ETV Bharat / entertainment

Bawaal Controversy: মানবাধিকার কমিশনের রোষের মুখে 'বাওয়াল', আউশভিৎসে নিয়ে অবমাননার অভিযোগে সম্প্রচার বন্ধের দাবি - Simon Wiesenthal Centre SWC

বিশ্বযুদ্ধের পটভূমিকে ব্যবহার করে হলোকাস্টের অবমাননা করেছে জাহ্নবী-বরুণের 'বাওয়াল' ৷ এমনই অভিযোগ তুলে ওটিটি থেকে ছবি সরানোর দাবি তুলল এক মানবাধিকার সংগঠন ৷

Bawaal Controversy
বিতর্কের মুখে বাওয়াল
author img

By

Published : Jul 27, 2023, 3:28 PM IST

হায়দরাবাদ, 27 জুলাই: সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ৷ নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ৷ তবে ছবির মূল কাহিনি নিহিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ৷ একজন প্রফেসর এবং তাঁর ছাত্রী জার্মানির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে ৷ বিশ্বযুদ্ধের হলোকাস্টের ক্ষেত্রগুলি দেখতে দেখতে তাঁদের মধ্যে প্রেমের জন্ম হয় ৷ এতদিন এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল সমালোচকদের কাছে ৷ আর এবার আউশভিৎসের কথা যেভাবে তুলে ধরা হয়েছে ছবিতে তা নিয়ে বিতর্কের মুখে পড়ল এই ছবি ৷ আমাজন প্রাইম ভিডিয়োর কাছেও খোলা চিঠি পাঠানো হল এই ছবিকে সরিয়ে ফেলার জন্য ৷

বিতর্কের কারণ:

আউশভিৎসে হল একটি নাৎসি কনস্ট্রেশন ক্যাম্প ৷ যেখানে বহু ইহুদিকে নির্মমভাবে অত্যাচার করা হয় ৷ শুধু তাই নয় এই নাৎসি হলোকাস্টে শিকার হন লক্ষ লক্ষ মানুষ ৷ সম্প্রতি এক ইহুদি মানবাধিকার সংগঠন সাইমন উইসেনথাল সেন্টারের তরফে দাবি করা হয়েছে 'বাওয়াল' ছবিতে আউশভিৎসের কথা যেভাবে উল্লেখ করা হয়েছে তাতে নাৎসি গণহত্যায় যাঁদের জীবন গিয়েছে তাঁদের অপমান করেছেন নির্মাতারা ৷

'বাওয়াল' ছবির একটি অংশ বরুণের সঙ্গে আউশভিৎসে যান জাহ্নবী ৷ সেখানে হিটলারকে তুলনা করা হয় মানুষের লোভের সঙ্গে ৷ আর তাই নায়ক-নায়িকাকে বলে, "আমরা সবাই একটু আধটু হিটলারের মতো, তাই নয় কি?" এমনকী ছবিতে আউশভিৎসে প্রসঙ্গে বলা হয়, "প্রত্যেক সম্পর্ককেই আউশভিৎসের মধ্যে দিয়ে যেতে হয় ৷" এইভাবে কনস্ট্রেশন ক্যাম্পকে একটি সম্পর্কের সঙ্গে তুলনা করে তার গুরুত্ব লঘু করে দেওয়া হচ্ছে ৷

খোলা চিঠির বয়ান:

খোলা চিঠিটিতে লেখা হয়েছে, "ছবির স্টোরিলাইনটি বর্তমান সময়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷ এখানে একটি দৃশ্য রয়েছে যেখানে নায়ক নায়িকা আউশভিৎসের চেম্বারে ঢোকে ৷ ছবিতে হিটলারকে মানুষের লোভের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ৷ সেখানে নায়ক নায়িকাকে বলে, আমরা সবাই একটু আধটু হিটলারের মতো, তাই নয় কি?"

আরও পড়ুন: নটরাজ নৃত্যে মাতলেন অক্ষয়, মুক্তি পেল 'ওএমজি 2'র গান 'হর হর মহাদেব'

চিঠিতে আরও বলা হয়, "কিন্তু আউশভিৎসে কোনও প্রতীকী নয় ৷ একজন জঘন্য মানুষ কতটা খারাপ কাণ্ড ঘটাতে পারে এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত ৷ লক্ষ লক্ষ মানুষ যাঁরা হিটলারের রেজিমে অত্যাচার সহ্য করেছেন তাঁদের অবমাননা করেছেন নীতিশ ৷" সংস্থার তরফে রাব্বি আব্রাহাম কুপার আরও দাবি করেন, "যদি পরিচালক শুধু পিআর পাওয়ার জন্য একটি নাৎসি ডেথক্যাম্পে কাল্পনিক দৃশ্য শুট করে থাকেন তাহলে তিনি সফল হয়েছেন ৷" তাঁদের মতে এভাবে কোনও ঐতিহাসিক ঘটনাকে অবমাননা করা উচিৎ নয় ৷ আর তাই আমাজন প্রাইম ভিডিয়োর কাছেও এই ছবির প্রচার বন্ধের অনুরোধ করলেন তাঁরা ৷

