে ৷ ফলে চলচ্চিত্র সমালোচকদের মতে কঠিন প্রতিযোগিতা হতে চলেছে ৷ যখন মুখোমুখি হবে এই দুটো ছবি ৷ দুটোই বিগ বাজেট ফিল্ম ৷ 12 জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রভাসের সিনেমা প্রজেক্ট কে ৷

  • চলচ্চিত্র দ্য ডিপ্লোম্যাট

নাম শাবানা খ্যাত শিবম নায়ার পরিচালিত সিনেমা দ্য ডিপ্লোম্যাট ৷ এটি একটি অ্যাকশন থ্রিলার ৷ যেটিতে জন আব্রাহামকে একজন উচ্চ পদস্থ সরকারি আধিকারিকের ভূমিকায় দেখা যাবে । ডিপ্লোম্যাটে ফিল্মের লেখক রিতেশ শাহ ৷ যিনি এর আগে জন আব্রাহাম অভিনীত ফোর্স, বাটলা হাউস এবং রকি হ্যান্ডসাম এর পাশাপাশি ডি-ডে এবং পিঙ্কের মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলির চিত্রনাট্য লিখেছেন ।

ডিপ্লোম্যাট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং কৃষাণ কুমারের টি-সিরিজ, আব্রাহামের জেএ এন্টারটেইনমেন্ট, ভিপুল ডি শাহ, অশ্বিন ভার্দে এবং রাজেশ বাহলের ওয়াকাও ফিল্মস, সমীর দীক্ষিত ও যতীশ ভার্মার ফরচুন পিকচার্স এবং রাকেশ ডাংয়ের সীতা ফিল্মস । জন আব্রাহাম সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে অভিনয় করেছেন । তাঁকে পরবর্তী অ্যাকশন থ্রিলার তেহরানে দেখা যাবে ।

আরও পড়ুন: কোলাহলে সরগরম কেল্লা! মুক্তি পেল দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির প্রি-টিজার

  • প্রভাসের সিনেমা প্রজেক্ট কে

উল্লেখ্য, প্রভাস এবং দীপিকা অভিনীত প্রজেক্ট কে হল জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিনের সিনেমা । ছবিটিতে অমিতাভ বচ্চনকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ৷ এই সিনেমায় দেখা যেতে পারে কমল হাসানকেও ৷ 600 কোটি টাকা বাজেট এই সিনেমাটির বলে জানা গিয়েছে ।

মুম্বই, 2 জুলাই: আগামী বছরের 11 জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অভিনেতা জন আব্রাহামের ছবি দ্য ডিপ্লোম্যাট ৷ এমনটাই রবিবার ঘোষণা করেছেন সিনেমার নির্মাতারা । ইতিমধ্যে শিরোনামে উঠে এসেছে জনের এই ছবিটি ৷ তবে খুব শীঘ্রই এই ছবির সৌজন্যে সিনেমা হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলতে পারে ৷

  • প্রেক্ষাগৃহে জন প্রভাসের ফিল্মের লড়াই

সিনেমায় নয়, বরং লড়াইটা হবে বক্স অফিসে ৷ কারণ ওই সময়েই মুক্তি পাচ্ছে প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা প্রজেক্ট কে ৷ ফলে চলচ্চিত্র সমালোচকদের মতে কঠিন প্রতিযোগিতা হতে চলেছে ৷ যখন মুখোমুখি হবে এই দুটো ছবি ৷ দুটোই বিগ বাজেট ফিল্ম ৷ 12 জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রভাসের সিনেমা প্রজেক্ট কে ৷

  • চলচ্চিত্র দ্য ডিপ্লোম্যাট

নাম শাবানা খ্যাত শিবম নায়ার পরিচালিত সিনেমা দ্য ডিপ্লোম্যাট ৷ এটি একটি অ্যাকশন থ্রিলার ৷ যেটিতে জন আব্রাহামকে একজন উচ্চ পদস্থ সরকারি আধিকারিকের ভূমিকায় দেখা যাবে । ডিপ্লোম্যাটে ফিল্মের লেখক রিতেশ শাহ ৷ যিনি এর আগে জন আব্রাহাম অভিনীত ফোর্স, বাটলা হাউস এবং রকি হ্যান্ডসাম এর পাশাপাশি ডি-ডে এবং পিঙ্কের মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলির চিত্রনাট্য লিখেছেন ।

ডিপ্লোম্যাট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং কৃষাণ কুমারের টি-সিরিজ, আব্রাহামের জেএ এন্টারটেইনমেন্ট, ভিপুল ডি শাহ, অশ্বিন ভার্দে এবং রাজেশ বাহলের ওয়াকাও ফিল্মস, সমীর দীক্ষিত ও যতীশ ভার্মার ফরচুন পিকচার্স এবং রাকেশ ডাংয়ের সীতা ফিল্মস । জন আব্রাহাম সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে অভিনয় করেছেন । তাঁকে পরবর্তী অ্যাকশন থ্রিলার তেহরানে দেখা যাবে ।

আরও পড়ুন: কোলাহলে সরগরম কেল্লা! মুক্তি পেল দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির প্রি-টিজার

  • প্রভাসের সিনেমা প্রজেক্ট কে

উল্লেখ্য, প্রভাস এবং দীপিকা অভিনীত প্রজেক্ট কে হল জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিনের সিনেমা । ছবিটিতে অমিতাভ বচ্চনকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ৷ এই সিনেমায় দেখা যেতে পারে কমল হাসানকেও ৷ 600 কোটি টাকা বাজেট এই সিনেমাটির বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.