হায়দরাবাদ, 27 জুলাই: সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ৷ নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ৷ তবে ছবির মূল কাহিনি নিহিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ৷ একজন প্রফেসর এবং তাঁর ছাত্রী জার্মানির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে ৷ বিশ্বযুদ্ধের হলোকাস্টের ক্ষেত্রগুলি দেখতে দেখতে তাঁদের মধ্যে প্রেমের জন্ম হয় ৷ এতদিন এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল সমালোচকদের কাছে ৷ আর এবার আউশভিৎসের কথা যেভাবে তুলে ধরা হয়েছে ছবিতে তা নিয়ে বিতর্কের মুখে পড়ল এই ছবি ৷ আমাজন প্রাইম ভিডিয়োর কাছেও খোলা চিঠি পাঠানো হল এই ছবিকে সরিয়ে ফেলার জন্য ৷

বিতর্কের কারণ:

আউশভিৎসে হল একটি নাৎসি কনস্ট্রেশন ক্যাম্প ৷ যেখানে বহু ইহুদিকে নির্মমভাবে অত্যাচার করা হয় ৷ শুধু তাই নয় এই নাৎসি হলোকাস্টে শিকার হন লক্ষ লক্ষ মানুষ ৷ সম্প্রতি এক ইহুদি মানবাধিকার সংগঠন সাইমন উইসেনথাল সেন্টারের তরফে দাবি করা হয়েছে 'বাওয়াল' ছবিতে আউশভিৎসের কথা যেভাবে উল্লেখ করা হয়েছে তাতে নাৎসি গণহত্যায় যাঁদের জীবন গিয়েছে তাঁদের অপমান করেছেন নির্মাতারা ৷

'বাওয়াল' ছবির একটি অংশ বরুণের সঙ্গে আউশভিৎসে যান জাহ্নবী ৷ সেখানে হিটলারকে তুলনা করা হয় মানুষের লোভের সঙ্গে ৷ আর তাই নায়ক-নায়িকাকে বলে, "আমরা সবাই একটু আধটু হিটলারের মতো, তাই নয় কি?" এমনকী ছবিতে আউশভিৎসে প্রসঙ্গে বলা হয়, "প্রত্যেক সম্পর্ককেই আউশভিৎসের মধ্যে দিয়ে যেতে হয় ৷" এইভাবে কনস্ট্রেশন ক্যাম্পকে একটি সম্পর্কের সঙ্গে তুলনা করে তার গুরুত্ব লঘু করে দেওয়া হচ্ছে ৷

খোলা চিঠির বয়ান:

খোলা চিঠিটিতে লেখা হয়েছে, "ছবির স্টোরিলাইনটি বর্তমান সময়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷ এখানে একটি দৃশ্য রয়েছে যেখানে নায়ক নায়িকা আউশভিৎসের চেম্বারে ঢোকে ৷ ছবিতে হিটলারকে মানুষের লোভের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ৷ সেখানে নায়ক নায়িকাকে বলে, আমরা সবাই একটু আধটু হিটলারের মতো, তাই নয় কি?"

আরও পড়ুন: নটরাজ নৃত্যে মাতলেন অক্ষয়, মুক্তি পেল 'ওএমজি 2'র গান 'হর হর মহাদেব'

চিঠিতে আরও বলা হয়, "কিন্তু আউশভিৎসে কোনও প্রতীকী নয় ৷ একজন জঘন্য মানুষ কতটা খারাপ কাণ্ড ঘটাতে পারে এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত ৷ লক্ষ লক্ষ মানুষ যাঁরা হিটলারের রেজিমে অত্যাচার সহ্য করেছেন তাঁদের অবমাননা করেছেন নীতিশ ৷" সংস্থার তরফে রাব্বি আব্রাহাম কুপার আরও দাবি করেন, "যদি পরিচালক শুধু পিআর পাওয়ার জন্য একটি নাৎসি ডেথক্যাম্পে কাল্পনিক দৃশ্য শুট করে থাকেন তাহলে তিনি সফল হয়েছেন ৷" তাঁদের মতে এভাবে কোনও ঐতিহাসিক ঘটনাকে অবমাননা করা উচিৎ নয় ৷ আর তাই আমাজন প্রাইম ভিডিয়োর কাছেও এই ছবির প্রচার বন্ধের অনুরোধ করলেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.